সারাদিনে ‘হাজার বার’ জিজ্ঞেস করেন...বলুন তো কোন প্রশ্নের উত্তর সারাক্ষণ বদলাতে থাকে? সহজ জবাব দিতেই হিমশিম খাচ্ছেন ৯৯%

General Knowledge: সারাদিনে ‘হাজার বার’ জিজ্ঞেস করেন…বলুন তো কোন প্রশ্নের উত্তর সারাক্ষণ বদলাতে থাকে? সহজ জবাব দিতেই হিমশিম খাচ্ছেন ৯৯%

চাকরির পরীক্ষা বা যেকোনও ধরণের কম্পিটিটিভ এক্সামে ভাল ফল করার জন‍্য জেনারেল বা সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় প্রতিটি পরীক্ষাতেই জেনারেল নলেজের প্রশ্ন থাকে।
চাকরির পরীক্ষা বা যেকোনও ধরণের কম্পিটিটিভ এক্সামে ভাল ফল করার জন‍্য জেনারেল বা সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় প্রতিটি পরীক্ষাতেই জেনারেল নলেজের প্রশ্ন থাকে।
যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।
যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।
ক‍্যুইজ কম্পিটিশনে যারা অংশ নেন, তাদের জন‍্যও খুব জরুরি জিকে। অনেক খুব সহজ প্রশ্নই প‍্যাঁচালো ভাবে করা হয়, যে উত্তর খুব সোজা হলেও মাথাতেই আসতে চায় না।
ক‍্যুইজ কম্পিটিশনে যারা অংশ নেন, তাদের জন‍্যও খুব জরুরি জিকে। অনেক খুব সহজ প্রশ্নই প‍্যাঁচালো ভাবে করা হয়, যে উত্তর খুব সোজা হলেও মাথাতেই আসতে চায় না।
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
ধাঁধার আকারে লেখা প্রশ্নের মধ‍্যেই অনেক সময় লুকিয়ে থাকে উত্তর। একটু ভাল করে লক্ষ‍্য করলে, বুদ্ধি খাটালে তবেই জবাব খুঁজে পাওয়া সম্ভব।
ধাঁধার আকারে লেখা প্রশ্নের মধ‍্যেই অনেক সময় লুকিয়ে থাকে উত্তর। একটু ভাল করে লক্ষ‍্য করলে, বুদ্ধি খাটালে তবেই জবাব খুঁজে পাওয়া সম্ভব।
উদাহরণ স্বরূপ বলা যায়, কোন বস্তু শুকনো অবস্থায় ২ কেজি, ভিজলে ওজন কমে হয়ে যায় ১ কেজি। আবার পুড়লে আরও ওজন বেড়ে যায়। হয়ে যায় প্রায় ৩ কেজি।

উদাহরণ স্বরূপ বলা যায়, কোন বস্তু শুকনো অবস্থায় ২ কেজি, ভিজলে ওজন কমে হয়ে যায় ১ কেজি। আবার পুড়লে আরও ওজন বেড়ে যায়। হয়ে যায় প্রায় ৩ কেজি।
উত্তর হল সালফার। সালফার শুকনো অবস্থায় ২ কেজি, ভিজলে ওজন কমে হয়ে যায় ১ কেজি। আবার পুড়লে আরও ওজন বেড়ে হয়ে যায় প্রায় ৩ কেজি।
উত্তর হল সালফার। সালফার শুকনো অবস্থায় ২ কেজি, ভিজলে ওজন কমে হয়ে যায় ১ কেজি। আবার পুড়লে আরও ওজন বেড়ে হয়ে যায় প্রায় ৩ কেজি।
তেমনই একটি প্রশ্ন কোন প্রশ্নের উত্তর প্রতি মুহূর্তে বদলাতে থাকে। একটু আগেই যা উত্তর ছিল, একটু পরেই তা বদলে যাবে। যদিও প্রতিটি উত্তরই সঠিক। প্রশ্ন না বদলালেও বদলাতে থাকে উত্তর।
তেমনই একটি প্রশ্ন কোন প্রশ্নের উত্তর প্রতি মুহূর্তে বদলাতে থাকে। একটু আগেই যা উত্তর ছিল, একটু পরেই তা বদলে যাবে। যদিও প্রতিটি উত্তরই সঠিক। প্রশ্ন না বদলালেও বদলাতে থাকে উত্তর।
মজার ধাঁধার এই প্রশ্নের উত্তর আসলে খুবই সহজ। শুধু তাই নয়, বেশিরভাগ সকলে সারাদিকে বহুবার কাউকে না কাউকে জিজ্ঞেস করে এই প্রশ্ন।

মজার ধাঁধার এই প্রশ্নের উত্তর আসলে খুবই সহজ। শুধু তাই নয়, বেশিরভাগ সকলে সারাদিকে বহুবার কাউকে না কাউকে জিজ্ঞেস করে এই প্রশ্ন।
‘এখন কটা বাজে?’ বা ‘এখন সময় কত?’- এটাই হল উপরের ধাঁধার উত্তর। ভেবে দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু প্রতি মুহূর্তে বদলাতে থাকে।
‘এখন কটা বাজে?’ বা ‘এখন সময় কত?’- এটাই হল উপরের ধাঁধার উত্তর। ভেবে দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু প্রতি মুহূর্তে বদলাতে থাকে।
প্রতি সেকেন্ডেই বদলে যায় উত্তর। সময় বয়ে যায় স্রোতের মতো। যা আর কখনও ফিরে আসে না। তাই এই সহজ প্রশ্নের উত্তরও প্রতি মূহূর্তে বদলে যায়।

প্রতি সেকেন্ডেই বদলে যায় উত্তর। সময় বয়ে যায় স্রোতের মতো। যা আর কখনও ফিরে আসে না। তাই এই সহজ প্রশ্নের উত্তরও প্রতি মূহূর্তে বদলে যায়।