Tag Archives: GK

Snake Knowledge Story: সাপ কি দুধ ভালোবাসে? সে নিরামিষ নাকি মাংসাশী, উত্তর জানলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে!

সাপ নামটা শুনলেই আমাদের শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়৷ কত কিংবদন্তি গল্প রয়েছে এই প্রাণীটিকে নিয়ে৷ কত প্রবাদ বাক্য রয়ে গিয়েছে সাপকে কেন্দ্র করে৷ তেমনই এক সাপের দুধ খাওয়া প্রসঙ্গে৷ কিন্তু সত্যিটা কী?
সাপ নামটা শুনলেই আমাদের শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়৷ কত কিংবদন্তি গল্প রয়েছে এই প্রাণীটিকে নিয়ে৷ কত প্রবাদ বাক্য রয়ে গিয়েছে সাপকে কেন্দ্র করে৷ তেমনই এক সাপের দুধ খাওয়া প্রসঙ্গে৷ কিন্তু সত্যিটা কী?
কথায় আছে ‘দুধ কলা দিয়ে কালসাপ পোষা’- এই প্রবাদবাক্যের অর্থ আমরা কম বেশি প্রত্যেকেই জানি৷ কিন্তু সত্যি কি সাপ দুধ খায়? এই নিয়ে কিন্তু আগ্রহের শেষ নেই৷ অনেকেই আমরা ভুলকেই সঠিক তথ্য হিসেবে মেনে নিই৷ আসুন দেখে নিই সাপের খাবার কী? আদতেও তার পছন্দের খাবার কী দুধ? সাপ কী নিরামিষাশী নাকি, নাকি মাংসাশী৷
কথায় আছে ‘দুধ কলা দিয়ে কালসাপ পোষা’- এই প্রবাদবাক্যের অর্থ আমরা কম বেশি প্রত্যেকেই জানি৷ কিন্তু সত্যি কি সাপ দুধ খায়? এই নিয়ে কিন্তু আগ্রহের শেষ নেই৷ অনেকেই আমরা ভুলকেই সঠিক তথ্য হিসেবে মেনে নিই৷ আসুন দেখে নিই সাপের খাবার কী? আদতেও তার পছন্দের খাবার কী দুধ? সাপ কী নিরামিষাশী নাকি, নাকি মাংসাশী৷
সাপ কতবার খাবার খায়? এর উত্তর হল প্রত্যেক সাপের বয়স, আকৃতি ও খাবারের ধরন ও খাবারের সহজলভ্যতা অনুযায়ী তা নির্ভর করে৷ শুনলে অবাক হবেন, বেশ কিছু সাপ রয়েছে, তারা মাসে মাত্র তারা মাসে মাত্র একবারই খায়৷ বাকি কিছু-কিছু সাপ রয়েছে তারা সপ্তাহে দু’ থেকে তিন বার খায়৷
সাপ কতবার খাবার খায়? এর উত্তর হল প্রত্যেক সাপের বয়স, আকৃতি ও খাবারের ধরন ও খাবারের সহজলভ্যতা অনুযায়ী তা নির্ভর করে৷ শুনলে অবাক হবেন, বেশ কিছু সাপ রয়েছে, তারা মাসে মাত্র তারা মাসে মাত্র একবারই খায়৷ বাকি কিছু-কিছু সাপ রয়েছে তারা সপ্তাহে দু’ থেকে তিন বার খায়৷
অন্যান্য সরিসৃপের মতো সাপও একটি ঠান্ডা রক্তের প্রাণী৷ মানে সাপ নিজের শরীরের তাপমাত্রা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না৷ পরিবেশের তাপমাত্রা অনুযায়ী তারও শরীরের তাপমাত্রা ওঠানামা করে৷ তাই খাবার খাওয়ার উপর শরীরের তাপমাত্রা নির্ভর করে না৷ খুব অল্প পরিমাণ খাবার খেয়েও সে বেঁচে থাকতে পারে৷ কিছু সাপ রয়েছে, যারা কয়েকমাস পর পর খাবার পায়৷ আবার কয়েক প্রজাতির সাপ তো বছরে এক কি দুবার প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয়৷
