বিদেশ Durga Puja 2024:বেলজিয়ামে দুর্গাপুজো! বিরিয়ানি থেকে নাচগান, বাদ গেল না কিছুই! বিদেশেই এক টুকরো কলকাতা Gallery October 15, 2024 Bangla Digital Desk এক টুকরো কলকাতা এবার বেলজিয়ামে। বাড়ি থেকে বহু দূরে থেকেও ‘মিস’ হয়নি দুর্গাপুজোর আমেজ। চলতি বছর দ্বিতীয় বর্ষে পা দিল অ্যান্টওয়ার্প শহরের পুজো ‘ইন্দুস্তাব।’ কলকাতা আর বাংলার নানা পদে কবজি ডুবিয়ে চলে চারদিন ধরে খাওয়াদাওয়া। মেনুতে ছিল ভাত, পনির, পোলাও, ভেজ বিরিয়ানি, ফুলকপির রোস্ট, আলুর দম, চাটনি, পায়েস। সংগঠনের আর এক প্রতিনিধি সৌভিক দাস বলেন “পেটপুজোর পাশাপাশি রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আমাদের মঞ্চে গান গেয়েছে ওমকার ব্যান্ড। কচিকাঁচাদের জন্যও রয়েছে নানা মজাদার আয়োজন।’’ চারদিন সব আচার-অনুষ্ঠান মেনেই হয়েছে পুজো। মায়ের বোধন, অষ্টমীর অঞ্জলি, দশমীর সিঁদুর খেলা সব হয়েছে নিয়ম মেনে। চারদিন দুবেলা প্রায় ১০০০ লোক খাওয়াদাওয়া করেছে। বেলজিয়ামের বিভিন্ন প্রান্ত থেকে লোকের সমাগম হয় এই পুজোয়। শুধু বাঙালিরা নয়, বিদেশিরাও পুজোয় অংশগ্রহণ করেন। সারা বছরের ব্যস্ততার মাঝে বছরের চার দিন তাঁরা ধরে রাখলেন পুরনো রীতি পরম্পরা ও খাঁটি বাঙালিয়ানাকে। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পোঁছে দিতে বদ্ধ পরিকর বেলজিয়ামের ‘ইন্দুস্তাব’।