মুম্বই: বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। অভিনেতা সলমন খানের কাছের মানুষ ছিলেন তিনি। মনে করা হচ্ছে, জীবন দিয়ে তারই মাশুল গুণতে হল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীকে। ঘটনার পর থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সলমনের বাসভবন। কারণ বিষ্ণোইয়ের আসল টার্গেট ‘ভাইজান’।
সলমন খানকে একাধিকবার খুনের হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই। কিছুদিন আগে অভিনেতাকে প্রাণে মারার চেষ্টা হয়। সলমনের বাড়ির সামনে গুলি চালায় বিষ্ণোইয়ের দল। এই ঘটনার মাস খানেকের মধ্যেই খুন হন বাবা সিদ্দিকি। ঘটনা পরম্পরায় সলমনের ঘনিষ্ঠ বন্ধু এবং ভক্তরা উদ্বিগ্ন। এবার এই নিয়ে মুখ খুললেন খেসারিলাল যাদব। সলমনের পাশে দাঁড়িয়েছেন তিনি।
আরও পড়ুন- লরেন্স বিষ্ণোইয়ের গডফাদারকে চেনেন? ৩২ বছর বয়সী গ্যাংস্টারকে মদত জোগায় কে?
ভোজপুরী সুপারস্টার বলছেন, ‘‘একজন ভাল মানুষ। তিনি যেন পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি চলে না যান, সেটা আমাদের সবাইকে দেখতে হবে। একজন বড় শিল্পীকে হুমকি দিলে খারাপ লাগে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অনেক অবদান। হিন্দি ভাষাকে বিশ্বের সামনে নিয়ে গিয়েছেন তিনি। দেশের নাম উজ্জ্বল করেছেন। প্রত্যেকের নিজস্ব সমস্যা রয়েছে। সলমন খান নিজের সমস্যা নিজে সমাধান করতে জানেন। তিনি অনেক পরিশ্রম করে আজ সলমন খান হয়েছেন। এটা ছোটখাটো জিনিস নয়।’’
খেসারিলাল যাদবের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লক্ষাধিক ভিউ হয়েছে। সলমন খান এবং ভোজপুরী তারকার হাজার হাজার ভক্ত কমেন্ট করেছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমাপ্রেমীরাও। সবার মুখেই এক কথা, ‘‘ভাইজানের যেন কিছু না হয়’’।
LATEST: Very Popular Bhojpuri Star Khesari lal about SALMAN KHAN!♥️
“Salman Khan ek bahut bada naam hai. Unko aise dhamki Mila sahi baat ni. Unhone Humare desh and humari bhasa ko bahut promote kiya hai. SK hona bahut badi baat hai”#SalmanKhan #Sikandar pic.twitter.com/KOGTeeZgbq
— Its BALLU™💫 (@SalmansLegend) October 16, 2024
প্রসঙ্গত, যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। সেখান থেকেই যাবতীয় দ্বন্দ্বের শুরু। কৃষ্ণসার হরিণকে ঈশ্বরের রূপ বলে মনে করে বিষ্ণোই সমাজ। সলমনের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু শেষ পর্যন্ত বেকসুর খালাস পান অভিনেতা। কিন্তু আদালতের রায়ে নাখুশ লরেন্স বিষ্ণোই সলমনকে খুনের হুমকি দিয়ে বসেন। রীতিমতো ক্যামেরার সামনে বলেন, ‘‘সলমন খানকে আমরা যা করব সবাই দেখতে পাবে।’’
লরেন্স বিষ্ণোই এখন জেলে। কিন্তু তারপরেও তাঁকে আটকানো যাচ্ছে না। দু’বছরে তিনটি বড় খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। এর মধ্যে পঞ্জাবি গায়ক সিধু মুশেওয়ালা হত্যাকাণ্ড অন্যতম। এমনকী কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনেও বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে মনে করেন অনেক।