কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবি অবশ্য নাকচ করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কড়া প্রতিক্রিয়ায় ফোনে মুখ্যমন্ত্রী বলেন, “একটা পরিবার থেকে সবাইকে তুমি তাড়িয়ে দেবে? তুমি ঠিক করবে সরকার কোন অফিসারকে রাখবে কাকে তাড়াবে? কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করা হবে, কিন্তু হঠাৎ এরকম বললে সরকারের পক্ষে কি সেই দাবি মানা সম্ভব?”
ডেডলাইনের আগেই স্বাস্থ-জট কাটাতে উদ্যোগী রাজ্য। শনিবার ধর্মতলায় অনশন মঞ্চে যান রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। শনিবার দুপুরে ধর্মতলায় অনশন মঞ্চে হাজির হন মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জুনিয়র ডাক্তাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন, মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে সেই সময়ে ফোন করেন।
আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! ছিটকে গেল লোকাল ট্রেনের শেষ কামরা, আতঙ্কে কাঁটা যাত্রীরা
স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি খারিজ করলেও মেডিক্যাল পরীক্ষায় বেনিয়াম বন্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনও চার মাসের মধ্যে করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি৷ আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবির সঙ্গেই সহমত পোষণ করে রোগীদের কথা ভেবে আন্দোলন প্রত্যাহারে আর্জি জানান মুখ্যমন্ত্রী৷
ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেন অনশন থেকে কাজে ফিরতে। জুনিয়র ডাক্তারদের দাবি মতো পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক স্তরে রদবদলের যে কাজ হয়েছে তা-ও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তবে সব কাজ শেষ করতে ৩-৪ মাস সময় চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।