দক্ষিণ ২৪ পরগনা, লাইফস্টাইল Travel Essentials List: সামনেই ট্রিপ? বেড়াতে যাওয়ার আগে লাগেজে কী ছেড়ে কী নেবেন, ভেবে পাগল? রইল তালিকা Gallery October 20, 2024 Bangla Digital Desk দূরে বেড়াতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। নইলে আপনার ভ্রমণ অস্বস্তির কারণ হতে পারে। সেইজন্য এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। দূরের ভ্রমণ হলে বাইরে থেকে শক্ত আর আকারে বড়, এমন ব্যাগ বেছে নিন। কাছের জায়গায় ভ্রমণ হলে ছোট ব্যাগই যথেষ্ট। সবার আগে ব্যাগে রাখুন আপনার পরিচয়পত্র। আর তার সঙ্গেই মোবাইল বা প্রয়োজনীয় গ্যাজেটগুলো যা চার্জ দেওয়ার জন্য আবশ্যক জিনিস। জায়গা ও পরিবেশ অনুযায়ী আরামদায়ক পোশাক বাছুন। একই প্যান্টের সঙ্গে ঘুরিয়ে–ফিরিয়ে পরতে পারবেন, এমন দু-তিনটি পোশাক নিন। ভ্রমণে যাওয়ার আগে সেখানে পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নিন। যেখানেই যান না কেন অবশ্যই ভ্রমণকালীন আবাস আগে থেকে ঠিক করে যাওয়াই শ্রেয়। বাগে শ্যাম্পু, সাবান, পেস্ট, ব্রাশ বাগে নিন। স্ন্যাক্সজাতীয় খাওয়া সঙ্গে রাখুন। চেষ্টা করুন ফল বা স্যান্ডউইচ রাখতে। ব্যাটারিচালিত হ্যান্ডফ্যান, রোদচশমা, টুপি নিতে ভুলবেন না। ব্যান্ডেড, জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, হাত স্যানিটাইজার, অ্যালার্জির ওষুধ, স্যানিটারি ন্যাপকিন সঙ্গে রাখুন। শিশুর জন্য প্রয়োজনীয় ওষুধ সবার আগে ব্যাগে ঢোকান।