জ্যোতিষকাহন Diwali Money Vastu: মালামাল হয়ে টাকার গদিতে বসে থাকবেন! দীপাবলিতে করুন এই ৪ কাজ! বড়লোক হওয়া বাঁধাধরা Gallery October 16, 2024 Bangla Digital Desk ভাল রোজগারের পরেও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকে। প্রচুর উপার্জন করেও টাকা হাতে থাকে না। এই সমস্যার জন্য দীপাবলিতে কিছু বাস্তু প্রতিকার অনুসরণ করা যেতে পারে। তাতে আর্থিক সংকটও দূর হয়। বিস্তারিত জানাচ্ছেন জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী। দারুচিনির প্রতিকার:দীপাবলিতে দারুচিনির গুঁড়ো নিন। সেটির উপরে ধূপকাঠিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাত বার ঘোরান। এবং সম্পদের জন্য প্রার্থনা করার সময় সেই পাউডারটি পার্সে রাখুন। তারপর সেই পাউডারটি সেফ বা টাকা রাখা জায়গায় ছিটিয়ে দিন। এটি করলে আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে। ঝাড়ু দান করুন: দেবী লক্ষ্মীকে খুশি করতে, দীপাবলিতে লক্ষ্মী মন্দিরে একটি ঝাড়ু দান করুন। সেই সঙ্গে আর্থিক অবস্থার উন্নতির জন্য অশোক গাছের শিকড়ও গঙ্গাজল দিয়ে ধুয়ে টাকা রাখার জায়গায় রাখতে পারেন। তুলসীকে দুধ নিবেদন করুন: ইচ্ছা পূরণ করতে চাইলে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পা মাটিতে সোজা করে রাখুন। তারপর স্নানের পর শ্যামা তুলসীকে দুধের সঙ্গে জল মিশিয়ে নিবেদন করুন। সন্ধ্যায় নির্জন স্থানে সর্ষের তেলে গোটা লবঙ্গ জ্বালান। এতে আপনার প্রিয় দেবতারা খুশি হবেন। ধনে বীজের প্রতিকার: দীপাবলিতে মাটিতে ধনে বীজ মেশান। তাতে ১ টাকার কয়েন মিশিয়ে একটি পাত্রে রাখুন। তারপর এই মাটিতে কিছু জল যোগ করুন এবং এটি উত্তর দিকে রেখে দিন। ধনে বাড়লে খাবারে ব্যবহার করুন। এবং কয়েনটি লাল কাপড়ে বেঁধে নিরাপদে রাখুন। এতে আর্থিক লাভ হবে।