Tag Archives: Durga Puja Carnival

Durga Puja Carnival 2024: রেড রোডে পুজোর কার্নিভাল! অংশগ্রহণ করল সেরা ৮৯টি পুজো! দেখুন ভিডিও

পুজোর পরেও পুজোর রেশ। Red Road এ পুজো কার্নিভাল। অংশগ্রহণ করে কলকাতার উননব্বইটি পুজো। রেড রোডে জমায়েত। এরপর একে একে কার্নিভালে সামিল পুজোগুলির। কার্নিভালের মূল মঞ্চ জমিদার বাড়ির আদলে। মূল মঞ্চে মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মুল মঞ্চের সামনেই ক্লাবগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে এই কার্নিভ্যালের জন্য। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা।

ত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর বিশেষ অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শুরু হবে পুজোর কার্নিভাল। কার্নিভ্যালে আসার জন্য আমন্ত্রিত থাকছেন একাধিক শিল্পপতি। কার্নিভ্যাল নিয়ে সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশ ও পুলিশ কমিশনার বিশেষ বৈঠক করবেন বলেও সূত্রের খবর।

কার্নিভ্যালের দিন রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে বলে জানা গিয়েছে। এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হবে না মানুষকে।  ভেসেল রাত অবধি চালানোর পরিকল্পনা রয়েছে। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে বলে জানা গিয়েছে।

Durga Puja Carnival 2024: গীতিকার মমতার গানই পুজোর ‘সেরা’! কার্নিভালে তাল মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ছবি!

