ঢাকা: এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। হাসিনা, ওয়াবদুল কাদের-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে ।
বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি, শেষ যে ১৫ বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন, সেই ১৫ বছরে একাধিকবার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। শুধু হাসিনা নন, অভিযোগ বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নামেও।
বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ১৮ নভেম্বরের মধ্যে গ্রেফতার করে তাঁকে আদালতে হাজির করতে হবে। এই অপরাধে যাঁরা অভিযুক্ত, তাঁদের গ্রেফতার করা না হলে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করা কঠিন।’’
আরও পড়ুন: লটারিতে ১ কোটি টাকা জিতলে ‘ট্যাক্স’ দিতে হয় কত…? ঘরে আনবেন ‘কত’ টাকা? চমকে যাবেন শুনলে!
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর পদ সামলান। তারপর দ্বিতীয় বারে ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত তিনি প্রধামন্ত্রিত্বের দায়ভার আবার পান। ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনাকে আর একবারও প্রকাশ্যে দেখা যায়নি। বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে।