আলমগীর শেখ এবং সৌম্য সেনগুপ্ত

Bankura News: বাঁকুড়ার এই দুই ব্যক্তির কর্মকাণ্ড জানলে হতবাক হয়ে যাবেন, করছেন দুর্দান্ত কাজ

বাঁকুড়ার এই দুই ব্যক্তি করছেন দুই ধরনের ভিন্ন মানব সেবা। একজন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবং অপরজন নিজের ইচ্ছে শক্তিকে।
বাঁকুড়ার এই দুই ব্যক্তি করছেন দুই ধরনের ভিন্ন মানব সেবা। একজন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবং অপরজন নিজের ইচ্ছে শক্তিকে।
টোটো চালক আলমগীর শেখ। টোটো চালিয়ে যা উপার্জন করেন সেই টাকাতেই বিনামূল্যে নিজের টোটোতে অ্যাম্বুলেন্স পরিষেবা দেন রোগীদের।
টোটো চালক আলমগীর শেখ। টোটো চালিয়ে যা উপার্জন করেন সেই টাকাতেই বিনামূল্যে নিজের টোটোতে এম্বুলেন্স পরিষেবা দেন রোগীদের।
আলমগীর জানান,
আলমগীর জানান, “আমার বাবা মানুষের সেবা করতেন। তিনি চাইতেন আমিও ওই একই কাজ করি। বাবা থাকলে হয়ত আজ খুশি হতেন।”
বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক সৌম্য সেনগুপ্ত খেলার ছলে বাচ্চাদের বিজ্ঞানমনস্ক করে তুলছেন বিনামূল্যে। ব্যবহার করছেন নিজের পকেট থেকে খরচা করে তৈরি করা কিছু জিনিস।
বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক সৌম্য সেনগুপ্ত খেলার ছলে বাচ্চাদের বিজ্ঞানমনস্ক করে তুলছেন বিনামূল্যে। ব্যবহার করছেন নিজের পকেট থেকে খরচা করে তৈরি করা কিছু জিনিস।
“বিজ্ঞান কে বই এর পাতায় বন্দি করে রাখবো না। যা জানি না জেনে নেব, জানি যা তা ছড়িয়ে দেব..” এই রকম একটি চিন্তা ভাবনা নিয়ে একদম খেলার ছলে, হাতে কলমে শিক্ষার দিচ্ছেন তিনি।
এক গুচ্ছ বেলুন, কাচের শিশি, জার, টেস্টটিউব, সহ নানা সাদামাটা জিনিস দিয়ে বাচ্চাদের জন্য বিজ্ঞান কে বানাচ্ছেন ইন্টারেস্টিং।
এক গুচ্ছ বেলুন, কাচের শিশি, জার, টেস্টটিউব, সহ নানা সাদামাটা জিনিস দিয়ে বাচ্চাদের জন্য বিজ্ঞান কে বানাচ্ছেন ইন্টারেস্টিং।