রেড রোড রাঙিয়ে অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরাও আলোকিত করলেন এবারের পুজো কার্নিভাল। দেখা গেল টলিউডের বহু চেনা মুখও। সব মিলিয়ে উৎসব শেষে আরও এক জমজমাট উৎসব শহরের বুকে।
রেড রোড রাঙিয়ে অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরাও আলোকিত করলেন এবারের পুজো কার্নিভাল। দেখা গেল টলিউডের বহু চেনা মুখও। সব মিলিয়ে উৎসব শেষে আরও এক জমজমাট উৎসব শহরের বুকে।
সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত ছিলেন রেড রোড কার্নিভালে। প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও এদিন রেড রোডের মঞ্চে দেখা গিয়েছে। ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীও।
সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত ছিলেন রেড রোড কার্নিভালে। প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও এদিন রেড রোডের মঞ্চে দেখা গিয়েছে। ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীও।
২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে এই কার্নিভ্যালের জন্য। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা।
২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে এই কার্নিভ্যালের জন্য। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা।
নমিতা বিশ্বাস। ওঁর একটা পা অনেকটা ছোট আর দুর্বল। একটুর বেশি হাঁটতে পারেন না। ঠাকুরনগরের স্বনির্ভর গোষ্ঠীর ঝিনুকের গয়নাশিল্পী। সরস মেলায় আবিষ্কার করেছিল রামমোহন সম্মিলনী। এবার পুজোয় ঠাকুরের সব গয়না ওঁর করা। রামমোহন সম্মিলনী। মুখ্যমন্ত্রী প্রশংসা করে ওঁকে একটি ময়ূরপেখমের পাখা দিয়েছেন।
নমিতা বিশ্বাস। ওঁর একটা পা অনেকটা ছোট আর দুর্বল। একটুর বেশি হাঁটতে পারেন না। ঠাকুরনগরের স্বনির্ভর গোষ্ঠীর ঝিনুকের গয়নাশিল্পী। সরস মেলায় আবিষ্কার করেছিল রামমোহন সম্মিলনী। এবার পুজোয় ঠাকুরের সব গয়না ওঁর করা। রামমোহন সম্মিলনী। মুখ্যমন্ত্রী প্রশংসা করে ওঁকে একটি ময়ূরপেখমের পাখা দিয়েছেন।
শ্রীভূমির থেকে পাখা চেয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বসু হাতে তুলে দিলেন কারুকাজ করা পাখা।
শ্রীভূমির থেকে পাখা চেয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বসু হাতে তুলে দিলেন কারুকাজ করা পাখা।
শ্রীভূমির হয়ে পা মেলাতে দেখা গেল বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। পরে বরানগরের একটি পুজোর শোভাযাত্রাতেও দেখা যায় স্থানীয় বিধায়িকাকে। নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার নৃত্য পরিবেশন করে আলাদা করে নজর কেড়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শ্রীভূমির হয়ে পা মেলাতে দেখা গেল বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। পরে বরানগরের একটি পুজোর শোভাযাত্রাতেও দেখা যায় স্থানীয় বিধায়িকাকে। নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার নৃত্য পরিবেশন করে আলাদা করে নজর কেড়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
পুজোর কার্নিভালে ‘সেরা গান’ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা একটি গানকে। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেই গানটিও এদিন গাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সেই নাচে কোমর দুলিয়েছেন।
পুজোর কার্নিভালে ‘সেরা গান’ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা একটি গানকে।  দুর্গাপুজো উপলক্ষে গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটিকে কার্নিভালে সেরা পুজোর গান বলে ঘোষণা করা হল। গানের সঙ্গে চলছে নৃত্য পরিবেশনা।
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম বার কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয়। শহরের সেরা পুজোগুলো কার্নিভালে অংশ নেয়। যত বছর ঘুরেছে, কার্নিভাল নিয়ে উন্মাদনা ততই বেড়েছে।
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম বার কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয়। শহরের সেরা পুজোগুলো কার্নিভালে অংশ নেয়। যত বছর ঘুরেছে, কার্নিভাল নিয়ে উন্মাদনা ততই বেড়েছে।
কার্নিভালে শহরের সেরা ৯০টি পুজো অংশ নিয়েছে। রেড রোড দিয়ে প্রতিটি পুজো কমিটি শোভাযাত্রার মাধ্যমে নিজেদের পুজোর থিম ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। গান ও নাচে বহু তারকাকেই অংশ নিতে দেখা যায়।
কার্নিভালে শহরের সেরা ৯০টি পুজো অংশ নিয়েছে। রেড রোড দিয়ে প্রতিটি পুজো কমিটি শোভাযাত্রার মাধ্যমে নিজেদের পুজোর থিম ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। গান ও নাচে বহু তারকাকেই অংশ নিতে দেখা যায়।
অন্য দিকে, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’। এই প্রথম শহরের বুকে এমন জোড়া কার্নিভ্যালের ছবি নজরে। মঙ্গলবার অনন্য দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা।
অন্য দিকে, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’। এই প্রথম শহরের বুকে এমন জোড়া কার্নিভ্যালের ছবি নজরে। মঙ্গলবার অনন্য দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা।
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে উৎসবের শহরেই চলছে বিদ্রোহ। আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আসছে তাঁদের অসুস্থতার খবর। সেই ছবিও পাশাপাশি ধরা দিল দ্রোহ কার্নিভালে।
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে উৎসবের শহরেই চলছে বিদ্রোহ। আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আসছে তাঁদের অসুস্থতার খবর। সেই ছবিও পাশাপাশি ধরা দিল দ্রোহ কার্নিভালে।

Durga Puja Carnival 2024 Live Video: সেরার সেরা প্রতিমা, জমাটি অনুষ্ঠান, রেড রোড থেকে সরাসরি দেখুন এবারের দুর্গা পুজো কার্নিভাল

পুজো কার্নিভাল ঘিরে জমজামাট রেড রোডে চত্বর। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চলছে কার্নিভাল৷ আজ, মঙ্গলবার নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান। এবার রেড রোডের কার্নিভালে ৮৯টি পুজো অংশগ্রহণ করছে।

Kolkata News: রেড রোডে কার্নিভাল, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ‘দ্রোহ কার্নিভাল’, বিশেষ সতর্ক পুলিশ

কলকাতা: রেড রোডে কার্নিভালের দিন ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল কর্মসূচি নিয়ে আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ। ধর্মতলা জুড়ে পূর্বতন ১৪৪ বা ১৬৩ বিএনএএস ধারা লাগু করল কলকাতা পুলিশ। কড়া নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা।

নির্দেশিকা বলছে, একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। হাতে লাঠি, প্রাণঘাতী অস্ত্র বা আগ্নেয়াস্ত্র-সহ থাকলে আইনি ব্যবস্থার হুশিয়ারি দেওয়া হয়েছে। রেড রোডে দুর্গাপুজোর বিশেষ কার্নিভাল চলাকালীন বাধা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এমন কোনও কিছু করা যাবে না।
নির্দেশিকা না মানলে নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী কড়া পদক্ষেপের হুশিয়ারি কলকাতা পুলিশের।