অন্যান্য সরিসৃপের মতো সাপও একটি ঠান্ডা রক্তের প্রাণী৷ মানে সাপ নিজের শরীরের তাপমাত্রা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না৷ পরিবেশের তাপমাত্রা অনুযায়ী তারও শরীরের তাপমাত্রা ওঠানামা করে৷ তাই খাবার খাওয়ার উপর শরীরের তাপমাত্রা নির্ভর করে না৷ খুব অল্প পরিমাণ খাবার খেয়েও সে বেঁচে থাকতে পারে৷ কিছু সাপ রয়েছে, যারা কয়েকমাস পর পর খাবার পায়৷ আবার কয়েক প্রজাতির সাপ তো বছরে এক কি দুবার প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয়৷
সাপ কিন্তু চিবিয়ে খায় না৷ গিলে খায়৷ বেশির ভাগ সাপের চোয়াল তার মাথার চেয়ে বড় হয়৷ শিকারকে গ্রাস করার জন্য যা উপযুক্ত৷ আফ্রিকায় কিছু অজগর রয়েছে, যারা ছোট গরু পর্যন্ত গিলে খেয়ে নিত৷
সাপ কিন্তু চিবিয়ে খায় না৷ গিলে খায়৷ বেশির ভাগ সাপের চোয়াল তার মাথার চেয়ে বড় হয়৷ শিকারকে গ্রাস করার জন্য যা উপযুক্ত৷ আফ্রিকায় কিছু অজগর রয়েছে, যারা ছোট গরু পর্যন্ত গিলে খেয়ে নিত৷
এবার আসা যাক সাপেদের পছন্দের খাবার প্রসঙ্গে৷ ছোট সাপ, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত পোকামাকড় খেয়েই বেঁচে থাকে৷ তবে বড় হওয়ার সঙ্গে, সঙ্গে ইঁদুর জাতীয় ছোট প্রাণী খায়৷ তবে অজগর জাতীয় বড় সাপেরা খরগোশ, শিয়াল, হরিণও খায়৷ কিছু কিছু সাপ আবার ছোট-ছোট সাপ খেয়েও বেঁচে থাকে৷
এবার আসা যাক সাপেদের পছন্দের খাবার প্রসঙ্গে৷ ছোট সাপ, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত পোকামাকড় খেয়েই বেঁচে থাকে৷ তবে বড় হওয়ার সঙ্গে, সঙ্গে ইঁদুর জাতীয় ছোট প্রাণী খায়৷ তবে অজগর জাতীয় বড় সাপেরা খরগোশ, শিয়াল, হরিণও খায়৷ কিছু কিছু সাপ আবার ছোট-ছোট সাপ খেয়েও বেঁচে থাকে৷
এবার আসা যাক সেই প্রশ্নে সাপ কী সত্যিই দুধ পছন্দ করে৷ উত্তর শুনে কিন্তু চমকে উঠবেন৷ তারা দুধ পছন্দ তো করেই না, এমনকি এই দুধই তাঁদের কাছে অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে৷ আসলে তারা জন তৃষ্ণার্ত থাকে, তখন জল ভেবে দুধ পান করে৷ এতে তাদের দেহে যদি কোথাও ক্ষত থাকে, তাহলে পুঁজের সৃষ্টি হয়৷ আগেকার দিনে যারা সাপ পুষত, তারা যাতে সাপ কামড়াতে না পারে, তার জন্য অনেকে সাপের বিষাক্ত দাঁত ভেঙে বিষ থলি বের করে নিত৷ এর ফলে সাপের গায়ে গভীর ক্ষত সৃষ্টি হত৷ দুধ পান করলে তা সাপেদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে৷
