রেড রোডে পুজোর কার্নিভাল! অংশগ্রহণ করল সেরা ৮৯টি পুজো! দেখুন ভিডিও

Durga Puja Carnival 2024: রেড রোডে পুজোর কার্নিভাল! অংশগ্রহণ করল সেরা ৮৯টি পুজো! দেখুন ভিডিও

পুজোর পরেও পুজোর রেশ। Red Road এ পুজো কার্নিভাল। অংশগ্রহণ করে কলকাতার উননব্বইটি পুজো। রেড রোডে জমায়েত। এরপর একে একে কার্নিভালে সামিল পুজোগুলির। কার্নিভালের মূল মঞ্চ জমিদার বাড়ির আদলে। মূল মঞ্চে মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মুল মঞ্চের সামনেই ক্লাবগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে এই কার্নিভ্যালের জন্য। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা।

ত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর বিশেষ অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শুরু হবে পুজোর কার্নিভাল। কার্নিভ্যালে আসার জন্য আমন্ত্রিত থাকছেন একাধিক শিল্পপতি। কার্নিভ্যাল নিয়ে সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশ ও পুলিশ কমিশনার বিশেষ বৈঠক করবেন বলেও সূত্রের খবর।

কার্নিভ্যালের দিন রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে বলে জানা গিয়েছে। এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হবে না মানুষকে।  ভেসেল রাত অবধি চালানোর পরিকল্পনা রয়েছে। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে বলে জানা গিয়েছে।