হাওড়া: ‘চোখ বেঁধে বল কুড়ানো’ এমনই অভিনব খেলায় মেতেছে গ্রামের মানুষ। একটানা কয়েক ঘণ্টা ছোট বড় সকলকে এই খেলার আনন্দে মেতে উঠতে দেখা গেল। প্রতিযোগিতা মূলক বিভিন্ন খেলার মধ্য এই বল কুড়ানোর প্রতিযোগিতার দারুন জনপ্রিয়তা। দৌড়, আলু-দৌড়, অঙ্ক-দৌড়, মিউজিক্যাল চেয়ারের মত নানা প্রতিযোগিতা মূলক খেলায় আনন্দের সঙ্গে গ্রামের মানুষকে অংশ গ্রহণ করতে দেখা যায়।
গ্রামে এই সমস্ত খেলা অনুষ্ঠিত হয় পুজো ও বিভিন্ন অনুষ্ঠানকে আরও জমাটি করে তুলতে। স্মার্ট ফোনের দৌলতে গত কয়েক বছরে এই সমস্ত জনপ্রিয় খেলাতেও মানুষের অংশগ্রহণ কম হতে থাকে। তবে একেবারে অন্য ছবি ধরা পড়ল পাঁচলার গঙ্গাধরপুরে। এখানে চোখ বেঁধে বল কুড়ানো প্রতিযোগিতায় ছোট-বড় সকলের উপস্থিতি দেখা গেল তাক লাগানোর মতন।
আরও পড়ুন: বিরাট ক্ষতি হয়ে গেল…! ভারী বৃষ্টিতে সব শেষ, এবার কী হবে? মাথায় হাত চাষিদের
গ্রামের মানুষের কাছে এই খেলার জনপ্রিয়তা দারুন। সে রকমই একটি জনপ্রিয় খেলা ‘চোখ বেঁধে বল কুড়ানো ‘ প্রতিযোগিতা। গত কয়েক বছরে এই খেলার জনপ্রিয়তা দারুন। এই খেলায় ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে দারুন জনপ্রিয়তা। এই খেলায় একটি দলে দু’জন অংশ গ্রহণ করবে। একজনের চোখ বাঁধা থাকবে। এবার নিদ্রিষ্ট স্থানে কয়েকটি বল সাজিয়ে দেওয়া হবে। দুজনের একজন চোখ বাঁধা রেখে বল কুরাবে তাঁর পার্টনারের কথা শুনে। এই নিয়মে নির্ধারিত সময়ের মধ্যে যে যত সংখ্যক বল সংগ্রহ করতে পারবে। চোখ বেঁধে নির্ধারিত সময়ে সংগ্রহ করা বলের সংখ্যার নিরিখে স্থান অধিকার করতে পারবে প্রতিযোগী। খেলার আনন্দে মানুষ এতটাই মেতে উঠতে দেখা গেল। এদিন ৬ বছর থেকে ৫০ বছরের প্রতিযোগীকে অংশ গ্রহণ করতে দেখা গেল।
আরও পড়ুন: পাড়ার ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে ২৫০ বছরের ঐতিহ্য রক্ষা করলেন ৪ নারী! দেখুন ভিডিও
এই প্রসঙ্গে খেলার উদ্যোক্তা তথা গঙ্গাধরপুর তরুণ সংঘের সম্পাদক অনাথ বাগ জানান, “সারা বছর সামাজিক নানা কর্ম কান্ড থাকে। সেই সঙ্গে এই পুজোর কয়েকটা দিন গ্রামের সকলকে নিয়ে আনন্দে উৎসবে মেতে উঠি। সেই মতই এই খেলার আয়োজন।”
রাকেশ মাইতি