General Knowledge Story: বলুন তো বিশ্বের সবথেকে দামি মাছ কোনটি? নাম শুনলে আকাশ থেকে পড়বেন! গাড়ি-বাড়ি হয়ে যাবে এই টাকায়

কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়
আজকাল পত্র-পত্রিকা, বই এর পাশাপাশি ইন্টারনেটে প্রচুর পরিমাণে নানা বিষয়ের সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায় যা জীবনের নানা ওঠাপড়ায় বেশ কাজেও লাগে। আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হল, যেগুলি আগামী দিনে নানা ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে।
আজকাল পত্র-পত্রিকা, বই এর পাশাপাশি ইন্টারনেটে প্রচুর পরিমাণে নানা বিষয়ের সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায় যা জীবনের নানা ওঠাপড়ায় বেশ কাজেও লাগে। আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হল, যেগুলি আগামী দিনে নানা ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে।
সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারোরই জানা নেই। বা প্রশ্ন শুনে মাথা চুলকোবেন অনেকে।
সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারোরই জানা নেই। বা প্রশ্ন শুনে মাথা চুলকোবেন অনেকে।
বিশ্বের সব থেকে দামি মাছটি সাধারণত এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে স্বাদু জলেই দেখতে পাওয়া যায়! ধবধবে সাদা রঙেরই বেশি হয় এই মাছ! তবে মাঝে মধ্যে একটু হালকা অরেঞ্জ রং-ও দেখা যায় এদের গায়ে! photo source collected
বিশ্বের সব থেকে দামি মাছটি সাধারণত এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে স্বাদু জলেই দেখতে পাওয়া যায়! ধবধবে সাদা রঙেরই বেশি হয় এই মাছ! তবে মাঝে মধ্যে একটু হালকা অরেঞ্জ রং-ও দেখা যায় এদের গায়ে! photo source collected
মাছটির নাম 'প্ল্যাটিনাম অ্যারোওয়ানা'! এই মাছ সাধারণত চার ফুট লম্বা হয়! এরা জলের নীচে মাছ, এমনকি পাখি মাছ ধরতে হলে সেই পাখিকেও এই মাছ ধরে খেয়ে নিতে পারে! সাপ পর্যন্ত গিলে নেয় এই মাছ! ইঁদুরও খেয়ে নেয়! photo source collected
মাছটির নাম ‘প্ল্যাটিনাম অ্যারোওয়ানা’! এই মাছ সাধারণত চার ফুট লম্বা হয়! এরা জলের নীচে মাছ, এমনকি পাখি মাছ ধরতে হলে সেই পাখিকেও এই মাছ ধরে খেয়ে নিতে পারে! সাপ পর্যন্ত গিলে নেয় এই মাছ! ইঁদুরও খেয়ে নেয়! photo source collected
কিন্তু এই মাছের দাম জানলে অবাক হতে হয়! কেন এত দাম এই মাছের? আসলে এই মাছকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। মনে করা হয় এই মাছ সৌভাগ্য নিয়ে আসে। বহু ধন কুবেররা এই মাছ কেনার জন্য যা খুশি দাম দিতে রাজি থাকে! নিলামে বিক্রি হয় এই মাছ! দাম জানলে চোখ কপালে উঠবে! photo source collected
কিন্তু এই মাছের দাম জানলে অবাক হতে হয়! কেন এত দাম এই মাছের? আসলে এই মাছকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। মনে করা হয় এই মাছ সৌভাগ্য নিয়ে আসে। বহু ধন কুবেররা এই মাছ কেনার জন্য যা খুশি দাম দিতে রাজি থাকে! নিলামে বিক্রি হয় এই মাছ! দাম জানলে চোখ কপালে উঠবে! photo source collected
এই মাছটির দাম মার্কিন ডলারে ৪-লক্ষ! ভারতীয় মুদ্রায় তিন কোটি টাকা! চার-পাঁচ কোটিতেও নিলাম হয় এই মাছ! ঘরের শোভা বাড়াতেই এই মাছ কেনেন ধন কুবেররা! এই মাছের যা দাম গোটা জীবনে এত টাকার মুখ দেখে না কোটি কোটি মানুষ! এই টাকায় পাঁচটা বাড়ি শুধু না গাড়ি, মহল সব হয়ে যাবে! photo source collected
এই মাছটির দাম মার্কিন ডলারে ৪-লক্ষ! ভারতীয় মুদ্রায় তিন কোটি টাকা! চার-পাঁচ কোটিতেও নিলাম হয় এই মাছ! ঘরের শোভা বাড়াতেই এই মাছ কেনেন ধন কুবেররা! এই মাছের যা দাম গোটা জীবনে এত টাকার মুখ দেখে না কোটি কোটি মানুষ! এই টাকায় পাঁচটা বাড়ি শুধু না গাড়ি, মহল সব হয়ে যাবে! photo source collected