Tag Archives: medicine price hike

Medicine Price Hike: ওষুধের দাম বাড়ছে হুহু করে, অন্য চিকিৎসায় ঝুঁকছে মানুষ, আর্থিক চিন্তায় একী সিদ্ধান্ত রোগীদের! চরম সঙ্কট

কলকাতা: মানুষের ব্যবহৃত ওষুধ মোটামুটি দু ভাগে ভাগ করা হয়। প্রথমটি হল ‘অফিসিয়াল ব্র্যান্ডেড ড্রাগ’, দ্বিতীয়টি হল ‘জেনেরিক ড্রাগ’। প্রতি বছর ১০-১২ শতাংশ হারে অফিসিয়াল ব্র্যান্ডেড ড্রাগের দাম বাড়ে। সঙ্গে জেনেরিকের দাম তুলনায় একটু কম বাড়ে। প্রচুর মানুষ ‘জেনেরিক ড্রাগে’র ওপর নির্ভর করছে। একটাই কারণ, ‘অফিসিয়াল ব্র্যান্ডেড’ ওষুধের থেকে অন্ততপক্ষে তিন-ছয় গুণ পর্যন্ত কম দাম জেনেরিক ওষুধের। আবার এবছর ওষুধের দাম বাড়বে। রীতিমতো ওষুধ দোকানদারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা।

কলকাতা-১ এর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বপন দত্ত বলেন, ”প্রতি বছরই ওষুধের দাম বাড়ে। আমাদের দেশে প্রচুর মানুষ রয়েছে, যারা বেশ কয়েকটি ওষুধ প্রতিদিন নিয়মিত খান। যেমন ব্লাড প্রেসার, কোলেস্টরেল, মধুমেহ, অ্যান্টাসিড প্রভৃতি। যার ফলে শতকরা ৩০ থেকে ৩৫ শতাংশ রোগী ‘অফিসিয়াল ব্র্যান্ডেড’ ওষুধ ব্যবহার করছে না।ফলে ওষুধ দোকানের বিক্রি কমেছে।”

আরও পড়ুন: সারাদিন এসি-তে বসে? গরমের হাত থেকে বাঁচতে গিয়ে আরও ভয়ঙ্কর ক্ষতি! ঘণ্টার পর ঘণ্টা শীতল ঘর আপনার শরীরে যা ঘটাচ্ছে…!

তাহলে সেই রোগীরা গেল কোথায়? তাদের তো ওষুধ খেতে হচ্ছে? এই প্রশ্নের উত্তরে স্বপন বাবু জানান, ওই ৩০ থেকে ৩৫ শতাংশ রোগীর বেশিরভাগ অংশটাই কম দামে জেনেরিক ওষুধ কিনে খাচ্ছে। আর বেশ কিছু রোগী, কেউ হোমিওপ্যাথি, কেউ বা আয়ুর্বেদিক ওষুধের উপর নির্ভর করছে। এমনও তথ্য রয়েছে, হাসপাতালে বিনা পয়সায় ওষুধ পাওয়া যাচ্ছে।সঙ্গে এমনও মানুষ রয়েছে যারা অর্থের অভাবে ওষুধ খাওয়া কমিয়েছে।

সব মিলিয়ে ‘অফিসিয়াল ব্র্যান্ডেড’ ওষুধ প্রস্তুতকারক কম্পানিগুলোর বিক্রি কমে গেলেও প্রতিবছর ওষুধের দাম বাড়ার ফলে তারা ব্যবসা টিকিয়ে রেখেছে। এক ওষুধ বিক্রেতার কথায়, অফিসিয়াল ব্র্যান্ডেড ওষুধের যা কার্যক্ষমতা, তার থেকে কিছুটা হলেও কম থাকে জেনেরিক ওষুধে।  তবুও আর্থিক কারণে মানুষ অ্যালোপ্যাথি থেকে সরে গিয়ে অন্য কোনও চিকিৎসায় যাচ্ছে। নইলে তারা জেনেরিক ওষুধ খাচ্ছে। প্রতিদিন যেভাবে মানুষ ক্রনিক ডিজিজে আক্রান্ত হচ্ছে, তাতে ওষুধ কিনে খেয়ে সুস্থ থাকাটা অনেকটাই চাপের হয়ে দাঁড়িয়েছে। ডিপিসিও ( drug price control order) থেকেও সাধারণের কোনও লাভ হচ্ছে না।

