শুধু তাই নয় এই দিন হতে চলেছে এক বিরল রাজযোগ, ত্রিপুষ্কর যোগের ফলে তিনগুণ ভাল ফল হতে চলেছে৷ এই দিন অনেকেই সোনা, রুপো, গয়না, যানবাহন কিনে থাকেন৷

Dhanteras 2024: ধনতেরাসে সোনা কেনার শুভ মূহূর্ত কখন? মাত্র ১ ঘন্টা ৪১ মিনিটেই শেষ সঠিক সময়, ঘটতে চলেছে শক্তিশালী যোগ, জেনে নিন পুজোর সঠিক তিথি, দিনক্ষণ

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস উৎসব৷ এটিকে ধন ত্রয়োদশীও বলা হয়৷
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস উৎসব৷ এটিকে ধন ত্রয়োদশীও বলা হয়৷
শুধু তাই নয় এই দিন হতে চলেছে এক বিরল রাজযোগ, ত্রিপুষ্কর যোগের ফলে তিনগুণ ভাল ফল হতে চলেছে৷ এই দিন অনেকেই সোনা, রুপো, গয়না, যানবাহন কিনে থাকেন৷
শুধু তাই নয় এই দিন হতে চলেছে এক বিরল রাজযোগ, ত্রিপুষ্কর যোগের ফলে তিনগুণ ভাল ফল হতে চলেছে৷ এই দিন অনেকেই সোনা, রুপো, গয়না, যানবাহন কিনে থাকেন৷
যাদের টাকা অনেকটা কম থাকে তাঁরা পিতলের বাসন, নুন, ঝাড়ু কেনেন৷ কিন্তু শুভ সময় না কিনলে কিন্তু কোনও লাভ হবে না৷ শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃতুঞ্জয় তিওয়ারি ধনতেরাসের জিনিস কেনার শুভ মহুর্ত, দিনক্ষণ জানিয়েছেন৷
যাদের টাকা অনেকটা কম থাকে তাঁরা পিতলের বাসন, নুন, ঝাড়ু কেনেন৷ কিন্তু শুভ সময় না কিনলে কিন্তু কোনও লাভ হবে না৷ শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃতুঞ্জয় তিওয়ারি ধনতেরাসের জিনিস কেনার শুভ মহুর্ত, দিনক্ষণ জানিয়েছেন৷
এই বছর ধনতেরাসে তিথি শুরু হবে ২৯ অক্টোবর, ১০টা ৩১ মিনিটে৷ শেষ হবে ৩০ অক্টোবর, দুপুর ১টা ১৫ মিনিটে৷ এই বছর মূলত ২৯ অক্টোবরই ধনতেরাস উৎসব পালন করা হবে৷
এই বছর ধনতেরাসে তিথি শুরু হবে ২৯ অক্টোবর, ১০টা ৩১ মিনিটে৷ শেষ হবে ৩০ অক্টোবর, দুপুর ১টা ১৫ মিনিটে৷ এই বছর মূলত ২৯ অক্টোবরই ধনতেরাস উৎসব পালন করা হবে৷
ধনতেরাসে অনেকের বাড়িতে পুজোও হয়৷ এই বারে পুজোর জন্য মাত্র হাতে পাবেন মাত্র ১ ঘণ্টা ৪১ মিনিট সময়৷ পুূজোর শুভ সময় সন্ধ্যা ৬টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট অবধি৷ প্রদোষকালের সময় বিকেল ৫টা ৩৮ থেকে রাত ৮টা ১৩ মিনিট অবধি৷
ধনতেরাসে অনেকের বাড়িতে পুজোও হয়৷ এই বারে পুজোর জন্য মাত্র হাতে পাবেন মাত্র ১ ঘণ্টা ৪১ মিনিট সময়৷ পুূজোর শুভ সময় সন্ধ্যা ৬টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট অবধি৷ প্রদোষকালের সময় বিকেল ৫টা ৩৮ থেকে রাত ৮টা ১৩ মিনিট অবধি৷
সোনা কেনার শুভ সময় হল ২৯ অক্টোবর ১০টা ৩১ মিনিট থেকে পরের দিন ৩০ অক্টোবর ৬টা ৩২ পর্যন্ত৷ অর্থাৎ ২০ ঘণ্টা ১ মিনিট আপনি সোনা কেনার শুভ সময় পাবেন৷
সোনা কেনার শুভ সময় হল ২৯ অক্টোবর ১০টা ৩১ মিনিট থেকে পরের দিন ৩০ অক্টোবর ৬টা ৩২ পর্যন্ত৷ অর্থাৎ ২০ ঘণ্টা ১ মিনিট আপনি সোনা কেনার শুভ সময় পাবেন৷
এবার ধনতেরাসে আরও এক বিরল যোগ ঘটতে চলেছে৷ তার নাম ত্রিপুষ্কর যোগ৷ ২৯ অক্টোবর সকাল ৬টা ৩১ মিনিট থেকে ১০টা ৩১ অবধি এই যোগ থাকবে৷
এবার ধনতেরাসে আরও এক বিরল যোগ ঘটতে চলেছে৷ তার নাম ত্রিপুষ্কর যোগ৷ ২৯ অক্টোবর সকাল ৬টা ৩১ মিনিট থেকে ১০টা ৩১ অবধি এই যোগ থাকবে৷
মনে করা হয় ওই দিন দেবী লক্ষী কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়৷ দেবী লক্ষ্মী ও কুবেরের কৃপায় সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়৷ অনেকে মনে করেন ধন্বন্তরির পুজো করলে মানুষের স্বাস্থ্য ভাল থাকে৷ পরিবারের সদস্যরা সুস্থ থাকে৷
মনে করা হয় ওই দিন দেবী লক্ষী কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়৷ দেবী লক্ষ্মী ও কুবেরের কৃপায় সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়৷ অনেকে মনে করেন ধন্বন্তরির পুজো করলে মানুষের স্বাস্থ্য ভাল থাকে৷ পরিবারের সদস্যরা সুস্থ থাকে৷