দক্ষিণবঙ্গ Weather Forecast: কালীপুজোর আগেই আসছে ভয়ঙ্কর সাইক্লোন… ফুঁসছে নিম্নচাপ! দু’ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি… আপনার জেলা তালিকায় আছে? Gallery October 19, 2024 Bangla Digital Desk আগামী এক থেকে দু’ঘণ্টায় তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। এই তিন জেলা ছাড়াও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ভারতের মৌসম ভবন বঙ্গোপসাগরে সাইক্লোজেনেসিস তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানালেও ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও কোনও সংকেত দেয়নি। যদিও ইউরোপের ও আমেরিকার বিভিন্ন মডেল জানাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরাল হচ্ছে। এরপর ভারতের মৌসম ভবন আর না এগোলেও ইউরোপ ও আমেরিকার মডেলগুলি জানাচ্ছে ২৪ থেকে ২৬ এ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড় ওড়িশা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে কোথাও ল্যান্ডফল করতে পারে। এই মডেলগুলির মতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ৭০ থেকে ৮০ শতাংশ চান্স রয়েছে। ওড়িশায় ল্যান্ডফল হলে এর শক্তি অনেকটা বেশি থাকবে। যদিও বাংলাদেশের উপকূলে ল্যান্ডফল হলে এর গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২২ ও ২৩ অক্টোবর মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকবে। এই সিস্টেমের প্রভাবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টির দাপট। ২৩ও ২৪ অক্টোবর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে। এই দু-দিন দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।