কলকাতাঃ পুজো কার্নিভ্যাল ঘিরে প্রস্তুতি জোর কদমে রেড রোডে। চলতি বছর, আগামীকাল মঙ্গলবার হবে কার্নিভ্যাল। এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভ্যালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুনঃ ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কে ফাটল! কারণটা কি ‘এই’ বলিউড অভিনেত্রী? ভাইরাল পোস্ট ঘিরে আলোচনা
হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর, শিয়ালদহ থেকে ছাড়া একাধিক রুটে বাস বাড়ানো হচ্ছে। ২ টো এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে। ২টো এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে। ২ টো এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে।হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে দুটো এস-৭ বাস। একটি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়া পর্যন্ত। দু’টি এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে। ২টো ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে। এস-১০ নম্বরের ২টো বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্ন পর্যন্ত। ১টা এস-১২ডি বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে ঠাকুরপুকুরের মধ্যে। আমতলা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২টো এসি-৫২ বাস চালু থাকবে ওই সময়ে। এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে ২টো এসি-৫ বাস চালানো হবে। এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত ১টা ই-৪ বাস চালানো হবে।
এছাড়াও রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে।এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য। ভেসেল রাত অবধি চালানোর পরিকল্পনা। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে।