হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মোট ১১৮টি মেট্রো চলার কথা রয়েছে৷ ১২ থেকে ২০ মিনিট অন্তর-অন্তর এই লাইনে মেট্রো আসবে৷ এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টায়, শেষ মেট্রো চলবে ৯টা ৪৪ মিনিটে৷ হাওড়া ময়দান থেকে সকাল ৭টা ১০ মিনিটে মেট্রো শুরু হবে৷ শেষ মেট্রো ছাড়বে ৯টা ৫৪ মিনিটে

Metro Rail Time: লক্ষ্মী পুজোয় বিরাট সুখবর, কলকাতার মেট্রোর বড় ঘোষণা, চমকে দেবে গ্রিন ও ব্লু লাইনের মেট্রোর টাইম টেবল

কয়েকদিনের পুজোর শেষে সকলকে কাঁদিয়ে উমা বাপের বাড়ি ছেড়ে স্বর্গে চললেন৷ কিন্তু বাঙালির যে ‘বারো মাসে তেরো পার্বণ’৷ বিষাদের রেশ কাটতে না কাটতেই শুরু লক্ষ্মী পুজোর আয়োজন৷
কয়েকদিনের পুজোর শেষে সকলকে কাঁদিয়ে উমা বাপের বাড়ি ছেড়ে স্বর্গে চললেন৷ কিন্তু বাঙালির যে ‘বারো মাসে তেরো পার্বণ’৷ বিষাদের রেশ কাটতে না কাটতেই শুরু লক্ষ্মী পুজোর আয়োজন৷
১৬ অক্টোবর, লক্ষ্মী পুজো উপলক্ষে কোন লাইনে কটা পর্যন্ত মেট্রো চলবে, জানালেন মেট্রো কতৃপক্ষ৷
১৬ অক্টোবর, লক্ষ্মী পুজো উপলক্ষে কোন লাইনে কটা পর্যন্ত মেট্রো চলবে, জানালেন মেট্রো কতৃপক্ষ৷
ব্লু লাইনে ১৯০ টি মেট্রো চালানোর কথা জানানো হয়েছে৷ আপ ডাউনে এক-একটি দিকে ৯৫টি করে মেট্রো চালানোর কথা জানানো হয়েছে৷ মেট্রো যাত্রীদের জন্য সকাল ৬টা ৫০ এ প্রথম মেট্রো পরিষেবা চালু করা হবে৷ ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দু দিক থেকেই শেষ মেট্রো চালানো হবে৷ অন্যান্য দিনের মতোই  কবি সুভাষ ও দমদম থেকে ১০:৪০ একটি করে বিশেষ মেট্রো চালানো হবে৷
ব্লু লাইনে ১৯০ টি মেট্রো চালানোর কথা জানানো হয়েছে৷ আপ ডাউনে এক-একটি দিকে ৯৫টি করে মেট্রো চালানোর কথা জানানো হয়েছে৷ মেট্রো যাত্রীদের জন্য সকাল ৬টা ৫০ এ প্রথম মেট্রো পরিষেবা চালু করা হবে৷ ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দু দিক থেকেই শেষ মেট্রো চালানো হবে৷ অন্যান্য দিনের মতোই কবি সুভাষ ও দমদম থেকে ১০:৪০ একটি করে বিশেষ মেট্রো চালানো হবে৷
গ্রিন লাইন ১-এ আপ-ডাউন মিলিয়ে মোট ৯০টি মেট্রো চালানো হবে৷ সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে৷ সল্টলেক থেকে ৭টা ৫ মিনিটে মেট্রো চলবে৷ শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৪০ মিনিটে৷
গ্রিন লাইন ১-এ আপ-ডাউন মিলিয়ে মোট ৯০টি মেট্রো চালানো হবে৷ সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে৷ সল্টলেক থেকে ৭টা ৫ মিনিটে মেট্রো চলবে৷ শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৪০ মিনিটে৷
হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মোট ১১৮টি মেট্রো চলার কথা রয়েছে৷ ১২ থেকে ২০ মিনিট অন্তর-অন্তর এই লাইনে মেট্রো আসবে৷ এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টায়, শেষ মেট্রো চলবে ৯টা ৪৪ মিনিটে৷ হাওড়া ময়দান থেকে সকাল ৭টা ১০ মিনিটে মেট্রো শুরু হবে৷ শেষ মেট্রো ছাড়বে ৯টা ৫৪ মিনিটে
হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মোট ১১৮টি মেট্রো চলার কথা রয়েছে৷ ১২ থেকে ২০ মিনিট অন্তর-অন্তর এই লাইনে মেট্রো আসবে৷ এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টায়, শেষ মেট্রো চলবে ৯টা ৪৪ মিনিটে৷ হাওড়া ময়দান থেকে সকাল ৭টা ১০ মিনিটে মেট্রো শুরু হবে৷ শেষ মেট্রো ছাড়বে ৯টা ৫৪ মিনিটে