দেশ Medicine Price Hike: ফের মধ্যবিত্তের মাথায় হাত, একলাফে ৫০ শতাংশ দাম বাড়ল গুরুত্বপূর্ণ এই ওষুধগুলোর Gallery October 17, 2024 Bangla Digital Desk ফের মধ্যবিত্তের পকেটে কোপ, মাথায় হাত! দাম বাড়ল ওষুধের! দাও আবার ৫০ শতাংশ! ভারতের ওষুধের মূল্য নিয়ন্ত্রক সংস্থা ১১ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধের দাম ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যে ১১ টি ওষুধের দাম বেড়েছে, তারমধ্যে রয়েছে হাঁপানি, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষা মনসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ-র তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওষুধগুলো যাতে মেলে, বাজার থেকে যাতে উধাও না হয়ে যায়, তাই এই সিদ্ধান্ত। ওষুধ তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। বেড়েছে বিনিময় মূ্ল্যের বৃদ্ধি (এক্সচেঞ্জ রেট), ওষুধ তৈরির খরচ বৃদ্ধি (প্রোডাকশন কস্ট)- ও। এই পরিস্থিতিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপিএ-র কাছে নিয়মিত অনুরোধ জানাচ্ছিল দাম বাড়ানোর। ওষুধ তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। বেড়েছে বিনিময় মূ্ল্যের বৃদ্ধি (এক্সচেঞ্জ রেট), ওষুধ তৈরির খরচ বৃদ্ধি (প্রোডাকশন কস্ট)- ও। এই পরিস্থিতিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপিএ-র কাছে নিয়মিত অনুরোধ জানাচ্ছিল দাম বাড়ানোর।