২০ লক্ষ টাকা ছিলেন অংক্রিশ রঘুবংশী এবং শাকিব হুসেন, এঁদেরও ছেড়ে দেওয়া হয়েছে৷

IPL Auction 2025: ক্ষোভে ফুঁসছেন বিদেশি ক্রিকেটাররা, আইপিএলে নাকি খেলতে চাইছেন না রাসেল, নারিনরা, কেন কী কারণ

: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ নিলামের জন্য ডাইভার্স সেট অফ রুল নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে নানা মহলে৷ ৩১ অক্টোবর রিটেনশন লিস্ট প্রকাশের শেষ দিন আর তার আগেই বিসিসিআইয়ের নিয়মে তোলপাড়৷ Photo- File
: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ নিলামের জন্য ডাইভার্স সেট অফ রুল নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে নানা মহলে৷ ৩১ অক্টোবর রিটেনশন লিস্ট প্রকাশের শেষ দিন আর তার আগেই বিসিসিআইয়ের নিয়মে তোলপাড়৷ Photo- File
বিশেষ করে, রাইট টু ম্যাচ (RTM) বিকল্পটি ক্রিকেটারদের নিজেদের বাজারদর পরীক্ষা করার সুযোগও দেবে না৷ এদিকে  ধরে রাখা ও না রাখা বেছে নেওয়ার অনুমতি রয়েছে৷  একটি সর্বভারতীয় ক্রিকেট সংবাদদাতা সংস্থা জানিয়েছে একাধিক স্টার প্লেয়ারদের এজেন্টরা বিশেষ করে যাঁরা বিদেশি ক্রিকেটাররা নিজেদের ফ্রাঞ্চাইজিদের থেকে নিজের সর্বাধিক মার্কেট ভ্যালু পাবে কিনা তা জানতে চাইছে৷ Photo- File
বিশেষ করে, রাইট টু ম্যাচ (RTM) বিকল্পটি ক্রিকেটারদের নিজেদের বাজারদর পরীক্ষা করার সুযোগও দেবে না৷ এদিকে  ধরে রাখা ও না রাখা বেছে নেওয়ার অনুমতি রয়েছে৷  একটি সর্বভারতীয় ক্রিকেট সংবাদদাতা সংস্থা জানিয়েছে একাধিক স্টার প্লেয়ারদের এজেন্টরা বিশেষ করে যাঁরা বিদেশি ক্রিকেটাররা নিজেদের ফ্রাঞ্চাইজিদের থেকে নিজের সর্বাধিক মার্কেট ভ্যালু পাবে কিনা তা জানতে চাইছে৷ Photo- File
সেইক্ষেত্রে তাঁরা চাইছেন না নিজেদের ফ্রাঞ্চাইজিদের দ্বারা রিটেন হতে৷ এটা হলে আবার ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে ক্রিকেটারদের মত পার্থক্যের বিষয়টা বড় আকার নিতে পারে৷ Photo- File
সেইক্ষেত্রে তাঁরা চাইছেন না নিজেদের ফ্রাঞ্চাইজিদের দ্বারা রিটেন হতে৷ এটা হলে আবার ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে ক্রিকেটারদের মত পার্থক্যের বিষয়টা বড় আকার নিতে পারে৷ Photo- File
আইপিএল ২০২৫ রিটেনশন নিয়ম অনুসারে ফ্রাঞ্চাইজিদের হাতে একাধিক আরটিএম কার্ড থাকবে৷ এই আরটিএম কার্ড অনুসারে আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকরা তাঁদের ক্রিকেটারদের অকশন পুলে ছেড়ে দিয়েও নিজের পুরনো ক্রিকেটারকে আরটিএম কার্ড দিয়ে ফের তুলে নিতে পারে৷ কিন্তু সেক্ষেত্রে মাইনের স্ল্যাবটা নতুন হবে৷ Photo- File
আইপিএল ২০২৫ রিটেনশন নিয়ম অনুসারে ফ্রাঞ্চাইজিদের হাতে একাধিক আরটিএম কার্ড থাকবে৷ এই আরটিএম কার্ড অনুসারে আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকরা তাঁদের ক্রিকেটারদের অকশন পুলে ছেড়ে দিয়েও নিজের পুরনো ক্রিকেটারকে আরটিএম কার্ড দিয়ে ফের তুলে নিতে পারে৷ কিন্তু সেক্ষেত্রে মাইনের স্ল্যাবটা নতুন হবে৷ Photo- File
Cricbuzz-র রিপোর্টে বলা হয়েছে যে এই নতুন RTM নিয়ম প্লেয়ার এজেন্টদেরকে আরও ভাল ডিলের জন্য মূল ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করার অনুমতি দিয়েছে। নতুন আরটিএম নিয়মের একটি প্রভাব ইতিমধ্যেই দেখা যেতে পারে, রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যে আইপিএল ২০২৪ রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তারকা উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেনকে ধরে রাখতে ২৩ কোটি টাকা খরচ করতে পারে। ২৩ কোটি টাকা সর্বোচ্চ ১৮ কোটি টাকার রিটেনশন স্ল্যাবের চেয়ে ৫ কোটি টাকা বেশি৷ Photo- File
Cricbuzz-র রিপোর্টে বলা হয়েছে যে এই নতুন RTM নিয়ম প্লেয়ার এজেন্টদেরকে আরও ভাল ডিলের জন্য মূল ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করার অনুমতি দিয়েছে। নতুন আরটিএম নিয়মের একটি প্রভাব ইতিমধ্যেই দেখা যেতে পারে, রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যে আইপিএল ২০২৪ রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তারকা উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেনকে ধরে রাখতে ২৩ কোটি টাকা খরচ করতে পারে। ২৩ কোটি টাকা সর্বোচ্চ ১৮ কোটি টাকার রিটেনশন স্ল্যাবের চেয়ে ৫ কোটি টাকা বেশি৷ Photo- File
ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আইপিএল নিলামের ভেন্যু সম্ভবত ভারতের বাইরে হতে পারে। এর জন্য সবচেয়ে এগিয়ে সৌদি আরবের শহর বা সিঙ্গাপুর বলে মনে হচ্ছে, অন্যদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাও নিলামের আয়োজক শহর হওয়ার বাইরের সুযোগ রয়েছে। Photo- File
ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আইপিএল নিলামের ভেন্যু সম্ভবত ভারতের বাইরে হতে পারে। এর জন্য সবচেয়ে এগিয়ে সৌদি আরবের শহর বা সিঙ্গাপুর বলে মনে হচ্ছে, অন্যদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাও নিলামের আয়োজক শহর হওয়ার বাইরের সুযোগ রয়েছে। Photo- File
একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারে, সরাসরি ধরে রাখা বা RTM নিয়মের মাধ্যমে। Photo- File
একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারে, সরাসরি ধরে রাখা বা RTM নিয়মের মাধ্যমে। Photo- File