এবার আসা যাক সেই প্রশ্নে সাপ কী সত্যিই দুধ পছন্দ করে৷ উত্তর শুনে কিন্তু চমকে উঠবেন৷ তারা দুধ পছন্দ তো করেই না, এমনকি এই দুধই তাদের কাছে অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে৷ আসলে তারা তৃষ্ণার্ত থাকে, তখন সাপ জল ভেবে দুধ পান করে৷ এতে তাদের দেহে যদি কোথাও ক্ষত থাকে, তাহলে পুঁজের সৃষ্টি হয়৷ আগেকার দিনে যারা সাপ পুষত, তাঁদের যাতে সাপ কামড়াতে না পারে, তার জন্য অনেকে সাপের বিষাক্ত দাঁত ভেঙে বিষ থলি বের করে নিত৷ এর ফলে সাপের গায়ে গভীর ক্ষত সৃষ্টি হত৷ দুধ পান করলে তা সাপেদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে৷
তাহলে কী দাঁড়াল দুধ কলা দিয়ে কালসাপ প্রবাদবাক্যের অর্থটি একেবারেই বাস্তব দুনিয়ায় খাটে না৷ বরং এতে সাপেরই ক্ষতি হয়৷ সে তাকে দেখলে যতই ভয়ে হাত-পা ঠান্ডা হোক না কেন! বাস্তুতন্ত্র ঠিক রাখার জন্য সে কিন্তু খুবই জরুরি৷
তাহলে কী দাঁড়াল দুধ কলা দিয়ে কালসাপ প্রবাদবাক্যের অর্থটি একেবারেই বাস্তব দুনিয়ায় খাটে না৷ বরং এতে সাপেরই ক্ষতি হয়৷ সে তাকে দেখলে যতই ভয়ে হাত-পা ঠান্ডা হোক না কেন! বাস্তুতন্ত্র ঠিক রাখার জন্য সে কিন্তু খুবই জরুরি৷

Knowledge Story: ভারতের সবচেয়ে ‘দামি’ মিষ্টি কোনটি বলুন তো…? চমকে দেবে ‘নাম’, ১০০% গ্যারান্টি!

নানা ধরণের কুইজের প্রশ্ন প্রায়ই আলোড়ন ফেলে দেয় সমাজ মাধ্যমে। ইন্টারনেটে ঝড় তোলা এমনই সব প্রশ্ন মানুষের সাধারণ জ্ঞান বাড়ানোর কাজে দুর্দান্ত ভূমিকা নেয়। আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যা যেমন মজাদার তেমনই তথ্য সমৃদ্ধ।
নানা ধরণের কুইজের প্রশ্ন প্রায়ই আলোড়ন ফেলে দেয় সমাজ মাধ্যমে। ইন্টারনেটে ঝড় তোলা এমনই সব প্রশ্ন মানুষের সাধারণ জ্ঞান বাড়ানোর কাজে দুর্দান্ত ভূমিকা নেয়। আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যা যেমন মজাদার তেমনই তথ্য সমৃদ্ধ।
নানা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও দারুণ কাজে দেয় এই ধরণের প্রশ্ন-উত্তর। একদিকে যেমন বাড়ে জ্ঞানের পরিধি, তেমনই আবার এই সমস্ত দেশ বিদেশের তথ্য কাজে লাগে দৈনন্দিন জীবনের ভাল থাকাতেও। চলুন আজ ভারত সংক্রান্ত এমন কিছু সাধারণ জ্ঞানের তথ্য জেনে নিই যে প্রশ্ন শুনলে আমাদের উত্তর খুঁজতে কাল ঘাম ছুটবে।
নানা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও দারুণ কাজে দেয় এই ধরণের প্রশ্ন-উত্তর। একদিকে যেমন বাড়ে জ্ঞানের পরিধি, তেমনই আবার এই সমস্ত দেশ বিদেশের তথ্য কাজে লাগে দৈনন্দিন জীবনের ভাল থাকাতেও। চলুন আজ ভারত সংক্রান্ত এমন কিছু সাধারণ জ্ঞানের তথ্য জেনে নিই যে প্রশ্ন শুনলে আমাদের উত্তর খুঁজতে কাল ঘাম ছুটবে।
প্রশ্ন : ভারতের কোন রাজ্যে সবার আগে সূর্যাস্ত হয়? জানেন কি এই প্রশ্নের উত্তর?উত্তর: সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই ভারতে সূর্য প্রথমে অরুণাচল প্রদেশে অস্ত যাবে।
প্রশ্ন : ভারতের কোন রাজ্যে সবার আগে সূর্যাস্ত হয়? জানেন কি এই প্রশ্নের উত্তর?
উত্তর: সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই ভারতে সূর্য প্রথমে অরুণাচল প্রদেশে অস্ত যাবে।
প্রশ্ন: ভারতের সাপ মুক্ত অঞ্চল কোনটি?উত্তর: কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটিও সাপ নেই?
প্রশ্ন: ভারতের সাপ মুক্ত অঞ্চল কোনটি?
উত্তর: কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটিও সাপ নেই?
লাক্ষাদ্বীপ দেশের একমাত্র জায়গা যেখানে সাপ দেখতে পাওয়া যায় না। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে লাক্ষাদ্বীপ একটি সাপ মুক্ত রাজ্য। তবে শুধু সাপ নয়, এখানে কুকুরও দেখতে পাওয়া যায় না। রাজ্যটিকে সাপ ও কুকুর মুক্ত রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লাক্ষাদ্বীপ প্রশাসন।
লাক্ষাদ্বীপ দেশের একমাত্র জায়গা যেখানে সাপ দেখতে পাওয়া যায় না। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে লাক্ষাদ্বীপ একটি সাপ মুক্ত রাজ্য। তবে শুধু সাপ নয়, এখানে কুকুরও দেখতে পাওয়া যায় না। রাজ্যটিকে সাপ ও কুকুর মুক্ত রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লাক্ষাদ্বীপ প্রশাসন।
প্রশ্ন: ভারতের জাতীয় সবজি কী?উত্তর: ভারতের জাতীয় সবজি হল ভারতীয় কুমড়ো। এটি দেশের সর্বত্রই প্রায় ব্যাপকভাবে জন্মায় এটি তাই খুবই সাশ্রয়ী মূল্যের। ভারতীয় কুমড়োর একটি মিষ্টি স্বাদ রয়েছে এবং এটি মুসুর ডাল, মশলা এবং অন্যান্য শাক-সবজির সঙ্গে ভাল ভাবে মিশে যায়। কুমড়ো গরম আবহাওয়ায় বিশেষভাবে ভাল ফলন দেয়।
প্রশ্ন: ভারতের জাতীয় সবজি কী?
উত্তর: ভারতের জাতীয় সবজি হল ভারতীয় কুমড়ো। এটি দেশের সর্বত্রই প্রায় ব্যাপকভাবে জন্মায় এটি তাই খুবই সাশ্রয়ী মূল্যের। ভারতীয় কুমড়োর একটি মিষ্টি স্বাদ রয়েছে এবং এটি মুসুর ডাল, মশলা এবং অন্যান্য শাক-সবজির সঙ্গে ভাল ভাবে মিশে যায়। কুমড়ো গরম আবহাওয়ায় বিশেষভাবে ভাল ফলন দেয়।
প্রশ্ন : কোন এমন একটি দেশ আছে যাকে পর্যটকদের স্বর্গ বলা হয়, আর যেখানে ভারতের ১০০ টাকার মূল্য প্রায় ২০০০ টাকা হয়ে যায়?উত্তর : দেশটি হল ইন্দোনেশিয়া। ২০২৪ সালের জুলাই এর পরিসংখ্যান অনুযায়ী, ১ ভারতীয় রুপি প্রায় ১৮৯.৫৬ ইন্দোনেশিয়ান রুপির সমান। আর ভারতের ১০০ টাকা মানে এখানে প্রায় ১৯০০ টাকা। এই দেশটির নাম ইন্দোনেশিয়া। এখানকার মুদ্রাও টাকা হিসেবেই প্রচলিত।
প্রশ্ন : কোন এমন একটি দেশ আছে যাকে পর্যটকদের স্বর্গ বলা হয়, আর যেখানে ভারতের ১০০ টাকার মূল্য প্রায় ২০০০ টাকা হয়ে যায়?
উত্তর : দেশটি হল ইন্দোনেশিয়া। ২০২৪ সালের জুলাই এর পরিসংখ্যান অনুযায়ী, ১ ভারতীয় রুপি প্রায় ১৮৯.৫৬ ইন্দোনেশিয়ান রুপির সমান। আর ভারতের ১০০ টাকা মানে এখানে প্রায় ১৯০০ টাকা। এই দেশটির নাম ইন্দোনেশিয়া। এখানকার মুদ্রাও টাকা হিসেবেই প্রচলিত।
প্রশ্ন: ভারতের সবচেয়ে দামি মিষ্টি কোনটি?উত্তর: ভারতের সবচেয়ে দামি মিষ্টির নাম এক্সোটিকা। বিশেষজ্ঞরা বলছেন যে এটি প্রতি কেজি এক দুই হাজার নয়, ৫০ হাজার টাকায় বিক্রি হয়। এই মিষ্টিটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি বলে দাবি করা হয়ে থাকে প্রস্তুতকারকদের পক্ষ থেকে।
প্রশ্ন: ভারতের সবচেয়ে দামি মিষ্টি কোনটি?
উত্তর: ভারতের সবচেয়ে দামি মিষ্টির নাম এক্সোটিকা। বিশেষজ্ঞরা বলছেন যে এটি প্রতি কেজি এক দুই হাজার নয়, ৫০ হাজার টাকায় বিক্রি হয়। এই মিষ্টিটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি বলে দাবি করা হয়ে থাকে প্রস্তুতকারকদের পক্ষ থেকে।
ভারতের সবচেয়ে দামি মিষ্টি: আপনি হয়ত সর্বোচ্চ ৫০০ টাকা বা ১০০০ টাকা প্রতি কেজি দামের মিষ্টি খেয়েছেন, কিন্তু আপনি কি কখনও প্রতি কেজি ৫৬ হাজার টাকার মিষ্টি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজ সেই মিষ্টির মজাদার আরও তথ্য সব জানুন যা ভারতের সবচেয়ে দামি মিষ্টি। এই মিষ্টি পাওয়া যায় নবাবদের শহরে।
ভারতের সবচেয়ে দামি মিষ্টি: আপনি হয়ত সর্বোচ্চ ৫০০ টাকা বা ১০০০ টাকা প্রতি কেজি দামের মিষ্টি খেয়েছেন, কিন্তু আপনি কি কখনও প্রতি কেজি ৫৬ হাজার টাকার মিষ্টি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজ সেই মিষ্টির মজাদার আরও তথ্য সব জানুন যা ভারতের সবচেয়ে দামি মিষ্টি। এই মিষ্টি পাওয়া যায় নবাবদের শহরে।
ভারতের বিভিন্ন রাজ্য এবং শহরের নিজস্ব বিখ্যাত মিষ্টি রয়েছে যেমন রাজস্থানের ঘেভার, আলমোড়ার বাল মিঠাই, আগ্রার বিখ্যাত পেঠা, একইভাবে লখনউয়ের নিজস্ব বিখ্যাত মিষ্টি রয়েছে। এই সব মিষ্টি খেতে সারা বিশ্ব থেকে মানুষ ভারতে আসেন। কিন্তু ভারতের সবচেয়ে দামি মিষ্টির খবর কিন্তু অনেকেরই অজানা।
ভারতের বিভিন্ন রাজ্য এবং শহরের নিজস্ব বিখ্যাত মিষ্টি রয়েছে যেমন রাজস্থানের ঘেভার, আলমোড়ার বাল মিঠাই, আগ্রার বিখ্যাত পেঠা, একইভাবে লখনউয়ের নিজস্ব বিখ্যাত মিষ্টি রয়েছে। এই সব মিষ্টি খেতে সারা বিশ্ব থেকে মানুষ ভারতে আসেন। কিন্তু ভারতের সবচেয়ে দামি মিষ্টির খবর কিন্তু অনেকেরই অজানা।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।

Knowledge Story: বলুন তো, ভারতে মোট কতগুলি গ্রাম রয়েছে? সংখ্যা জানলে অবাক হবেন

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
প্রশ্নটি হল, আমাদের দেশে মোট কতগুলি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে সেই প্রশ্ন আমাদের সকলের জানা, কিন্তু বলুন তো, ভারতে মোট কতগুলি গ্রাম রয়েছে?
প্রশ্নটি হল, আমাদের দেশে মোট কতগুলি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে সেই প্রশ্ন আমাদের সকলের জানা, কিন্তু বলুন তো, ভারতে মোট কতগুলি গ্রাম রয়েছে?
এবার আসা যার উত্তরে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ভারতের গ্রামের সংখ্যা পরিবর্তনশীল। শেষ ৩টি সেনসাসেই গ্রামের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গ্রামের সংখ্যা সাড়ে ৬ লক্ষ পেরিয়ে গিয়েছে।
এবার আসা যার উত্তরে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ভারতের গ্রামের সংখ্যা পরিবর্তনশীল। শেষ ৩টি সেনসাসেই গ্রামের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গ্রামের সংখ্যা সাড়ে ৬ লক্ষ পেরিয়ে গিয়েছে।
২০০১ সালের সেনসাস অনুযায়ী ভারতে গ্রামের সংখ্যা ছিল ৬ লক্ষ ৩৮ হাজার ৩৬৫। ২০১১ সালের সেনসাস অনুযায়ী গ্রামের সংখ্যা ৬ লক্ষ ৪৯ হাজার ৪৮১। ২০১৯ সালের শেষ সেনসাস অনুযায়ী ভারতে বর্তমান গ্রামের সংখ্যা ৬ লক্ষ ৬৪ হাজার ৩৬৯।
২০০১ সালের সেনসাস অনুযায়ী ভারতে গ্রামের সংখ্যা ছিল ৬ লক্ষ ৩৮ হাজার ৩৬৫। ২০১১ সালের সেনসাস অনুযায়ী গ্রামের সংখ্যা ৬ লক্ষ ৪৯ হাজার ৪৮১। ২০১৯ সালের শেষ সেনসাস অনুযায়ী ভারতে বর্তমান গ্রামের সংখ্যা ৬ লক্ষ ৬৪ হাজার ৩৬৯।

GK Q and A: বাদুড়ের আছে পাখির মতো ডানা, উড়তেও পারে, তবে কি বাদুড় পাখি? নাকি পশু? সঠিক উত্তরটায় চমকাবেন

পৃথিবীর অদ্ভুতুড়ে প্রাণীদের অন্যতম বাদুড়। স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এদের ডানা আছে মানে উড়তে পারে। আছে খরগোশের মতো বড় বড় দুটো কান আর ছাতার মতো দেখতে অদ্ভুত দুটো পাখনা। আছে বড় বড় দুটো চোখ কিন্তু ভালমতো দেখতে পায় না।
পৃথিবীর অদ্ভুতুড়ে প্রাণীদের অন্যতম বাদুড়। স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এদের ডানা আছে মানে উড়তে পারে। আছে খরগোশের মতো বড় বড় দুটো কান আর ছাতার মতো দেখতে অদ্ভুত দুটো পাখনা। আছে বড় বড় দুটো চোখ কিন্তু ভালমতো দেখতে পায় না।
চোখে না দেখলেও ঠিক ঠিক পথ চিনে নিয়ে চলতে পারে। তবে দিনের আলোয় নয়, এরা পথ চলে রাতের অন্ধকারে। এবার প্রশ্ন হল, বাদুড়ের ডানা আছে, এরা উড়তেও পারে! তবে কি বাদুড় পশু না পাখি?
চোখে না দেখলেও ঠিক ঠিক পথ চিনে নিয়ে চলতে পারে। তবে দিনের আলোয় নয়, এরা পথ চলে রাতের অন্ধকারে। এবার প্রশ্ন হল, বাদুড়ের ডানা আছে, এরা উড়তেও পারে! তবে কি বাদুড় পশু না পাখি?
পৃথিবীতে প্রায় ১১০০ প্রজাতির বাদুড় রয়েছে। এদের প্রায় ৭০ ভাগ পতঙ্গভুক। বাকিরা ফলমূল খায়। নিশাচর এই প্রাণী দিনের বেলা অন্ধকার স্থানে ঝুলে থাকে উল্টো হয়ে।
পৃথিবীতে প্রায় ১১০০ প্রজাতির বাদুড় রয়েছে। এদের প্রায় ৭০ ভাগ পতঙ্গভুক। বাকিরা ফলমূল খায়। নিশাচর এই প্রাণী দিনের বেলা অন্ধকার স্থানে ঝুলে থাকে উল্টো হয়ে।
পথ চলতে বা খাবার চিনে নিতে বাদুড় শব্দোত্তর বা শ্রবণোত্তর শব্দতরঙ্গ ব্যবহার করে। চলার সময় বাদুড় মুখ দিয়ে ক্রমাগত শব্দোত্তর তরঙ্গের শব্দ তৈরি করে বাতাসে ছড়িয়ে দেয়। সেই শব্দ ঘরবাড়ি, গাছপালা বা পাহাড়-পর্বতে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে বাদুড়ের কানে। সেই প্রতিধ্বনির ফিরে আসার সময় ও প্রকৃতি থেকে বাদুড় আশেপাশের সম্ভাব্য বাধা সম্পর্কে ধারণা করে নেয়।
পথ চলতে বা খাবার চিনে নিতে বাদুড় শব্দোত্তর বা শ্রবণোত্তর শব্দতরঙ্গ ব্যবহার করে। চলার সময় বাদুড় মুখ দিয়ে ক্রমাগত শব্দোত্তর তরঙ্গের শব্দ তৈরি করে বাতাসে ছড়িয়ে দেয়। সেই শব্দ ঘরবাড়ি, গাছপালা বা পাহাড়-পর্বতে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে বাদুড়ের কানে। সেই প্রতিধ্বনির ফিরে আসার সময় ও প্রকৃতি থেকে বাদুড় আশেপাশের সম্ভাব্য বাধা সম্পর্কে ধারণা করে নেয়।
গবেষকরা জানাচ্ছেন, বাদুড় পাখি নয়। এরা উড়ন্ত প্রাণীর ক্যাটাগরিতে পড়ে। আসলে বাদুড় স্তন্যপায়ী প্রাণী, এরা ডিম দেয় না, এদের সরাসরি সন্তান জন্ম নেয় এবং বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়। তাই এরা পাখিদের শ্রেণীতে বিবেচিত হয় না।
গবেষকরা জানাচ্ছেন, বাদুড় পাখি নয়। এরা উড়ন্ত প্রাণীর ক্যাটাগরিতে পড়ে। আসলে বাদুড় স্তন্যপায়ী প্রাণী, এরা ডিম দেয় না, এদের সরাসরি সন্তান জন্ম নেয় এবং বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়। তাই এরা পাখিদের শ্রেণীতে বিবেচিত হয় না।
 পেঙ্গুইন, উট পাখির মত অনেক পাখি আছে যারা উড়তে পারে না, কিন্তু ডিম পারে। এদিকে বাদুড় একমাত্র স্তন্যপায়ী জীব, যার ডানা আছে এবং উড়তে পারে।
পেঙ্গুইন, উট পাখির মত অনেক পাখি আছে যারা উড়তে পারে না, কিন্তু ডিম পারে। এদিকে বাদুড় একমাত্র স্তন্যপায়ী জীব, যার ডানা আছে এবং উড়তে পারে।
পাশাপাশি, পাখিদের প্রধান বৈশিষ্ট্য এদের শরীরের পালক। ডানা থাক না থাক, উড়তে পারুক না পারুক কোনও প্রাণীর শরীরে স্বাভাবিক ভাবে পালক গজালেই তাকে পাখি বলা হয়। বাদুরের গায়ে পালক হয় না, তাই বাদুর পাখি নয়।
পাশাপাশি, পাখিদের প্রধান বৈশিষ্ট্য এদের শরীরের পালক। ডানা থাক না থাক, উড়তে পারুক না পারুক কোনও প্রাণীর শরীরে স্বাভাবিক ভাবে পালক গজালেই তাকে পাখি বলা হয়। বাদুরের গায়ে পালক হয় না, তাই বাদুর পাখি নয়।