কলকাতা IMD Weather Alert: হাতে সময় ২ ঘণ্টা, কলকাতা-সহ দক্ষিণের তিন জেলায় তোলপাড় বৃষ্টি-বাজের সতর্কতা! সাবধান Gallery October 16, 2024 Bangla Digital Desk কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী এক থেকে দু’ঘণ্টায় দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা ও হুগলি জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা আগামী এক থেকে দু’ঘণ্টায়। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে, রয়েছে বাজের সতর্কতা। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রবিদ্যুতেরও। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি– এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় স্থানীয় ভাবে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলাতেই। চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে। (রিপোর্টার– বিশ্বজিৎ সাহা)