দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর IMD Weather Update: প্রবল শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ! জোড়া ঘূর্ণাবর্তের ফলা, ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, কবে কাটবে দুর্যোগের মেঘ? জানিয়ে দিল আলিপুর Gallery October 17, 2024 Bangla Digital Desk দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। কিন্তু বর্ষা বিদায় হলেও বৃষ্টি পিছু ছাড়ছে না! বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গের কলকাতা ও অন্যান্য জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার ও কলকাতার-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলের দিকে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, চেন্নাইয়ের কাছাকাছি কাল শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। এছাড়াও বঙ্গোপসাগরের উপর উত্তর বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে দখিনা বাতাসে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর তাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ শতাংশ। এদিন বিকেলের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া। শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনে শুষ্ক এবং হিমেল আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।