দক্ষিণবঙ্গ Rain alert in South Bengal: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বদলে যাবে আবহাওয়া, বড় সতর্কবার্তা দিল হাওয়া অফিস Gallery October 17, 2024 Bangla Digital Desk খাতায় কলমে রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছেই৷ কখনও কখনও ঝমঝমিয়ে বৃষ্টিও নামছে কোনও কোনও জেলায়৷ আলিপুর আবহাওয়া দফতর কিছুক্ষণ আগেই সতর্কতা জারি করে জানিয়েছে, রাতের মধ্যেই পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগণা এবং বীরভূম জেলায় কিছুক্ষণের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ আবহাওয়া দফতর এ দিন জানিয়েছে, ফের বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে। উপকূলের জেলায় হালকা ঝড়ো হাওয়া সঙ্গে ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকবে। রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্নাবর্ত মধ্য বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক।