আলিপুরদুয়ার: ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমার কাজ শুরু হয়েছে বারবিশায়। এই এলাকার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার প্রস্তুতি শুরু হয়েছে।বারবিশা চৌপথী সংলগ্ন ক্লাব ঘরের পাশেই স্থায়ী কাঠামোতে তৈরি করা হচ্ছে ৩৩ ফুট উঁচু কালী প্রতিমা।
দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। বারবিশা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে ১৩ দিন ব্যাপী মেলা বলে পুজো কমিটির তরফে জানা যায়।মেলার মুক্তমঞ্চে যাত্রাপালা, বাউল, কবিগান সহ বিভিন্ন লোকসাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জানা গিয়েছে, বিবেকানন্দ ক্লাবের পুজো ও মেলা এবার ৫৫তম বর্ষ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অসম ও ভুটান থেকেও মানুষ এই মেলাতে আসেন।
আরও পড়ুন: ডুয়ার্সে চাঁদের আলোতে যে কাজ হয়, দেখতে পূর্ণিমার রাতে ভিড় জমান অনেকে
মেলা প্রাঙ্গণ হয়ে উঠে মিলনক্ষেত্র। বিশেষ করে কালী প্রতিমা দেখতেই ভিড় হয় এই পুজোয়।বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করকুমার ঘোষ বলেন, ‘আমাদের এই পুজো ও মেলা এলাকার ঐতিহ্য। ৩৩ ফুট উঁচু কালী প্রতিমা, মেলা প্রাঙ্গণের রকমারি দোকানপাট, নাগরদোলা, সার্কাস, মুক্তমঞ্চের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজো ও মেলার আকর্ষণ।”
আরও পড়ুন:কাঠামো বেচে উপরি রোজগার! অজান্তেই পরিবেশের উপকার করেন এঁরা
৫৫তম বর্ষ পুজো ও মেলাকে সফল করার লক্ষ্যে চলছে জোরদার প্রস্তুতি। সামাজিক কর্মসূচি থাকবে। সাধারণ মানুষ এই পুজো ও মেলার জন্য বছরভর অপেক্ষায় থাকেন। মানুষের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ।
অনন্যা দে