Osudher Daam: পেইনকিলার থেকে সুগার, অ্যান্টিবায়োটিক থেকে প্রেসারের ওষুধ দাম বাড়ল কোন কোন ওষুধের

পেইন কিলার থেকে জ্বরের ওষুধের দাম বাড়ল, ফলে এক ফের একটা চাপ পড়তে চলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে৷ শুধু এই ওষুধগুলিই নয় আরও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ওষুধও  এই দামবৃদ্ধির ক্যাটাগরিতে রয়েছে৷
পেইন কিলার থেকে জ্বরের ওষুধের দাম বাড়ল, ফলে এক ফের একটা চাপ পড়তে চলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে৷ শুধু এই ওষুধগুলিই নয় আরও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ওষুধও  এই দামবৃদ্ধির ক্যাটাগরিতে রয়েছে৷
ন্যাশনাল ফার্মাসিউপেটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) আগেই জানিয়েছিল, ১ এপ্রিল থেকে প্রয়োজনীয় ওষুধের দাম কিছুটা বাড়বে। এতে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার এবং ৮০০ ওষুধের দাম বাড়বে৷ আর সেটাই আজ থেকে বেড়ে গেল৷
ন্যাশনাল ফার্মাসিউপেটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) আগেই জানিয়েছিল, ১ এপ্রিল থেকে প্রয়োজনীয় ওষুধের দাম কিছুটা বাড়বে। এতে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার এবং ৮০০ ওষুধের দাম বাড়বে৷ আর সেটাই আজ থেকে বেড়ে গেল৷
এনপিপিএ ঘোষণা করেছিল যে পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) বার্ষিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা (এনএলইএম) এর অধীনে ওষুধের জন্য পরিবর্তনের পরিমাণ হবে ০.০০৫৫ শতাংশ বাড়তে চলেছে৷
এনপিপিএ ঘোষণা করেছিল যে পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) বার্ষিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা (এনএলইএম) এর অধীনে ওষুধের জন্য পরিবর্তনের পরিমাণ হবে ০.০০৫৫ শতাংশ বাড়তে চলেছে৷
২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, পেইনকিলার ব্যাথা ও যন্ত্রণানাশক ওষুধ, ভিটামিন, ব্লাডপ্রেসার-সুগার-কোলেস্টেরল এবং জ্বর-সর্দি-কাশির ওষুধের দাম বাড়ল৷
২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, পেইনকিলার ব্যাথা ও যন্ত্রণানাশক ওষুধ, ভিটামিন, ব্লাডপ্রেসার-সুগার-কোলেস্টেরল এবং জ্বর-সর্দি-কাশির ওষুধের দাম বাড়ল৷
ভোটের মুখে দাম বাড়ল  অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০ ওষুধের। ডায়াবেটিস ও প্রেশারের ওষুধে প্রায় প্রতিটা পরিবারেই লাগে৷  দাম বাড়ল।  আজ থেকেই ওষুধের বর্ধিত মূল্য কার্যকরী করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। গত বছর ১২% হারে দাম বেড়েছিল ওষুধের।
ভোটের মুখে দাম বাড়ল  অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০ ওষুধের। ডায়াবেটিস ও প্রেশারের ওষুধে প্রায় প্রতিটা পরিবারেই লাগে৷  দাম বাড়ল।  আজ থেকেই ওষুধের বর্ধিত মূল্য কার্যকরী করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। গত বছর ১২% হারে দাম বেড়েছিল ওষুধের।
ভারতীয় ওষুধের বাজার ২০২৩ সালের ক্যালেন্ডারে ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷ মূল্য ২০২৩ সালে একটি প্রধান বৃদ্ধির কারণ ছিল কারণ ভলিউমগুলি ০.৯ শতাংশে সামান্য হ্রাস পেয়েছিল৷ এইচডিএফসি সিকিউরিটিজের একটি সাম্প্রতিক সেক্টরাল আপডেট অনুসারে, ১২ শতাংশের NPPA মূল্য বৃদ্ধির মূল্যের সুবিধাগুলি তালিকাভুক্ত ভারতীয় কোম্পানিগুলির 9M’24 পারফরম্যান্সে দেখা গেছে৷
ভারতীয় ওষুধের বাজার ২০২৩ সালের ক্যালেন্ডারে ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷ মূল্য ২০২৩ সালে একটি প্রধান বৃদ্ধির কারণ ছিল কারণ ভলিউমগুলি ০.৯ শতাংশে সামান্য হ্রাস পেয়েছিল৷ এইচডিএফসি সিকিউরিটিজের একটি সাম্প্রতিক সেক্টরাল আপডেট অনুসারে, ১২ শতাংশের NPPA মূল্য বৃদ্ধির মূল্যের সুবিধাগুলি তালিকাভুক্ত ভারতীয় কোম্পানিগুলির 9M’24 পারফরম্যান্সে দেখা গেছে৷

Medicine Price Hike : বাড়ল প্রায় ৮০০ ওষুধের দাম! দেখে নিন তালিকা

ফের দাম বাড়ল জীবনদায়ী ওষুধের। ভোটের মুখে দাম বাড়ল  অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০ ওষুধের। ডায়াবেটিস ও প্রেশারের ওষুধেরও দাম বাড়ল।  আজ থেকেই ওষুধের বর্ধিত মূল্য কার্যকরী করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। গত বছর ১২% হারে দাম বেড়েছিল ওষুধের।

Medicine Price Hike: পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিক, দাম বাড়বে ৮০০ অতি প্রয়োজনীয় ওষুধের! কবে থেকে জানুন

জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। এর মধ্যেই ফের মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা। ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে প্রয়োজনীয় বেশ কিছু ওষুধের দাম। পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিক, সবই রয়েছে এর মধ্যে। সূত্রের খবর, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে কিছু দিন ধরেই ওষুধের দাম বাড়ানোর দাবি জানাচ্ছিল ওষুধ কোম্পানিগুলি।
জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। এর মধ্যেই ফের মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা। ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে প্রয়োজনীয় বেশ কিছু ওষুধের দাম। পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিক, সবই রয়েছে এর মধ্যে। সূত্রের খবর, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে কিছু দিন ধরেই ওষুধের দাম বাড়ানোর দাবি জানাচ্ছিল ওষুধ কোম্পানিগুলি।
পেইনকিলার, অ্যান্টিবায়োটিক এবং হার্টের ৮০০ ওষুধের দাম বাড়তে চলেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এসব ওষুধ কিনতে বাড়তি টাকা খরচ করতে হবে। প্রকৃতপক্ষে, সরকার বার্ষিক পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধ কোম্পানিগুলিকে দাম বাড়ানোর অনুমতি দেয়।
পেইনকিলার, অ্যান্টিবায়োটিক এবং হার্টের ৮০০ ওষুধের দাম বাড়তে চলেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এসব ওষুধ কিনতে বাড়তি টাকা খরচ করতে হবে। প্রকৃতপক্ষে, সরকার বার্ষিক পাইকারি মূল্য সূচকের (ডব্লিউপিআই) পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধ কোম্পানিগুলিকে দাম বাড়ানোর অনুমতি দেয়।
দাম কত বাড়বে: পাইকারি মূল্য সূচকে (ডব্লিউপিআই) বার্ষিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার .০০৫৫ শতাংশ বৃদ্ধির অনুমতি দিতে পারে। গত বছর এবং ২০২২ সালে অপরিহার্য ওষুধের দামে ১২ শতাংশ এবং ১০ শতাংশের রেকর্ড বার্ষিক বৃদ্ধির পরে এটা ফার্মা ইন্ডাস্ট্রিতে মাঝারি বৃদ্ধি হতে চলেছে। বছরে একবার নির্ধারিত ওষুধের মূল্য পরিবর্তনের অনুমতি দেওয়া হয়।
দাম কত বাড়বে: পাইকারি মূল্য সূচকে (ডব্লিউপিআই) বার্ষিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার .০০৫৫ শতাংশ বৃদ্ধির অনুমতি দিতে পারে। গত বছর এবং ২০২২ সালে অপরিহার্য ওষুধের দামে ১২ শতাংশ এবং ১০ শতাংশের রেকর্ড বার্ষিক বৃদ্ধির পরে এটা ফার্মা ইন্ডাস্ট্রিতে মাঝারি বৃদ্ধি হতে চলেছে। বছরে একবার নির্ধারিত ওষুধের মূল্য পরিবর্তনের অনুমতি দেওয়া হয়।
প্রয়োজনীয় ওষুধ কী: বেশিরভাগ মানুষের দরকার পড়ে এমন ওষুধই এই তালিকায় রাখা হয়। এখানে বলে রাখা ভাল, এই সব ওষুধের দাম নিয়ন্ত্রণ করে সরকার। তবে ওষুধ কোম্পানিগুলো বছরে ১০ শতাংশ দাম বাড়াতে পারে। এই তালিকায় অ্যান্টি ক্যানসার ওষুধও রয়েছে।
প্রয়োজনীয় ওষুধ কী: বেশিরভাগ মানুষের দরকার পড়ে এমন ওষুধই এই তালিকায় রাখা হয়। এখানে বলে রাখা ভাল, এই সব ওষুধের দাম নিয়ন্ত্রণ করে সরকার। তবে ওষুধ কোম্পানিগুলো বছরে ১০ শতাংশ দাম বাড়াতে পারে। এই তালিকায় অ্যান্টি ক্যানসার ওষুধও রয়েছে।
যে ওষুধের দাম বাড়বে: প্রয়োজনীয় ওষুধের তালিকায় প্যারাসিটামলের মতো ওষুধ, অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যানিমিয়ার ওষুধ, ভিটামিন এবং মিনারেল রয়েছে। মাঝারি থেকে গুরুতর কোভিড ১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ এবং স্টেরয়েডগুলিও এই তালিকায় রাখা হয়েছে। ফার্মা কোম্পানিগুলি ক্রমবর্ধমান ইনপুট ব্যয়ের কারণে দাম বৃদ্ধির দাবি জানিয়েছে।
যে ওষুধের দাম বাড়বে: প্রয়োজনীয় ওষুধের তালিকায় প্যারাসিটামলের মতো ওষুধ, অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যানিমিয়ার ওষুধ, ভিটামিন এবং মিনারেল রয়েছে। মাঝারি থেকে গুরুতর কোভিড ১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ এবং স্টেরয়েডগুলিও এই তালিকায় রাখা হয়েছে। ফার্মা কোম্পানিগুলি ক্রমবর্ধমান ইনপুট ব্যয়ের কারণে দাম বৃদ্ধির দাবি জানিয়েছে।
দাম বাড়বে কেন: শিল্প বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক বছরে, কিছু প্রধান ওষুধের উপাদানের দাম ১৫ শতাংশ থেকে ১৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে দাম ১৩০ শতাংশ এবং এক্সিপিয়েন্টের দাম ১৮ থেকে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্লিসারিন এবং প্রোপিলিন গ্লাইকোল সহ দ্রাবক, সিরাপ যথাক্রমে ২৬৩ শতাংশ এবং ৮৩ শতাংশ ব্যয়বহুল হয়েছে।
দাম বাড়বে কেন: শিল্প বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক বছরে, কিছু প্রধান ওষুধের উপাদানের দাম ১৫ শতাংশ থেকে ১৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে দাম ১৩০ শতাংশ এবং এক্সিপিয়েন্টের দাম ১৮ থেকে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্লিসারিন এবং প্রোপিলিন গ্লাইকোল সহ দ্রাবক, সিরাপ যথাক্রমে ২৬৩ শতাংশ এবং ৮৩ শতাংশ ব্যয়বহুল হয়েছে।
এর আগে, ১০০০ টিরও বেশি ভারতীয় ওষুধ প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী একটি লবি গ্রুপ অবিলম্বে কার্যকর সমস্ত নির্ধারিত ফর্মুলেশনের দাম ১০ শতাংশ বৃদ্ধির অনুমতি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিল। পাশাপাশি অ-নির্ধারিত ওষুধের দাম ২০ শতাংশ বৃদ্ধিরও দাবি জানিয়েছিল তারা।
পার্সে ওষুধ রাখবেন না
এর আগে, ১০০০ টিরও বেশি ভারতীয় ওষুধ প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী একটি লবি গ্রুপ অবিলম্বে কার্যকর সমস্ত নির্ধারিত ফর্মুলেশনের দাম ১০ শতাংশ বৃদ্ধির অনুমতি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিল। পাশাপাশি অ-নির্ধারিত ওষুধের দাম ২০ শতাংশ বৃদ্ধিরও দাবি জানিয়েছিল তারা।