লাইফস্টাইল Parenting Tips: পুজো শেষ! তাও পড়াশোনায় মন নেই সন্তানের? মাথায় রাখুন ৪টে টিপস, নিজেই বই নিয়ে বসবে Gallery October 17, 2024 Bangla Digital Desk কয়েকদিনের রুটিন ব্রেকে আর পড়াশোনার দিকেই ফিরতে চাইছে না খুদে৷ আর এই নিয়ে সন্তানের মাথাব্যথাও কম নেই৷ তবে এই নিয়ে খুব বেশি দেওয়ালে মাথা-ঠোকার দরকার নেই৷ শুধু মাথায় রাখুন কয়েকটা টিপস৷ দেখুন পুজোর ছুটি কাটানোর পর, আপনারও কি অফিসের ব্যাগ খুলে কাজ করতে খুব ভাল লাগছে৷ না তো? তা আপনার খুদেটিরই বা কী দোষ৷ তাকে বোঝার চেষ্টা করুন, প্রথমেই না বকা-বকি না করে আবার পুরোন রুটিনে ফেরার উপকারিতা তাকে বোঝান৷ ‘তারে জামিন পর’ এর ইশান্ত অবস্তির কথা মনে পড়ে? হয়তো আপনার সন্তানেরও কোনও গুরুতর সমস্যা রয়েছে৷ ভাল করে পড়াসসোনা করছে না বলে, বকা-ঝকা না করে, কোথায় সমস্যা হচ্ছে বোঝার চেষ্টা করুন৷ কেন সে মনঃসংযোগ করতে পারছে না তা জানুন৷ দেখুন পুজোর পরই হঠাৎ করে আগের মতো পড়াশোনা ডুবে যেতে খানিক সময় তো লাগবেই৷ প্রথমেই তাকে গাদা-গাদা কাজ না দিয়ে, অল্প-অল্প করে পড়া দিন৷ দেখুন এখন আর পড়াশোনা আগের মতো নেই৷ বিশেষ করে এই প্রযুক্তির দুনিয়ায়৷ বাঁধাদরা নিয়মের বাইরে গিয়ে শেখার বিভিন্ন মজাদার উপায় বের করুন৷ এখন তো নানারকম অ্যাপও রয়েছে৷ তাছাড়াও হ্যান্ড ক্র্যাফ্টের বই, মজাদার গল্পের বই এগুলোও দিন৷ দেখবেন সন্তানের রিডিং হ্যাবিট আবার ফিরে আসছে৷ সন্তানের ছোট-ছোট প্রাপ্তি গুলোকে গুরুত্ব দিন৷ হয়তো পুজোর পর ক্লাস টেস্টে ভাল নম্বর আনল না৷ কিন্তু আগের চেয়ে ভাল করল, সেক্ষেত্রে তাকে পুরষ্কৃত করুন৷ এতে তার আরও ভাল করার ইচ্ছা জাগবে৷ আর তাতেই বই নিয়ে পড়তে বসবে৷