পুরুলিয়া: দৈনন্দিন জীবনে চলার পথে নিত্য সঙ্গী হয়ে উঠেছে মুঠোফোন তথা মোবাইল। এই মুঠোফোনেই বন্দি আমাদের জীবন। মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না কারোর। পেশাগত নানান কাজের পাশাপাশি বিনোদনের জন্য মানুষের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইল। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এক প্রকার আসক্ত হয়ে উঠেছে এই মোবাইলে।
এমনকি খাওয়ার সময়তমোবাইল হাতছাড়া করছে না বহু মানুষ। আর তাতেই পরিবার-পরিজন প্রিয়জনদের থেকে মানসিক দূরত্ব বেড়ে চলেছে। মোবাইল থেকে একটু মানুষকে রেহাই দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়ার একটি নামি বেসরকারি রেস্তোরাঁ।
এই রেস্তোরাঁয় আসা গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার দিচ্ছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এখানে মোবাইল জমা রেখে কেউ যদি খাবার খায় তাহলে খাবারের বিলের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই রেস্তোরাঁ। আর এই অভিনব অফার রীতিমতসাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। মানুষকে মোবাইল থেকে একটুখানি দূরে রাখতে এই অভিনব উদ্যোগ নিয়েছে এই রেস্তোরাঁ।
এ বিষয়ে রেস্তোরাঁ জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন , সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে আমরা সোশ্যালাইজেশন ভুলে গেছি। তাই এই রেস্তোরার মধ্যে পারিবারিক একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে রেস্তোরাঁয় আসা গ্রাহকেরা বলেন , বেশিরভাগ সময়তেই আমরা ফোনে ব্যস্ত থাকি। তাই পরিবার বা প্রিয়জনদের সময় দেওয়া হয় না। এই রেস্তোরাঁ উদ্যোগ নিয়েছে তা খুবই ভালো উদ্যোগ। তাদের খুবই ভালো লেগেছে।
সারাদিনের ব্যস্ততার পরে পরিবারের জন্য সামান্য সময়টুকু বের করার ক্ষেত্রেও মোবাইলের প্রতি আসক্তি কমে না বেশিরভাগ মানুষের। তাই কিছুক্ষণের জন্য মোবাইল থেকে মানুষকে দূরে রাখতে ও পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ করে দিচ্ছে এই রেস্তোরাঁ।
Sharmistha Banerjee