তমলুক: বিজেপি শাসিত অসমে টেন্ডার দুর্নীতিতে জড়াল এই রাজ্যের এক বিজেপি নেতার নাম! অসমে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের কম্বল সরবরাহের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ১ কোটি ৬০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বিজেপির এক রাজ্যস্তরের নেতার বিরুদ্ধে। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে।
তমলুকের বাসিন্দা রাজ্য বিজেপি নেতা নবারুণ নায়েকের নামে দেড় কোটি টাকারও বেশি টাকা প্রতারণার অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তি। অভিযুক্ত বিজেপি নেতা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রাজ্যকে চিঠি সিবিআইয়ের, উল্লেখ দুটি নাম! কারা তারা? তোলপাড় পড়ে গেল
তমলুকের বাসিন্দা দাপুটে বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী বিজেপি নেত্রী তনুশ্রী নায়েকের নামে ১ কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ তুলে তমলুক থানার দ্বারস্থ হয়েছেন কলকাতার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত নামে এক ঠিকাদার। অভিযোগকারী বিশ্বজিৎ দত্তর অভিযোগ, অসমের বোড়োল্যান্ড স্বায়ত্তশাসিত অঞ্চলে মোটা টাকার কম্বল সাপ্লাইয়ের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ওই টাকা নেন বিজেপি নেতা।
তাঁর অভিযোগ, নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী তনুশ্রী সহ তার সহযোগীদের সঙ্গে অসমে পাড়ি দিয়েছিলেন। সেখানে সমস্ত টেন্ডারের কাগজপত্র জমা দেন এবং তাদের জানানো হয় যে টেন্ডারটি বিশ্বজিৎ দত্তর নামে হয়েছে। কিন্তু তাঁর অভিযোগ, পুরো টেন্ডারের জন্য ৩% কমিশন হিসেবে এক কোটি ৬০ লক্ষ টাকা নবারুণের স্ত্রী তনুশ্রী নায়েক সহ তাঁর সহকর্মীদের হাতে তুলে দেন। ভিন রাজ্যে যাতায়াতের জন্য সমস্ত বিমানের খরচ বহন করেন বিশ্বজিৎ দত্ত।
তাঁর অভিযোগ, কলকাতায় ফিরে জানতে পারেন যে টেন্ডার প্রক্রিয়াটাই ভুয়ো। এরপর নবারুণ এবং তাঁর স্ত্রীর মোবাইল বন্ধ থাকায় কোনও ভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষমেশ তমলুক থানার দারস্থ হন তিনি। জানা গিয়েছে, নবারুণ নায়েক সহ ৬ জনের নামে থানায় অভিযোগ জানিয়েছে বিশ্বজিৎ দত্ত। যদিও সমস্ত অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক।