কলকাতা: গভীর নিম্নচাপ, ঘূর্ণাবর্ত। ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে, তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন।
নবান্নের বিশেষ বৈঠকে একাধিক নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ ‘‘এখন থেকেই আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন। বাঁধগুলির কী অবস্থায় রয়েছে তা সরেজমিনে পরিদর্শন করুন।’’ বন্যা পরিস্থিতির জেরে ইতিমধ্যেই বিধ্বস্ত রাজ্যের বেশ কয়েকটি জেলা। এবার দুর্যোগের আগেই তাই ত্রাণ মজুদ রাখার নির্দেশ দিলেন মুখ্য সচিব।
আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
নবান্নের বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ, ‘‘প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করে রাখুন।’’ উপকূলবর্তী অঞ্চলগুলিকে বিশেষভাবে সতর্ক করা হল নবান্নের তরফে। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের।
আরও পড়ুন: সেই রাতে কি সত্যিই দেখা হয়েছিল দু’জনের? কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়! রাহুলের মোবাইলে ঘনাচ্ছে ধোঁয়াশা
প্রসঙ্গত, কালীপুজোর আগেই একের পর এক নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আরব সাগর থেকে বঙ্গোপসাগর কাঁপাবে নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বলছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল। যদিও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে।