Tag Archives: Diwali Gifts

Dhanteras 2024: ধনতেরাসে ‘মালামাল’…! সোনা-রূপো ছাড়ুন, মাত্র ১০ টাকার এই জিনিসই ঘোরাবে ভাগ্যের চাকা, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে ধন-সম্পত্তি, টাকা গুণে শেষ হবে না

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনটি দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং আয়ুর্বেদের ভগবান ধন্বন্তরীর পুজোর জন্য বিশেষ। এবার ধনতেরাসের মহা উৎসব ২৯শে অক্টোবর এবং এই দিনে একাধিক গ্রহের এক অপূর্ব মিলন ঘটছে।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনটি দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং আয়ুর্বেদের ভগবান ধন্বন্তরীর পুজোর জন্য বিশেষ। এবার ধনতেরাসের মহা উৎসব ২৯শে অক্টোবর এবং এই দিনে একাধিক গ্রহের এক অপূর্ব মিলন ঘটছে।
জ্যোতিষীদের দাবি, ১০০ বছর পর ধনতেরাসে এমন কাকতালীয় ঘটনা ঘটছে, যা এই দিনটিকে আরও বেশি শুভ করে তুলছে। ধনতেরাসের এই শুভ দিনে সোনা, রূপো, গহনা এবং দামী জিনিস কেনার চল রয়েছে বহুদিন ধরে।
জ্যোতিষীদের দাবি, ১০০ বছর পর ধনতেরাসে এমন কাকতালীয় ঘটনা ঘটছে, যা এই দিনটিকে আরও বেশি শুভ করে তুলছে। ধনতেরাসের এই শুভ দিনে সোনা, রূপো, গহনা এবং দামী জিনিস কেনার চল রয়েছে বহুদিন ধরে।
 মানুষের গভীর বিশ্বাস আছে যে বাড়িতে নতুন জিনিস আনা হলে দেবী লক্ষ্মী ঘরে সমৃদ্ধি আনেন। ধন ত্রয়োদশীতে সোনা বেশি কেনা হয়। সিদ্ধান্ত শর্মা লক্ষ্মী নরসিংহ চারি বলেন, যারা সোনা কিনতে পারেন না, তারা লবণ বা গুড় কিনতে পারেন।
মানুষের গভীর বিশ্বাস আছে যে বাড়িতে নতুন জিনিস আনা হলে দেবী লক্ষ্মী ঘরে সমৃদ্ধি আনেন। ধন ত্রয়োদশীতে সোনা বেশি কেনা হয়। সিদ্ধান্ত শর্মা লক্ষ্মী নরসিংহ চারি বলেন, যারা সোনা কিনতে পারেন না, তারা লবণ বা গুড় কিনতে পারেন।
লবণ ও গুড়কে প্রকৃত আম্মাভারুর (মা) প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা ধন ত্রয়োদশীর দিনে সোনা কিনতে পারেন না তাদের জন্য এগুলো কেনাই যথেষ্ট বলে মনে করা হয়। মাত্র ১০ টাকার এই জিনিসই ধনতেরাসে মালামাল করে দেবে আপনাকে৷
লবণ ও গুড়কে প্রকৃত আম্মাভারুর (মা) প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা ধন ত্রয়োদশীর দিনে সোনা কিনতে পারেন না তাদের জন্য এগুলো কেনাই যথেষ্ট বলে মনে করা হয়। মাত্র ১০ টাকার এই জিনিসই ধনতেরাসে মালামাল করে দেবে আপনাকে৷
 ধন ত্রয়োদশীর দিনেও ভগবান ধন্বন্তরী পুজো করা হয়। এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নতুন পোশাক পরে লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করা উচিত। ঘরে থাকা সোনা-রূপার গয়না দুধ দিয়ে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করুন। ধন লক্ষ্মীর পুজোয় এগুলো রাখুন।
ধন ত্রয়োদশীর দিনেও ভগবান ধন্বন্তরী পুজো করা হয়। এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নতুন পোশাক পরে লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করা উচিত। ঘরে থাকা সোনা-রূপার গয়না দুধ দিয়ে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করুন। ধন লক্ষ্মীর পুজোয় এগুলো রাখুন।
দেবী লক্ষ্মীকে আরতি দেওয়ার সময় গহনাও দিতে হবে। এর পরে, হলুদ, জাফরান, ফুল, ফল, একটি ছোট জ্যাকেটের টুকরো, কিছু গুড় এবং পোঙ্গালি বায়নামের সঙ্গে তাম্বুলমে রাখতে হবে। বাড়ির মহিলারা পুজোর পরে এই কাজটি করলে ধন-সম্পদের বৃদ্ধি হয়। পুরোহিতরা বলেন, ধন ত্রয়োদশীর দিনে বিশেষ আচার-অনুষ্ঠান পালন করলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়।
দেবী লক্ষ্মীকে আরতি দেওয়ার সময় গহনাও দিতে হবে। এর পরে, হলুদ, জাফরান, ফুল, ফল, একটি ছোট জ্যাকেটের টুকরো, কিছু গুড় এবং পোঙ্গালি বায়নামের সঙ্গে তাম্বুলমে রাখতে হবে। বাড়ির মহিলারা পুজোর পরে এই কাজটি করলে ধন-সম্পদের বৃদ্ধি হয়। পুরোহিতরা বলেন, ধন ত্রয়োদশীর দিনে বিশেষ আচার-অনুষ্ঠান পালন করলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়।

Diwali 2024: কাঙাল করে ছাড়বে…! দীপাবলিতে ভুলেও ঘরে আনবেন না এই জিনিসগুলি, মা লক্ষ্মী রুষ্ট হলেই সর্বনাশ! ঘোর অমঙ্গল নেমে আসবে সংসারে

দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায়  কালীপুজোর প্রস্তুতি৷  আলোর উৎসবে ছোট থেকে বড়রা সকলেই মেতে ওঠে৷ আর মাত্র কয়েকদিন পরই দীপাবলি৷ কবে পড়েছে দীপাবলি, তা নিয়ে অনেকের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে৷ দীপাবলি ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর৷
দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি৷ আলোর উৎসবে ছোট থেকে বড়রা সকলেই মেতে ওঠে৷ আর মাত্র কয়েকদিন পরই দীপাবলি৷ কবে পড়েছে দীপাবলি, তা নিয়ে অনেকের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে৷ দীপাবলি ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর৷
এবছর ২ দিন ধরে পালিত হবে দীপাবলি৷ ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দীপাবলি চলবে৷ তবে কালীপুজো হবে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার৷ কার্তিক অমাবস্যা তিথি শুরু হবে ৩১ অক্টোবর দুপুর ৩টে ৫৫ মিনিটে। সেদিন রাতেই  মা কালীর আরাধনা হবে। এবং তার পরের দিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। সেই দিনটিও দীপাবলি পালিত হবে।
এবছর ২ দিন ধরে পালিত হবে দীপাবলি৷ ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দীপাবলি চলবে৷ তবে কালীপুজো হবে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার৷ কার্তিক অমাবস্যা তিথি শুরু হবে ৩১ অক্টোবর দুপুর ৩টে ৫৫ মিনিটে। সেদিন রাতেই মা কালীর আরাধনা হবে। এবং তার পরের দিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। সেই দিনটিও দীপাবলি পালিত হবে।
দীপাবলি মানেই কেনাকাটার উৎসব৷ এই সময়টাতে বেশ কিছুদিন আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যায়৷ বিশেষত, ধনতেরাসের সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে বাজারে।
দীপাবলি মানেই কেনাকাটার উৎসব৷ এই সময়টাতে বেশ কিছুদিন আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যায়৷ বিশেষত, ধনতেরাসের সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে বাজারে।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান, ধনতেরাস-দীপাবলির মতো শুভ অনুষ্ঠানে, এমন জিনিস কেনা উচিত যা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। যেমন- সোনা, রুপো, জামাকাপড়, বাসনপত্র, নতুন বাড়ি, গাড়ি, গয়না, ইলেকট্রনিক সামগ্রী, সাজসজ্জা ইত্যাদি। কিন্তু এটা মনে রাখবেন এমন কোনও অশুভ জিনিস কিনবেন না যা ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। শুধু তাই নয়, মা লক্ষ্মীর রুষ্ট হলে কিন্তু আপনার বাড়ি ত্যাগ করতে পারে৷ তাই জিনিস কেনার আগে সাবধান হোন৷
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান, ধনতেরাস-দীপাবলির মতো শুভ অনুষ্ঠানে, এমন জিনিস কেনা উচিত যা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। যেমন- সোনা, রুপো, জামাকাপড়, বাসনপত্র, নতুন বাড়ি, গাড়ি, গয়না, ইলেকট্রনিক সামগ্রী, সাজসজ্জা ইত্যাদি। কিন্তু এটা মনে রাখবেন এমন কোনও অশুভ জিনিস কিনবেন না যা ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। শুধু তাই নয়, মা লক্ষ্মীর রুষ্ট হলে কিন্তু আপনার বাড়ি ত্যাগ করতে পারে৷ তাই জিনিস কেনার আগে সাবধান হোন৷
কালো রং সর্বদাই নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ধনতেরাসের দিন কালো বা গাঢ় রঙের কোনও জিনিসই  কিনে আনবেন না। এতে মা লক্ষ্মী রাগ করেন।
কালো রং সর্বদাই নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ধনতেরাসের দিন কালো বা গাঢ় রঙের কোনও জিনিসই কিনে আনবেন না। এতে মা লক্ষ্মী রাগ করেন।
ধনতেরাস-দীপাবলির দিনে পুরনো কিংবা ব্যবহার করা সেকেন্ড-হ্যান্ড জিনিসপত্র ভুলেও কিনবেন না। এই দিনে ঘরে শুধু নতুন জিনিস কিনে আনবেন।
ধনতেরাস-দীপাবলির দিনে পুরনো কিংবা ব্যবহার করা সেকেন্ড-হ্যান্ড জিনিসপত্র ভুলেও কিনবেন না। এই দিনে ঘরে শুধু নতুন জিনিস কিনে আনবেন।
এই শুভ দিনে ঘরে ছুরি, কাঁচি বা কোনও অস্ত্রের মতো ধারালো জিনিস কিনবেন না। নইলে সারা বছর সংসারে অশান্তি লেগেই থাকবে। সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেবে।
এই শুভ দিনে ঘরে ছুরি, কাঁচি বা কোনও অস্ত্রের মতো ধারালো জিনিস কিনবেন না। নইলে সারা বছর সংসারে অশান্তি লেগেই থাকবে। সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেবে।

IT Company gifts car to employees: ভাল কাজ করার পুরস্কার! কর্মচারীদের গাড়ি এবং বাইক উপহার দিচ্ছে তথ্য-প্রযুক্তি সংস্থা

কাজের জায়গায় উপহার পেলে ভাল কাজ করার অনুপ্রেরণা খুঁজে পান কর্মীরা। এই আশা থেকেই কর্মীদের গাড়ি এবং বাইক দিচ্ছে চেন্নাইয়ের এক তথ্য প্রযুক্তি সংস্থা। প্রতীকী ছবি।
কাজের জায়গায় উপহার পেলে ভাল কাজ করার অনুপ্রেরণা খুঁজে পান কর্মীরা। এই আশা থেকেই কর্মীদের গাড়ি এবং বাইক দিচ্ছে চেন্নাইয়ের এক তথ্য প্রযুক্তি সংস্থা। প্রতীকী ছবি।
সংবাদ সংস্থা পিটিআইতে প্রকাশিত খবর অনুযায়ী চেন্নাইয়ের এই তথ্য প্রযুক্তি সংস্থা কর্মীদের ২৮টি গাড়ি এবং ২৯টি বাইক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতীকী ছবি।
সংবাদ সংস্থা পিটিআইতে প্রকাশিত খবর অনুযায়ী চেন্নাইয়ের এই তথ্য প্রযুক্তি সংস্থা কর্মীদের ২৮টি গাড়ি এবং ২৯টি বাইক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতীকী ছবি।
কর্মীদের বিভিন্ন সংস্থার গাড়ি দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে হুন্ডাই, টাটা, মারুতি সুজুকি, মার্সেডিজ বেনজের বিভিন্ন মডেলের গাড়ি দেওয়া হচ্ছে সংস্থার কর্মীদের। প্রতীকী ছবি।
কর্মীদের বিভিন্ন সংস্থার গাড়ি দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে হুন্ডাই, টাটা, মারুতি সুজুকি, মার্সেডিজ বেনজের বিভিন্ন মডেলের গাড়ি দেওয়া হচ্ছে সংস্থার কর্মীদের। প্রতীকী ছবি।
সংস্থার এমডি শ্রীধর কান্নান এই বিষয়ে বলেন, “সংস্থার সাফল্যে কর্মচারীরা যে কঠোর পরিশ্রম করেছেন তার প্রশংসার জন্যই আমাদের এই উপহার। আমরা মনে করি আমাদের কর্মচারীরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ”। প্রতীকী ছবি।
সংস্থার এমডি শ্রীধর কান্নান এই বিষয়ে বলেন, “সংস্থার সাফল্যে কর্মচারীরা যে কঠোর পরিশ্রম করেছেন তার প্রশংসার জন্যই আমাদের এই উপহার। আমরা মনে করি আমাদের কর্মচারীরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ”। প্রতীকী ছবি।
সংস্থাটিতে প্রায় ১৮০ জন কর্মচারী রয়েছেন। ২০২২ সালে এদের মধ্যে দুজন কর্মীকে গাড়ি উপহার দিয়েছিল সংস্থা। এবার ২৮টা চার চাকা গাড়ি এবং ২৯টি বাইক দিচ্ছে এই সংস্থা। প্রতীকী ছবি।
সংস্থাটিতে প্রায় ১৮০ জন কর্মচারী রয়েছেন। ২০২২ সালে এদের মধ্যে দুজন কর্মীকে গাড়ি উপহার দিয়েছিল সংস্থা। এবার ২৮টা চার চাকা গাড়ি এবং ২৯টি বাইক দিচ্ছে এই সংস্থা। প্রতীকী ছবি।