তেল আভিভ: ইজরায়েলি সেনার আক্রমণের জবাব দিতে এবার পাল্টা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে দ্রোন হামলা চালাল হিজবুল্লা৷ যদিও সেই সময় নেতানিয়াহু অথবা তাঁর স্ত্রী সারা বাড়িতে না থাকায় বরাতজোরে বেঁচে গিয়েছেন৷ এই দ্রোন হামলায় কেউ হতাহত হননি বলেই দাবি করেছে ইজরায়েল৷
ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকেও এই হামলার ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ ইজরায়েলের ক্যাসারিয়া শহরে নেতানিয়াহুর বাড়িতে এই হামলা চালান হয়৷
আরও পড়ুন: সোফায় বসে ধুঁকছেন হামাস প্রধান সিনওয়ার, কেমন ছিল শেষ কয়েক মিনিট? ভিডিও প্রকাশ করল ইজরায়েল
এ দিন সকালে লেবানন থেকে ইজরায়েল লক্ষ্য করে আরও দুটি দ্রোন ওড়ানো হয়৷ যদিও ইজরায়েলের বায়ু সেনা সেই দ্রোন দুটিকে ধ্বংস করে৷ এর ফলে তেল আভিভের একাংশে সাইরেন বাজতে শুরু করে৷
ইতিমধ্যেই ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হামাস প্রধান ইয়াহয়া সিনওয়ার৷ গত বছ ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার প্রতিশোধ নিতেই সিনওয়ারকে হত্যা করার লক্ষ্যে ছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ তবে গাজায় যুদ্ধ পরিস্থিতি থামানোর জন্য নেতানিয়াহু সরকারের উপরেও গোটা বিশ্বের চাপ বাড়ছে৷ ইজরায়েলের যে নাগরিকদের হামাস পণবন্দি করে রেখেছে, তাদের নিরাপদে মুক্ত করে আনার জন্যও নেতানিয়াহু-র উপরে চাপ বাড়ছে৷