উত্তর ২৪ পরগনা: আর কয়েকদিন বাদেই কালীপুজোয় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে নৈহাটি বড় মা কালীর মন্দির-সহ শ্যামাপুজো উপলক্ষে মণ্ডপ দর্শনে। আর তারই আগে অমৃত ভারত স্টেশন প্রকল্পে নৈহাটি স্টেশনের উন্নয়নের কাজ খতিয়ে দেখতে আসলেন রেলের আধিকারিকেরা। শিয়ালদহ ডিভিশনের ১৮ টি স্টেশনকে বেছে নিয়ে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে রেলের তরফে। শনিবার কল্যাণী ঘোষপাড়া স্টেশনের পাশাপাশি তাই নৈহাটি স্টেশনের কাজ খতিয়ে দেখতে আসেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্ল্যাটফর্ম উঁচু থেকে শুরু করে আধুনিক শেড, চলমান সিঁড়ি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজ ৮০ থেকে ৯০ শতাংশ হয়ে গিয়েছে, আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
আধুনিকীকরণের ফলে যাত্রী স্বাচ্ছন্দের পাশাপাশি ক্যাফেটেরিয়া থেকে নানা সুবিধাও যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশন চত্বরে তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও এদিন জানান রেলের এই আধিকারিক। আগামী দিনে এই স্টেশন ব্যবহার করে চলাচল করা যাত্রীদের আরো উন্নত পরিষেবা মিলবে বলেই আশাবাদী রেল।
রুদ্র নারায়ণ রায়