দক্ষিণবঙ্গ, হাওড়া Laxmi Puja 2024: এবার লক্ষ্মীপুজোতেও কার্নিভাল! দুর্গাপুজোর মতোই বিরাট আয়োজন, কোথা হচ্ছে জানেন? Gallery October 19, 2024 Bangla Digital Desk খালনার লক্ষ্মীপুজোতেও কার্নিভাল! কার্নিভাল মানে শুধুই দুর্গাপুজো এমনটা ধারণা অনেকেরই। তবে বিগত কয়েক বছর লক্ষ্মী পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে হাওড়ায়। দুর্গাপুজোর কার্নিভালের থেকেও কোন অংশে কম নয় এই লক্ষী প্রতিমার কার্নিভাল। খালনা গ্রামের লক্ষ্মী পুজোর জনপ্রিয়তা দারুন। পার্শ্ববর্তী জেলা থেকেও অগণিত মানুষ আসেনি এখানে। তাই কার্নিভালেও মানুষের আকর্ষণ থাকে বেশ। হাওড়ার জয়পুর থানার খালনায় লক্ষ্মী পুজোর কার্নিভালের আয়োজন করা হয়। কার্নিভাল দেখার জন্য অগণিত মানুষের ভিড় উপচে পড়ল এবারও। শুক্রবার খালনায় লক্ষ্মীপুজোর বিসর্জন উপলক্ষে ২০ টি পুজো কমিটি তাঁদের লক্ষ্মী প্রতিমা নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করেন। খালনা রামকৃষ্ণ সেবাশ্রমের সামনে থেকে এই কার্নিভালের সূচনা হয় এবং প্রায় দু’ কিলোমিটার পথ অতিক্রম করে খালনা পঞ্চায়েত মার্কেটের কাছে গিয়ে কার্নিভালের সমাপ্তি ঘটে। আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল এর উদ্যোগে এই কার্নিভালের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া মহকুমা শাসক মানস কুমার মন্ডল, অভিনেত্রী দেবশ্রী রায় প্রমুখ।