এই জায়গাতেই গুলি করা হয় তৃণমূল কর্মী প্রদীপ দত্তকে৷

Berhampore shootout: প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন তৃণমূল কর্মী, পর পর গুলি! সাতসকালে বহরমপুরে শ্যুট আউট

বহরমপুর: সাতসকালে বহরমপুরে শ্যুটআউট৷ প্রাতঃপ্রমণে বেরিয়ে খুন হলেন এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত প্রদীপ দত্ত (৫৮)৷ তিনি ছোটখাটো প্রমোটিংয়ের ব্যবসা করতেন বলেও জানিয়েছেন এলাকার বাসিন্দারা৷

এ দিন সকালে বহরমপুর থানা এলাকার রাধারঘাট নাথপাড়া মোড়ে খুব কাছ থেকে ওই তৃণমূলকর্মীকে গুলি করে দু জন দুষ্কৃতী৷ মোটরসাইকেলে এসে প্রদীপবাবুর দিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রদীপবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়৷

আরও পড়ুন: ‘সব ভারতীয় আপনার কাছে ঋণী!’ দেশের কোন প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখেন রতন টাটা, কেন?

ওই তৃণমূল কর্মী জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। জমি কেনাবেচা সংক্রান্ত কোনও বিবাদ, নাকি অন্য কোনও কারণে প্রদীপবাবুকে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ৷

দুই আততায়ীর খোঁজেও তল্লাশি শুরু হয়েছে৷ যে পথে ওই দুষ্কৃতীরা পালিয়েছে বলে অনুমান, সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