কলকাতা CBI-RG Kar Case: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রাজ্যকে চিঠি সিবিআইয়ের, উল্লেখ দুটি নাম! কারা তারা? তোলপাড় পড়ে গেল Gallery October 16, 2024 Bangla Digital Desk আরজি কর কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। আরজি কর দুর্নীতি নিয়ে রাজ্য স্বাস্থ্য এবার দফতরকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর্থিক দুর্নীতিতে চিকিৎসক দেবাশিস সোম জড়িত, এমনই তথ্য প্রমাণ হাতে এসেছে সিবিআইয়ের, তা জানিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্নীতিতে একাধিক চিকিৎসক সহ একাধিক ব্যক্তির যোগ রয়েছে, রাজ্যকে পাঠানো চিঠিতে এমনই উল্লেখ করল সিবিআই। সেই চিঠি স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। চিঠিতে ডাক্তার সুজাতা ঘোষ, Associate Professor, Dept of Anaesthesiology ও ডাক্তার দেবাশিস সোম, Demonstrator, Dept of FSM-এর নাম উল্লেখ করা হয়েছে বলে খবর। দুর্নীতিতে এদের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে সিবিআই। একইসঙ্গে থ্রেট কালচারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করুক স্বাস্থ্য দফতর, চিঠিতে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিকে, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের স্টাফ ও আধিকারিক মিলিয়ে ৫ জনকে তলব করল সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে তলব করা হয়। নথি নিয়ে ৫ জনই হাজির হন সিবিআই দফতরে। অপরদিকে, আরজি করের দুর্নীতি মামলার তদন্তে আবারও ইডির জেরার মুখে সন্দীপ ঘোষ। মঙ্গলবার আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল।