জ্যোতিষকাহন Dhanteras 2024: ধনতেরাসে সোনা কেনার শুভ মূহূর্ত কখন? মাত্র ১ ঘন্টা ৪১ মিনিটেই শেষ সঠিক সময়, ঘটতে চলেছে শক্তিশালী যোগ, জেনে নিন পুজোর সঠিক তিথি, দিনক্ষণ Gallery October 18, 2024 Bangla Digital Desk প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস উৎসব৷ এটিকে ধন ত্রয়োদশীও বলা হয়৷ শুধু তাই নয় এই দিন হতে চলেছে এক বিরল রাজযোগ, ত্রিপুষ্কর যোগের ফলে তিনগুণ ভাল ফল হতে চলেছে৷ এই দিন অনেকেই সোনা, রুপো, গয়না, যানবাহন কিনে থাকেন৷ যাদের টাকা অনেকটা কম থাকে তাঁরা পিতলের বাসন, নুন, ঝাড়ু কেনেন৷ কিন্তু শুভ সময় না কিনলে কিন্তু কোনও লাভ হবে না৷ শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃতুঞ্জয় তিওয়ারি ধনতেরাসের জিনিস কেনার শুভ মহুর্ত, দিনক্ষণ জানিয়েছেন৷ এই বছর ধনতেরাসে তিথি শুরু হবে ২৯ অক্টোবর, ১০টা ৩১ মিনিটে৷ শেষ হবে ৩০ অক্টোবর, দুপুর ১টা ১৫ মিনিটে৷ এই বছর মূলত ২৯ অক্টোবরই ধনতেরাস উৎসব পালন করা হবে৷ ধনতেরাসে অনেকের বাড়িতে পুজোও হয়৷ এই বারে পুজোর জন্য মাত্র হাতে পাবেন মাত্র ১ ঘণ্টা ৪১ মিনিট সময়৷ পুূজোর শুভ সময় সন্ধ্যা ৬টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট অবধি৷ প্রদোষকালের সময় বিকেল ৫টা ৩৮ থেকে রাত ৮টা ১৩ মিনিট অবধি৷ সোনা কেনার শুভ সময় হল ২৯ অক্টোবর ১০টা ৩১ মিনিট থেকে পরের দিন ৩০ অক্টোবর ৬টা ৩২ পর্যন্ত৷ অর্থাৎ ২০ ঘণ্টা ১ মিনিট আপনি সোনা কেনার শুভ সময় পাবেন৷ এবার ধনতেরাসে আরও এক বিরল যোগ ঘটতে চলেছে৷ তার নাম ত্রিপুষ্কর যোগ৷ ২৯ অক্টোবর সকাল ৬টা ৩১ মিনিট থেকে ১০টা ৩১ অবধি এই যোগ থাকবে৷ মনে করা হয় ওই দিন দেবী লক্ষী কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়৷ দেবী লক্ষ্মী ও কুবেরের কৃপায় সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়৷ অনেকে মনে করেন ধন্বন্তরির পুজো করলে মানুষের স্বাস্থ্য ভাল থাকে৷ পরিবারের সদস্যরা সুস্থ থাকে৷