সন্তানের ছোট-ছোট প্রাপ্তি গুলোকে গুরুত্ব দিন৷ হয়তো পুজোর পর ক্লাস টেস্টে ভাল নম্বর আনল না৷ কিন্তু আগের চেয়ে ভাল করল, সেক্ষেত্রে তাকে পুরষ্কৃত করুন৷ এতে তার আরও ভাল করার ইচ্ছা জাগবে৷ আর তাতেই বই নিয়ে পড়তে বসবে৷

Parenting Tips: পুজো শেষ! তাও পড়াশোনায় মন নেই সন্তানের? মাথায় রাখুন ৪টে টিপস, নিজেই বই নিয়ে বসবে

কয়েকদিনের রুটিন ব্রেকে আর পড়াশোনার দিকেই ফিরতে চাইছে না খুদে৷ আর এই নিয়ে সন্তানের মাথাব্যথাও কম নেই৷ তবে এই নিয়ে খুব বেশি দেওয়ালে মাথা-ঠোকার দরকার নেই৷ শুধু মাথায় রাখুন কয়েকটা টিপস৷
কয়েকদিনের রুটিন ব্রেকে আর পড়াশোনার দিকেই ফিরতে চাইছে না খুদে৷ আর এই নিয়ে সন্তানের মাথাব্যথাও কম নেই৷ তবে এই নিয়ে খুব বেশি দেওয়ালে মাথা-ঠোকার দরকার নেই৷ শুধু মাথায় রাখুন কয়েকটা টিপস৷
দেখুন পুজোর ছুটি কাটানোর পর, আপনারও কি অফিসের ব্যাগ খুলে কাজ করতে খুব ভাল লাগছে৷ না তো? তা আপনার খুদেটিরই বা কী দোষ৷ তাকে বোঝার চেষ্টা করুন, প্রথমেই না বকা-বকি না করে আবার পুরোন রুটিনে ফেরার উপকারিতা তাকে বোঝান৷
দেখুন পুজোর ছুটি কাটানোর পর, আপনারও কি অফিসের ব্যাগ খুলে কাজ করতে খুব ভাল লাগছে৷ না তো? তা আপনার খুদেটিরই বা কী দোষ৷ তাকে বোঝার চেষ্টা করুন, প্রথমেই না বকা-বকি না করে আবার পুরোন রুটিনে ফেরার উপকারিতা তাকে বোঝান৷

 

‘তারে জামিন পর’ এর ইশান্ত অবস্তির কথা মনে পড়ে? হয়তো আপনার সন্তানেরও কোনও গুরুতর সমস্যা রয়েছে৷ ভাল করে পড়াসসোনা করছে না বলে, বকা-ঝকা না করে, কোথায় সমস্যা হচ্ছে বোঝার চেষ্টা করুন৷ কেন সে মনঃসংযোগ করতে পারছে না তা জানুন৷
‘তারে জামিন পর’ এর ইশান্ত অবস্তির কথা মনে পড়ে? হয়তো আপনার সন্তানেরও কোনও গুরুতর সমস্যা রয়েছে৷ ভাল করে পড়াসসোনা করছে না বলে, বকা-ঝকা না করে, কোথায় সমস্যা হচ্ছে বোঝার চেষ্টা করুন৷ কেন সে মনঃসংযোগ করতে পারছে না তা জানুন৷
দেখুন পুজোর পরই হঠাৎ করে আগের মতো পড়াশোনা ডুবে যেতে খানিক সময় তো লাগবেই৷ প্রথমেই তাকে গাদা-গাদা কাজ না দিয়ে, অল্প-অল্প করে পড়া দিন৷
দেখুন পুজোর পরই হঠাৎ করে আগের মতো পড়াশোনা ডুবে যেতে খানিক সময় তো লাগবেই৷ প্রথমেই তাকে গাদা-গাদা কাজ না দিয়ে, অল্প-অল্প করে পড়া দিন৷
দেখুন এখন আর পড়াশোনা আগের মতো নেই৷ বিশেষ করে এই প্রযুক্তির দুনিয়ায়৷ বাঁধাদরা নিয়মের বাইরে গিয়ে শেখার বিভিন্ন মজাদার উপায় বের করুন৷ এখন তো নানারকম অ্যাপও রয়েছে৷ তাছাড়াও হ্যান্ড ক্র্যাফ্টের বই, মজাদার গল্পের বই এগুলোও দিন৷ দেখবেন সন্তানের রিডিং হ্যাবিট আবার ফিরে আসছে৷
দেখুন এখন আর পড়াশোনা আগের মতো নেই৷ বিশেষ করে এই প্রযুক্তির দুনিয়ায়৷ বাঁধাদরা নিয়মের বাইরে গিয়ে শেখার বিভিন্ন মজাদার উপায় বের করুন৷ এখন তো নানারকম অ্যাপও রয়েছে৷ তাছাড়াও হ্যান্ড ক্র্যাফ্টের বই, মজাদার গল্পের বই এগুলোও দিন৷ দেখবেন সন্তানের রিডিং হ্যাবিট আবার ফিরে আসছে৷
সন্তানের ছোট-ছোট প্রাপ্তি গুলোকে গুরুত্ব দিন৷ হয়তো পুজোর পর ক্লাস টেস্টে ভাল নম্বর আনল না৷ কিন্তু আগের চেয়ে ভাল করল, সেক্ষেত্রে তাকে পুরষ্কৃত করুন৷ এতে তার আরও ভাল করার ইচ্ছা জাগবে৷ আর তাতেই বই নিয়ে পড়তে বসবে৷
সন্তানের ছোট-ছোট প্রাপ্তি গুলোকে গুরুত্ব দিন৷ হয়তো পুজোর পর ক্লাস টেস্টে ভাল নম্বর আনল না৷ কিন্তু আগের চেয়ে ভাল করল, সেক্ষেত্রে তাকে পুরষ্কৃত করুন৷ এতে তার আরও ভাল করার ইচ্ছা জাগবে৷ আর তাতেই বই নিয়ে পড়তে বসবে৷