দক্ষিণবঙ্গ, পুরুলিয়া IMD Bengal Weather Update: নিম্নচাপের কবলে বাংলা! বুধ-বৃহস্পতিতে আসল খেলা! দক্ষিণের একাধিক জেলায় ঝড়বৃষ্টি! Gallery October 15, 2024 Bangla Digital Desk বৃষ্টির দাপট যেন কোনওভাবেই কমছে না দক্ষিণের জেলাগুলিতে। টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও। ভিজতে পারে জেলা পুরুলিয়াও। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহে। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টি হবে না। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও , কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণের কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য বেশি রয়েছে। এছাড়া দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে। প্রবল বর্ষণের সম্ভাবনা নেই দক্ষিণের কোথাও। শর্মিষ্ঠা ব্যানার্জি