উত্তরবঙ্গ, শিলিগুড়ি Sikkim Snowfall: সেরথাঙ ছাঙ্গু এলাকা ঢাকল সাদা বরফের চাদরে! বেজায় খুশি পর্যটকরা, দেখুন স্নোফলের ফটো Gallery October 19, 2024 Bangla Digital Desk তুষারে ঢেকে গেল সিকিমের সেরথাঙ এলাকা। শুক্রবার রাতে এবং শনিবার সকালে সেরথাঙ, ছাঙ্গু এলাকায় তুষারপাত শুরু হয়েছে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। এই দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা।উত্তর সিকিমের ছাঙ্গু ও চোপতা ভ্যালি এদিন সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে। সেখানে এখন চারদিকে শুধুই বরফ। গাছে বরফ, বাড়ির ছাদে বরফ। এলাকার বিভিন্ন রাস্তাও ঢেকে গিয়েছে ওই বরফের আস্তরণে। এই সময়ে সেখানে বেড়াতে গিয়ে এই তুষারপাত বাড়তি আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। অনেকেই জানান, শীতের শুরুতেই যে এই রকম তুষারপাত হবে এবং সেটা চোখের সামনেই দেখতে পাবেন সেটা আশা করেননি। পর্যটন মহল মনে করছে এই দিয়ে শীতের প্রবেশ হল উত্তরে। এবছর তুষারপাত সহ শীতকালে আনন্দ করতে পারবেন পর্যটকরা।