IND vs NZ 1st Test: দ্বিতীয় দিনে টস জিতলেন রোহিত, ভারতের প্রথম একাদশে দুই বড় বদল

বেঙ্গালুরু: বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে পুরোপুরি ভেস্তে গিয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনে বৃষ্টির আশঙ্কা থাকলেও নির্ধারিত সময়ে শুরু হল ম্যাচ। প্রথম দিন খারাপ আবহাওয়ার কারণে টস টুকু করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে হলে টস।

বেঙ্গালুরুতে টস ভাগ্য সাথ দিল ভারতীয় দলের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ৪ দিনের মধ্যে শেষ করতে হবে টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে হলে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। ৪ দিনে ম্যাচ জিততে রণনীতিতে কোনও চমক দেয় ভারতীয় দল এখন সেটাই দেখার।

বেঙ্গালুরু টেস্টে ভারতীয় দলের একাদশে রয়েছে জোড়া চমক। শারীরিক অসুস্থতার কারণে শুভমান গিল এই ম্যাচে খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তাকে ছাড়া মাঠে নামছে ভারত। গিলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। ফের একবার নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ সরফরাজের।

অপরদিকে, বেঙ্গালুরুর পিচের কথা বিবেচনা করে ভারতীয় দল এই ম্যাচে ৩ স্পিনার ও ২ পেসার নিয়ে নেমেছে। পেস বোলিং অ্যাটাকে খেলছেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। বসানো হয়েছে বাংলার পেসার আকাশ দীপকে। অপরদিকে, স্পিন অ্যাটাকে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গী হয়েছে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

এক ঝলকে দেখে নিন ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

আরও পড়ুনঃ IND vs NZ 1st Test: ভেঙে যাবে ওয়ার্ন-মুরলির নজির! কিউইদের বিরুদ্ধে ৫ বিশ্বরেকর্ড গড়ার সুযোগ অশ্বিনের

নিউজিল্যান্ডের প্রথম একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি, আজাজ প্যাটেল, ম্যাট হেনরি, উইল ও রর্ক।