রিক্তা দাস 

Laxmi Puja 2024: বিদেশে পাড়ি দিচ্ছে বর্ধমানের নাড়ু, লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ বর্ধমানের যুবতীর

পূর্ব বর্ধমান: বর্ধমানের রিক্তা দাসের তৈরি নাড়ু দেশ ছেড়ে পাড়ি দিচ্ছে বিদেশেও। তবে এই ব্যবসা শুরু হয়েছিল একটু অন্যরকম ভাবে। করোনার সময়, লকডাউনে চাকরি চলে যায় বাবার। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সংসারে নেমে আসে অভাব অনটন। বাবাকে সঙ্গে নিয়ে রিক্তা শুরু করে ব্যবসা। বিক্রি করতে শুরু করে নারকেল নাড়ু। আজ ব্যবসা শুধুমাত্র নারকেল নাড়ুর মধ্যে সীমাবদ্ধ নেই, রয়েছে আরও অনেক কিছুই। দুর্গাপুজোর পর এবার লক্ষী পুজোতে রিক্তার তৈরি নাড়ু ছেয়ে ফেলল বাজার।

আরও পড়ুন: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কি?

পুজো শেষে নারকেল নাড়ু যেন বাঙালির কাছে নস্টালজিয়া। এখনও গ্রাম বাঙালায় অনেকেই বাড়িতে নাড়ু তৈরি করেন । কিন্তু আধুনিকতার যুগে ধীরে ধীরে চল কমছে নাড়ুর। এখন সব কিছুই মানুষ রেডিমেড চাইছে। সেই চাহিদাই লক্ষ্মীলাভের দিশা দিয়েছে পূর্ব বর্ধমানের রিক্তা দাসকে। রিক্তা দাসের দাঁইহাটের নাড়ু প্রথম দিকে এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন তার তৈরি নাড়ু পাড়ি দিচ্ছে দিল্লি থেকে বেঙ্গালুরু পর্যন্ত। এছাড়া বিদেশ থেকেও নাড়ুর বরাত আসতে শুরু করেছে রিক্তার কাছে। এই প্রসঙ্গে রিক্তা বলেন, “লকডাউনের সময় আমার বাবা যেখানে কাজ করতেন সেই কাজ চলে গিয়েছিল। তাই পরিবারের হাল ধরতে আমি এই ব্যবসা শুরু করেছিলাম। আমেরিকা, জাপান বিভিন্ন জায়গায় আমার তৈরি নাড়ু গিয়েছে।”

আরও পড়ুন: বৃষ্টি আসছে কলকাতা-সহ তিন জেলায়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার বিরাট চমক

বর্তমানে রিক্তার তৈরি নাড়ু পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। এছাড়া জাপান এবং ক্যালিফর্নিয়াতেও রিক্তার হাতে তৈরি নাড়ু পাড়ি দিয়েছে। তবে রিক্তার সব কাজ একা হাতে করা সম্ভব হয় না। তাই প্রথম থেকেই নাড়ু তৈরিতে তাঁকে সাহায্য করে আসছেন তার মা রত্না দেবী। চার থেকে পাঁচ রকমের নাড়ুর আইটেম পাওয়া যায় রিক্তার কাছে । যার মধ্যে রয়েছে চিনির নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু । এছাড়াও রয়েছে চিড়ের নাড়ু, সিড়ির নাড়ু , মুড়ির নাড়ু, তিলের নাড়ু-সহ আরও বেশ কিছু আইটেম।

এখন রিক্তার বাবা তাঁর হারিয়ে যাওয়া কাজ ফিরে পেয়েছেন। তবে নাড়ু তৈরি বন্ধ হয়নি। খারাপ পরিস্থিতিতে শুরু করা ব্যবসা এখন চলছে রমরমিয়ে। আগের তুলনায় এখন চাহিদাও অনেক বেড়েছে। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাচ্ছে বর্ধমানের রিক্তার তৈরি নাড়ু।