পূর্ব বর্ধমান : বাঙালির সবথেকে বড় পুজো দুর্গা পুজো। কিন্তু বর্ধমানের এই গ্রামের সবথেকে বড় পুজো হল লক্ষ্মীপুজো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বিষ্ণুপুর গ্রাম। এই গ্রামে জাঁকজমক ভাবে পালিত হয় লক্ষ্মীপুজো। লক্ষ্মীপুজোই কাটোয়ার বিষ্ণুপুর গ্রামের প্রধান উৎসব। লক্ষ্মীপুজো বিষ্ণুপুর গ্রামের সকলেরই আবেগ। গ্রামজুড়ে বর্তমানে চারটি বড় পুজো হয়। তাছাড়া আরও অনেক ছোট পুজো তো রয়েইছে। গ্রাম ছোট হলেও পুজোর আয়োজনে থাকেনা কোনও খামতি। রঙিন আলোর চমক আর সঙ্গে থাকে নজরকাড়া প্যান্ডেল। লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সকল গ্রামবাসী।
এই বিষয়ে গ্রামের বাসিন্দা রোহান ঘোষ জানিয়েছেন, “আমরা পুজোর কয়েকটা দিন খুব আনন্দ করি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। ডিজে আসে, গানও হয়। এটাই আমাদের এখন প্রধান উৎসব।”চারদিন ধরে দুর্গাপুজোর মত লক্ষ্মীপুজো হয় পূর্ব বর্ধমানের এই বিষ্ণুপুর গ্রামে। লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে মেলাও বসে। দূর দূরান্ত থেকেও আত্মীয় স্বজনরা আসেন পুজো দেখার জন্য। তবে রাজ্যবাসী যখন দুর্গা পুজোয় মেতে ওঠেন, তখন এই গ্রামে খুব বেশি ধুমধাম হয়না। দুর্গা পুজো হয়, কিন্তু থাকেনা বেশি তোড়জোড়।
আরও পড়ুন : এই চাষ করেই বিরাট লাভ! আয়ও হচ্ছে মোটা টাকা, রাতারাতি ‘মালামাল’ হতে চাইলে শুরু করুন
কিন্তু লক্ষ্মীপুজোর আয়োজন করা হয় একদম ধুমধাম সহকারে। তবে কী কারণে লক্ষ্মীপুজো এই গ্রামের প্রধান উৎসব ? লক্ষ্মীপুজো যে এই গ্রামের প্রধান উৎসব , তার একটা আলাদা কারণ রয়েছে। গ্রামের বাসিন্দা কৌশিক দে জানিয়েছেন, “আমাদের গ্রামের ছেলেরা কেউ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই আরও বিভিন্ন জায়গায় কাজ করে। দুর্গা পুজোর চার দিন আসা হয়না। সেই কারণে লক্ষী পুজোর সময় আমরা দুর্গা পুজোর মত আনন্দ করি।”
আরও পড়ুন : মিঠুন থেকে কাজলও এসেছেন এই রাজবাড়িতে, পুজোতেও কিন্তু রয়েছে বিরাট আকর্ষণ, না গেলে আপনিও মিস করবেন…
স্থানীয়দের কথায়, গ্রামের ছেলেরা অধিকাংশই জয়পুর, চেন্নাই, দিল্লি বা কলকাতায় কাজ করে। দুর্গাপুজোয় কাজের চাপ থাকার কারণে সকলে বাড়ি ফিরতে পারেনা। তাই দুর্গা পুজো শেষে গ্রামে ফিরে বড় করে লক্ষ্মীপুজোর আয়োজন করে সকলেই। এবারও সেজে উঠেছে বর্ধমানের বিষ্ণুপুর গ্রাম। চারদিন ধরে ধুমধাম সহকারে চলবে অনুষ্ঠান।
বনোয়ারীলাল চৌধুরী