কাঙাল করে ছাড়বে...! দীপাবলিতে ভুলেও ঘরে আনবেন না এই জিনিসগুলি, মা লক্ষ্মী রুষ্ট হলেই সর্বনাশ! ঘোর অমঙ্গল নেমে আসবে সংসারে

Diwali 2024: কাঙাল করে ছাড়বে…! দীপাবলিতে ভুলেও ঘরে আনবেন না এই জিনিসগুলি, মা লক্ষ্মী রুষ্ট হলেই সর্বনাশ! ঘোর অমঙ্গল নেমে আসবে সংসারে

দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায়  কালীপুজোর প্রস্তুতি৷  আলোর উৎসবে ছোট থেকে বড়রা সকলেই মেতে ওঠে৷ আর মাত্র কয়েকদিন পরই দীপাবলি৷ কবে পড়েছে দীপাবলি, তা নিয়ে অনেকের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে৷ দীপাবলি ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর৷
দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি৷ আলোর উৎসবে ছোট থেকে বড়রা সকলেই মেতে ওঠে৷ আর মাত্র কয়েকদিন পরই দীপাবলি৷ কবে পড়েছে দীপাবলি, তা নিয়ে অনেকের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে৷ দীপাবলি ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর৷
এবছর ২ দিন ধরে পালিত হবে দীপাবলি৷ ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দীপাবলি চলবে৷ তবে কালীপুজো হবে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার৷ কার্তিক অমাবস্যা তিথি শুরু হবে ৩১ অক্টোবর দুপুর ৩টে ৫৫ মিনিটে। সেদিন রাতেই  মা কালীর আরাধনা হবে। এবং তার পরের দিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। সেই দিনটিও দীপাবলি পালিত হবে।
এবছর ২ দিন ধরে পালিত হবে দীপাবলি৷ ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দীপাবলি চলবে৷ তবে কালীপুজো হবে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার৷ কার্তিক অমাবস্যা তিথি শুরু হবে ৩১ অক্টোবর দুপুর ৩টে ৫৫ মিনিটে। সেদিন রাতেই মা কালীর আরাধনা হবে। এবং তার পরের দিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। সেই দিনটিও দীপাবলি পালিত হবে।
দীপাবলি মানেই কেনাকাটার উৎসব৷ এই সময়টাতে বেশ কিছুদিন আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যায়৷ বিশেষত, ধনতেরাসের সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে বাজারে।
দীপাবলি মানেই কেনাকাটার উৎসব৷ এই সময়টাতে বেশ কিছুদিন আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যায়৷ বিশেষত, ধনতেরাসের সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে বাজারে।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান, ধনতেরাস-দীপাবলির মতো শুভ অনুষ্ঠানে, এমন জিনিস কেনা উচিত যা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। যেমন- সোনা, রুপো, জামাকাপড়, বাসনপত্র, নতুন বাড়ি, গাড়ি, গয়না, ইলেকট্রনিক সামগ্রী, সাজসজ্জা ইত্যাদি। কিন্তু এটা মনে রাখবেন এমন কোনও অশুভ জিনিস কিনবেন না যা ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। শুধু তাই নয়, মা লক্ষ্মীর রুষ্ট হলে কিন্তু আপনার বাড়ি ত্যাগ করতে পারে৷ তাই জিনিস কেনার আগে সাবধান হোন৷
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান, ধনতেরাস-দীপাবলির মতো শুভ অনুষ্ঠানে, এমন জিনিস কেনা উচিত যা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। যেমন- সোনা, রুপো, জামাকাপড়, বাসনপত্র, নতুন বাড়ি, গাড়ি, গয়না, ইলেকট্রনিক সামগ্রী, সাজসজ্জা ইত্যাদি। কিন্তু এটা মনে রাখবেন এমন কোনও অশুভ জিনিস কিনবেন না যা ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। শুধু তাই নয়, মা লক্ষ্মীর রুষ্ট হলে কিন্তু আপনার বাড়ি ত্যাগ করতে পারে৷ তাই জিনিস কেনার আগে সাবধান হোন৷
কালো রং সর্বদাই নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ধনতেরাসের দিন কালো বা গাঢ় রঙের কোনও জিনিসই  কিনে আনবেন না। এতে মা লক্ষ্মী রাগ করেন।
কালো রং সর্বদাই নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ধনতেরাসের দিন কালো বা গাঢ় রঙের কোনও জিনিসই কিনে আনবেন না। এতে মা লক্ষ্মী রাগ করেন।
ধনতেরাস-দীপাবলির দিনে পুরনো কিংবা ব্যবহার করা সেকেন্ড-হ্যান্ড জিনিসপত্র ভুলেও কিনবেন না। এই দিনে ঘরে শুধু নতুন জিনিস কিনে আনবেন।
ধনতেরাস-দীপাবলির দিনে পুরনো কিংবা ব্যবহার করা সেকেন্ড-হ্যান্ড জিনিসপত্র ভুলেও কিনবেন না। এই দিনে ঘরে শুধু নতুন জিনিস কিনে আনবেন।
এই শুভ দিনে ঘরে ছুরি, কাঁচি বা কোনও অস্ত্রের মতো ধারালো জিনিস কিনবেন না। নইলে সারা বছর সংসারে অশান্তি লেগেই থাকবে। সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেবে।
এই শুভ দিনে ঘরে ছুরি, কাঁচি বা কোনও অস্ত্রের মতো ধারালো জিনিস কিনবেন না। নইলে সারা বছর সংসারে অশান্তি লেগেই থাকবে। সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেবে।