মেধাবী ছাত্র ছিলেন লরেন্স বিষ্ণোই। তাঁকে নিয়ে অনেক স্বপ্ন ছিল শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল! লরেন্স বিষ্ণোই হয়ে উঠলেন অপরাধ জগতের বেতাজ বাদশা। শুধু দেশে নয়, বিদেশেও। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে লরেন্স বিষ্ণোইয়ের নাম শোনা গিয়েছে খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুখেও। কলেজে পড়তে পড়তেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। সেই সময়ই অপরাধ জগতে হাতেখড়ি হয় তাঁর। একের পর এক খুনের ঘটনায় নাম জড়ায়।

Lawrence Bishnoi: স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে অপরাধ জগতের বেতাজ বাদশা, সামনে এল লরেন্স বিষ্ণোইয়ের অদেখা ছবি

মেধাবী ছাত্র ছিলেন লরেন্স বিষ্ণোই। তাঁকে নিয়ে অনেক স্বপ্ন ছিল শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল! লরেন্স বিষ্ণোই হয়ে উঠলেন অপরাধ জগতের বেতাজ বাদশা। শুধু দেশে নয়, বিদেশেও। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে লরেন্স বিষ্ণোইয়ের নাম শোনা গিয়েছে খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুখেও। কলেজে পড়তে পড়তেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। সেই সময়ই অপরাধ জগতে হাতেখড়ি হয় তাঁর। একের পর এক খুনের ঘটনায় নাম জড়ায়।
মেধাবী ছাত্র ছিলেন লরেন্স বিষ্ণোই। তাঁকে নিয়ে অনেক স্বপ্ন ছিল শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল! লরেন্স বিষ্ণোই হয়ে উঠলেন অপরাধ জগতের বেতাজ বাদশা। শুধু দেশে নয়, বিদেশেও। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে লরেন্স বিষ্ণোইয়ের নাম শোনা গিয়েছে খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুখেও। কলেজে পড়তে পড়তেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। সেই সময়ই অপরাধ জগতে হাতেখড়ি হয় তাঁর। একের পর এক খুনের ঘটনায় নাম জড়ায়।
পুলিশের খাতায় তিনি ‘ইন্টারন্যাশনাল গ্যাং লিডার’। খুন, তোলাবাজি সহ ৪০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে তাঁর নামে। বর্তমানে গুজরাতের সবরমতী জেলে বন্দী। কিন্তু সেখান থেকেই চালাচ্ছেন রাজ্যপাট। লরেন্স বিষ্ণোইয়ের স্কুল ও কলেজ জীবনের বেশ কিছু অদেখা ছবি এসেছে নিউজ18 হিন্দি-এর হাতে। বলা যায় ছোটবেলার ছবি।
পুলিশের খাতায় তিনি ‘ইন্টারন্যাশনাল গ্যাং লিডার’। খুন, তোলাবাজি সহ ৪০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে তাঁর নামে। বর্তমানে গুজরাতের সবরমতী জেলে বন্দী। কিন্তু সেখান থেকেই চালাচ্ছেন রাজ্যপাট। লরেন্স বিষ্ণোইয়ের স্কুল ও কলেজ জীবনের বেশ কিছু অদেখা ছবি এসেছে নিউজ18 হিন্দি-এর হাতে। বলা যায় ছোটবেলার ছবি।
কোনও ছবিতে স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিন্সিপ্যালের হাত থেকে ট্রফি নিচ্ছেন আবার কোনও ছবিতে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছেন চুটিয়ে। গোঁফের রেখাও ওঠেনি তখন। আজকের বুকে কাঁপন ধরানো গ্যাংস্টারের ছোটবেলা কেমন কেটেছে, এই সব ছবি থেকে স্পষ্ট আন্দাজ করা যায়। ৩১ বছর বয়সী লরেন্স বিষ্ণোই আইনে স্নাতক। ভাগ্যের কী নির্মম পরিহাস! আইন বলবৎ করার কথা ছিল যে যুবকের, এখন তিনি নিজেই আইন হাতে তুলে নিয়েছেন।
কোনও ছবিতে স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিন্সিপ্যালের হাত থেকে ট্রফি নিচ্ছেন আবার কোনও ছবিতে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছেন চুটিয়ে। গোঁফের রেখাও ওঠেনি তখন। আজকের বুকে কাঁপন ধরানো গ্যাংস্টারের ছোটবেলা কেমন কেটেছে, এই সব ছবি থেকে স্পষ্ট আন্দাজ করা যায়। ৩১ বছর বয়সী লরেন্স বিষ্ণোই আইনে স্নাতক। ভাগ্যের কী নির্মম পরিহাস! আইন বলবৎ করার কথা ছিল যে যুবকের, এখন তিনি নিজেই আইন হাতে তুলে নিয়েছেন।
পাকানো গোঁফ, মুখ ভর্তি চাপ দাড়ি। ছোটখাটো চেহারা। এহেন লরেন্স বিষ্ণোই কানাডা, নেপাল সহ দেশ বিদেশের জেলে থাকা ঘনিষ্ঠ অনুচরদের দিয়েই অপরাধ জগতে রাজত্ব চালান। এমনটাই অভিযোগ করেছে এনআইএ। গত বছর একটি টিভি সাক্ষাৎকারে খালিস্তানি আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন লরেন্স বিষ্ণোই। স্পষ্ট বলেছিলেন, ‘‘ওরা অ্যান্টি ন্যাশনাল। দেশকে ভাগ করতে চায়।’’
পাকানো গোঁফ, মুখ ভর্তি চাপ দাড়ি। ছোটখাটো চেহারা। এহেন লরেন্স বিষ্ণোই কানাডা, নেপাল সহ দেশ বিদেশের জেলে থাকা ঘনিষ্ঠ অনুচরদের দিয়েই অপরাধ জগতে রাজত্ব চালান। এমনটাই অভিযোগ করেছে এনআইএ। গত বছর একটি টিভি সাক্ষাৎকারে খালিস্তানি আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন লরেন্স বিষ্ণোই। স্পষ্ট বলেছিলেন, ‘‘ওরা অ্যান্টি ন্যাশনাল। দেশকে ভাগ করতে চায়।’’
তবে জেল থেকে লরেন্স কীভাবে সাক্ষাৎকার দিলেন সেই নিয়ে হইচই পড়ে যায়। তদন্ত শুরু করে জেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তুলে নেওয়া হয় ভিডিও ক্লিপ। নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে এই বক্তব্যকে মিলিয়ে দেন অনেকেই। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ দাবি করেছে, বেছে বেছে খালিস্তানি জঙ্গিদের টার্গেট করছে লরেন্স বিষ্ণোইয়ের দল। তবে এই অভিযোগের কোনও সুনির্দিষ্ট প্রমাণ তারা দিতে পারেনি।
তবে জেল থেকে লরেন্স কীভাবে সাক্ষাৎকার দিলেন সেই নিয়ে হইচই পড়ে যায়। তদন্ত শুরু করে জেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তুলে নেওয়া হয় ভিডিও ক্লিপ। নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে এই বক্তব্যকে মিলিয়ে দেন অনেকেই। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ দাবি করেছে, বেছে বেছে খালিস্তানি জঙ্গিদের টার্গেট করছে লরেন্স বিষ্ণোইয়ের দল। তবে এই অভিযোগের কোনও সুনির্দিষ্ট প্রমাণ তারা দিতে পারেনি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাতের সবরমতী জেলে বন্দী। তবে নিরাপত্তার কারণে কোনও জেলেই বেশি দিন রাখা হয় না তাঁকে। এক জেল থেকে পাঠিয়ে দেওয়া হয় আরেক জেলে। ২০২২ সালে সিধু মুশেওয়ালা হত্যাকাণ্ডের প্রথম লাইমলাইটে আসেন লরেন্স বিষ্ণোই। এর সঙ্গে সলমন খানকে খুনির হুমকি দেওয়া তো আছেই। কয়েকদিন আগে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনেও তাঁর নাম জড়িয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের স্কুলের একটা ছবি সামনে এসেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গলায় মেডেল আর হাতে সার্টিফিকেট নিয়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তবে এই ছবিটি কত বছর আগের, কোন খেলায় বিষ্ণোই পুরস্কার জেতেন, সে সব জানা যায়নি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাতের সবরমতী জেলে বন্দী। তবে নিরাপত্তার কারণে কোনও জেলেই বেশি দিন রাখা হয় না তাঁকে। এক জেল থেকে পাঠিয়ে দেওয়া হয় আরেক জেলে। ২০২২ সালে সিধু মুশেওয়ালা হত্যাকাণ্ডের প্রথম লাইমলাইটে আসেন লরেন্স বিষ্ণোই। এর সঙ্গে সলমন খানকে খুনির হুমকি দেওয়া তো আছেই। কয়েকদিন আগে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনেও তাঁর নাম জড়িয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের স্কুলের একটা ছবি সামনে এসেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গলায় মেডেল আর হাতে সার্টিফিকেট নিয়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তবে এই ছবিটি কত বছর আগের, কোন খেলায় বিষ্ণোই পুরস্কার জেতেন, সে সব জানা যায়নি।