দক্ষিণবঙ্গ, পুরুলিয়া IMD Bengal Weather Update: পুরোপুরি তৈরি নিম্নচাপ…বৃহস্পতি-শুক্রতে নতুন খেলা! কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি? জানুন Gallery October 16, 2024 Bangla Digital Desk মা দুর্গা কৈলাস ফিরলেও রেখে গেলেন তাঁর ছানাপোনাদের। এইদিন প্রতিটা বাঙালির ঘরে ঘরে পায়ের ধুলো রাখবেন মা লক্ষ্মী। গোটা বঙ্গবাসী মেতে উঠেছে কোজাগরী লক্ষ্মীপুজোয়। কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার থাকতে দেখা গেছে। মঙ্গলবার রাতে কোথাও কোথাও প্রবল বৃষ্টির ফলে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিললেও বৃষ্টির সম্ভাবনা এইদিনও রয়েছে। পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। তার মধ্যে দিয়েই লক্ষ্মী বন্দনায় মেতে উঠেছেন পুরুলিয়াবাসী। এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি আবহাওয়ার মধ্যে দিয়ে কাটবে লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মীপুজোতে ভিজতে চলেছে গোটা বঙ্গ। কলকাতা , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রোদ ঝলমলে আকাশের দেখা আপাতত মিলছে না। কলকাতা সহ দক্ষিনের জেলা থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে ,তাই মরশুমের শেষ বেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণে।একইভাবে দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকছে উত্তরে। উত্তরের একাধিক জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে।টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা। তালিকায় থাকবে জেলা পুরুলিয়াও। শর্মিষ্ঠা ব্যানার্জি