Tag Archives: Kalipujo

Abhishek Banerjee: হয়েছে অস্ত্রোপচার, চোখে কালো চশমা! মেয়ের হাত ধরে মমতার বাড়ির কালীপুজোয় অভিষেক

কলকাতা: মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মহা ধুমধাম করে আয়োজিত হয়েছে কালীপুজো। মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পুজোয় এলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। বাবার হাত ধরে পুজোতে উপস্থিত অভিষেক কন‍্যা আজানিয়াও। বৃহস্পতিবার রাতে কালীঘাটের বাড়িতে সপরিবারে দেখা গেল তৃণমূলের সেনাপতিকে।

প্রতি বছরই মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মহা সমারোহে আয়োজিত হয় কালীপুজো। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী। এই বছরও একইভাবে সকাল থেকেই বাড়ির পুজোর আয়োজনে ব‍্যস্ত মমতা। মুখ‍্যমন্ত্রীর বাড়ির পুজোতে প্রতি বছরই উপস্থিত থাকেন অভিষেক।

আরও পড়ুন: বলুন তো হাওড়া ব্রিজের বাংলা নাম কী? উত্তর দিতে কালঘাম ছুটেছে ৯৯% বাঙালির, আপনি জানেন তো

কিছু দিন আগে বিদেশ থেকে চোখে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতে তাঁকে দেখা গেল চোখে কালো চশমা পরে। পৌঁছেই মমতার পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক। মা কালীর বিগ্রহের উদ্দেশেও তিনি প্রণাম নিবেদন করেন। মেয়ে আজানিয়াকেও দেখা গেল বাবার সঙ্গে প্রণাম করতে।

আরও পড়ুন: কেউ বলে টুথপেস্ট, কারও মতে বরফ…বাজি ফাটাতে গিয়ে হাত পুড়লে ঠিক কী করা উচিত? বড় ভুল ভাঙলেন বিশেষজ্ঞ, এখনই জানুন

গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো উপলক্ষ্যে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, ‘আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।’

Kalipujo 2024: বালুরঘাটের বুড়ি কালী! দীপান্বিতা অমাবস্যায় ভক্তদের ঢল নামে মন্দিরে

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের শতাব্দী প্রাচীন কালী পুজোর মধ্যে অন্যতম হল বালুরঘাট তহবাজার এলাকার বুড়ি কালীর পুজো। জনশ্রুতি আছে, একটা সময় কলকাতার রানি রাসমণি এই মন্দিরে পুজো দিতে আসতেন। বজরায় করে এসে তিনি আত্রেয়ী নদী থেকে জল নিয়ে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন কলকাতায়।

বালুরঘাটের কুলদেবতা হিসেবেই পরিগণিত হন বুড়ামা বা বুড়িমা। অন্নপ্রাশন থেকে বিবাহ যেকোনও মাঙ্গলিক অনুষ্ঠানে প্রথম পুজো দেওয়া হয় বালুরঘাটের কুলদেবতা বুড়িমাকে। এর ফলে মায়ের মাহাত্ম্য বালুরঘাট-সহ সংলগ্ন এলাকার মানুষের কাছে অনেকটাই।

আরও পড়ুন: কেউ বলে টুথপেস্ট, কারও মতে বরফ…বাজি ফাটাতে গিয়ে হাত পুড়লে ঠিক কী করা উচিত? বড় ভুল ভাঙলেন বিশেষজ্ঞ, এখনই জানুন

প্রসঙ্গত, বুড়ি মায়ের পুজো শুরু কবে থেকে হয়েছিল তা সঠিক জানা যায় না। আনুমানিক প্রায় ৩০০ বছর আগে থেকেই এই পুজো নিয়ম ও নিষ্ঠা সহকারে হয়ে আসছে বলেই জানালেন স্থানীয় বাসিন্দারা। পুজোর দিন মায়ের কষ্টি পাথরের মূর্তিটিকে সোনার অলংকার পরিয়ে রুপোর আসনে বসিয়ে মায়ের পুজো শুরু হয়।

এখন দিন বদলেছে, মায়ের মূল মন্দিরের সঙ্গে আরও অনেকগুলি মন্দির তৈরি হয়েছে। তৈরি হয়েছে বিশাল বড় নাট মন্দির। দীপান্বিতা অমাবস্যায় বাৎসরিক পুজো যেমন হয়, তেমনি চৈত্র সংক্রান্তিতেও মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে প্রতিবছর।

আরও পড়ুন: বলুন তো হাওড়া ব্রিজের বাংলা নাম কী? উত্তর দিতে কালঘাম ছুটেছে ৯৯% বাঙালির, আপনি জানেন তো

তবে দীপান্বিতা অমাবস্যার পুজোতেই ভক্তদের ঢল নামে এই মন্দিরে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয়, ভিন রাজ্য থেকেও প্রচুর ভক্ত সমাগম হয়। বুড়িকালী মন্দিরকে ঘিরে বালুরঘাটের আমজনতার আবেগ ও শ্রদ্ধা মিশে রয়েছে।

সুস্মিতা গোস্বামী

Alipurduar News: সামনেই দীপবলি, ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি হচ্ছে বারবিশায়

আলিপুরদুয়ার: ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমার কাজ শুরু হয়েছে বারবিশায়। এই এলাকার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজো ও মেলার প্রস্তুতি শুরু হয়েছে।বারবিশা চৌপথী সংলগ্ন ক্লাব ঘরের পাশেই স্থায়ী কাঠামোতে তৈরি করা হচ্ছে ৩৩ ফুট উঁচু কালী প্রতিমা।

দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। বারবিশা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে ১৩ দিন ব্যাপী মেলা বলে পুজো কমিটির তরফে জানা যায়।মেলার মুক্তমঞ্চে যাত্রাপালা, বাউল, কবিগান সহ বিভিন্ন লোকসাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জানা গিয়েছে, বিবেকানন্দ ক্লাবের পুজো ও মেলা এবার ৫৫তম বর্ষ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অসম ও ভুটান থেকেও মানুষ এই মেলাতে আসেন।

আরও পড়ুন: ডুয়ার্সে চাঁদের আলোতে যে কাজ হয়, দেখতে পূর্ণিমার রাতে ভিড় জমান অনেকে

মেলা প্রাঙ্গণ হয়ে উঠে মিলনক্ষেত্র। বিশেষ করে কালী প্রতিমা দেখতেই ভিড় হয় এই পুজোয়।বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করকুমার ঘোষ বলেন, ‘আমাদের এই পুজো ও মেলা এলাকার ঐতিহ্য। ৩৩ ফুট উঁচু কালী প্রতিমা, মেলা প্রাঙ্গণের রকমারি দোকানপাট, নাগরদোলা, সার্কাস, মুক্তমঞ্চের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজো ও মেলার আকর্ষণ।”

আরও পড়ুন:কাঠামো বেচে উপরি রোজগার! অজান্তেই পরিবেশের উপকার করেন এঁরা

৫৫তম বর্ষ পুজো ও মেলাকে সফল করার লক্ষ্যে চলছে জোরদার প্রস্তুতি। সামাজিক কর্মসূচি থাকবে। সাধারণ মানুষ এই পুজো ও মেলার জন্য বছরভর অপেক্ষায় থাকেন। মানুষের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ।

অনন‍্যা দে