আরও পড়ুন: শীতকালে ফ্রিজ ‘কোন’ তাপমাত্রায় রাখবেন…? এখনই জানা মাস্ট! ভুল সেটিং বারোটা বাজাবে রেফ্রিজারেটরের! পচবে টাটকা খাবার

একদিকে রেড রোড জুড়ে চলছে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অর্থাৎ কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে কার্নিভালের সময়ই আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী ডাক্তার, বিভিন্ন ডাক্তার সংগঠন এবং নাগরিক সমাজের ডাকে দু’দুটি কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দুটি কর্মসূচিরই আপাতত ঘোষিত স্থান রেড রোড থেকে ঢিল ছড়া দূরত্বে আর আর এভিনিউ অর্থাৎ রানী রাসমণি রোডে। গোটা ধর্মতলা চত্বরে একদিকে যেমন ১৬৩ ধারা জারি করে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ, তেমনই রানী রাসমণি রোডে বিশেষ প্রস্তুতি দেখা গেল কলকাতা পুলিশের তরফ থেকে।

সকালবেলায় আপাতত যান চলাচলের জন্য দুই লেন বিশিষ্ট রানী রাসমণি রোডের একটি লেন খোলা থাকলেও অপর একটি লেন ইতিমধ্যেই ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর ব্যারিকেড করে ঘিরে দেওয়া নির্দিষ্ট অংশটিতে মানববন্ধন করার অনুমতি পেতে পারেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।

কিন্তু অপর একটি কর্মসূচি অর্থাৎ দ্রোহের কার্নিভালের অনুমতি বা তার রুট নিয়ে এখনও ধোঁয়াশা জারি রয়েছে। রানী রাসমণি রোডের পাশে যে জায়গাটিতে মেট্রোর গ্রিন লাইনের কাজ চলছে তার এন্ট্রি পয়েন্ট অর্থাৎ মোড়ের অনেকটা আগেই রানী রাসমণি রোড জুড়ে ৬ ফুট বিশেষ উচু লোহার গার্ড রেল বসানো হয়েছে। সকালবেলায় যান চলাচলের জন্য গার্ড রেলের কিছুটা অংশ আপাতত খোলা রাখলেও বেলা দুটোর পর পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সকাল থেকেই গোটা ধর্মতলা চত্বর জুড়েই প্রচুর পুলিশ কর্মী এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন।

বিবেক দাস

Durga Puja Carnival 2024: পুজো কার্নিভাল উপলক্ষে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো-বাস, মঙ্গলবার পরিবহণ ব্যবস্থা কেমন থাকছে? দেখে নিন

কলকাতা: পুজো কার্নিভাল ঘিরে প্রস্তুতি জোর কদমে রেড রোডে। আজ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে কার্নিভ‍াল। এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর।

কার্নিভাল স্পেশ্যাল বাস পরিষেবা কেমন থাকবে? দেখে নিন এক নজরে

হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর, শিয়ালদহ থেকে। এছাড়া একাধিক রুটে বাস বাড়ানো হচ্ছে। ২ টো এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে। ২টো এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে। ২টো এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে।হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে দুটো এস-৭ বাস। একটি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়া পর্যন্ত। দু’টি এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে। ২টো ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে। এস-১০ নম্বরের ২টো বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্ন পর্যন্ত। ১টা এস-১২ডি বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে ঠাকুরপুকুরের মধ্যে। আমতলা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২টো এসি-৫২ বাস চালু থাকবে ওই সময়ে।

আরও পড়ুন- রাজ্যের কয়েক জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, কলকাতায় আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে ২টো এসি-৫ বাস চালানো হবে। এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত ১টা ই-৪ বাস চালানো হবে। এছাড়াও রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে। এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য। ভেসেল রাত পর্যন্ত চালানোর পরিকল্পনা। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে।

আরও পড়ুন– বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের? ক্রাইম ব্র্যাঞ্চের ডিসিপি বললেন, ‘আমরা খতিয়ে দেখছি’

আজ, মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম মেট্রো কবি সুভাষের উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে। আর দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টায়। আর দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ১০টা ৪০ মিনিটে।

Durga Puja Carnival 2024: দুর্গাপুজোর কার্নিভাল কলকাতায়, রেড রোডে সাজ সাজ রব, কখন শুরু? কারা পাবেন এন্ট্রি?

কলকাতা: জেলায় জেলায় কার্নিভাল শেষ, এবার পুজোর কার্নিভাল তিলোত্তমায়। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। তার আগে সেজে উঠছে রেড রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন সেই মূল মঞ্চ, আলোর রোশনাই, অন্যান্য প্যাভিলিয়ন তৈরির কাজে চলছে শেষ তুলির টান। থাকছে বিদেশি দর্শকদের বসার বিশেষ ব্যবস্থা। বড় বড় LED এর মাধ্যমে দর্শকদের পুজোর কার্নিভাল দেখার সুযোগও থাকছে।

কার্নিভালকে ঘিরে প্রতিবারই আগ্রহ তুঙ্গে থাকে, এবারও তাই। গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সরকার এই পুজোর কার্নিভালের আয়োজন করে আসছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম ‘উদিত’ হয় বলুন তো? প্রশ্ন শুনেই হোঁচট খাচ্ছেন…? চমকে দেবে ‘ঠিক’ উত্তর!

কলকাতার একাধিক পুজো কমিটি মঙ্গলবার এই কার্নিভালে অংশ নেবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিসর্জনের শোভাযাত্রা সহযোগে কার্নিভালের মাধ্যমে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন পর্ব হবে একে একে।

প্রসঙ্গত, গত জুলাই মাসেই কার্নিভালের দিন ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন,পুজোর পর কলকাতায় কার্নিভাল হবে ১৫ অক্টোবর। আর পুজো কমিটিগুলিকে ১৩, ১৪, ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জন দিতে হবে।

Durga Puja Carnival: ৪ বছর পর আবারও সীমান্ত শহরে পুজো কার্নিভাল দেখবে মানুষ! জেনে নিন রুট ম্যাপ

উওর ২৪ পরগনা: ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁয় শেষ পুজো কার্নিভাল হয়েছিল ২০১৯ -এ। তারপর আবারও এবছর বনগাঁর প্রায় ১২ টি বিশেষ ক্লাব সংগঠনের মাতৃ প্রতিমা নিয়ে রাজপথে কার্নিভাল দেখতে পাবেন সাধারণ মানুষ জন।

কার্নিভালে থাকবে বিদেশি অতিথিরাও। ইতিমধ্যেই কার্নিভাল ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি, সাধারণ মানুষের মধ্যেও লক্ষ্য করা গিয়েছে উৎসাহ। দুর্গাপুজোকে ইউনেস্কো-র ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ এর স্বীকৃতি ও শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে এবার তাই বনগাঁ মহকুমার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন এর আগে প্রশাসনের তরফ থেকে ১৪ই অক্টোবর অর্থাৎ আজ বিকেল চারটে হাসপাতাল কালী বাড়ি এলাকা থেকে শুরু করে ত্রিকোণ পার্ক এ ক্লাবগুলি তাদের বিশেষ প্রদর্শনী করে বনগাঁ মতিগঞ্জ ঘড়ির মোড় হয়ে থানার ঘাটে বিসর্জন হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-            অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

এই দীর্ঘ পথ সীমা-সহ নানা সুসজ্জিত ট্যাবলু ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্লাব সংগঠন গুলি তাদের প্রতিমা মানুষের দর্শনের জন্য সাজিয়ে তুলবেন। এর আগে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কার্নিভাল অনুষ্ঠিত হলেও, এবছর রাজ্য সরকারের বিশেষ তৎপরতায় অনুষ্ঠিত হচ্ছে এই কার্নিভাল।

আরও পড়ুন-      শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

আরজি কর কাণ্ডে পরবর্তী সময়ে মানুষ উৎসবে রয়েছে তা প্রমাণ করতেই এই এলাহী আয়োজন বলে মনে করছেন অনেকে। তবে এই কার্নিভাল ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ জুড়ে। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি।

Rudra Narayan Roy