কলকাতা Mamata Banerjee On Junior Doctor’s Protest: ‘অনশন তুলে বৈঠকে আসুন’, জুনিয়র ডাক্তারদের ইমেলে কী কী লিখলেন মুখ্য সচিব? Gallery October 19, 2024 Bangla Digital Desk জুনিয়র ডাক্তারদের মেল করলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে যে কথা হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য ইমেল করে জুনিয়র ডাক্তারদের দিলেন মুখ্য সচিব। শনিবার মমতার সঙ্গে কথা হয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তবে মুখোমুখি নয়। ফোনে। ধর্মতলার অনশনমঞ্চ থেকে মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রী কথা বলেন একাধিক অনশনকারীর সঙ্গে। অনুরোধ করেন অনশন তুলে নিতে। পাশাপাশিই মমতা জানিয়ে দেন, স্বাস্থ্যসচিবের অপসারণ ছাড়া আন্দোলনকারীদের সমস্ত দাবির সঙ্গেই তিনি সহমত। ১০ দফা দাবি মধ্যে কী কী দাবি মানা হয়েছে এবং কী দাবি মানা সম্ভব নয় তার যাবতীয় তথ্য তুলে দিলেন মুখ্য সচিব। স্বাস্থ্য সচিবকে সরানো সম্ভব নয় তাও জানিয়ে দিলেন ইমেইল করে বলে দিলেন মনোজ পন্থ। সোমবার বিকেল পাঁচটা নাগাদ পঁয়তাল্লিশ মিনিটের জন্য ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অনশন তুলে তাঁরা বৈঠকের জন্য আসতে পারেন, আহ্বান জানান মমতা। জানিয়ে দেন, ১০ জন প্রতিনিধি নিয়ে আসতে পারেন। প্রত্যেকটি দাবি ধরে ধরে মুখ্য সচিব জানালেন মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন ও রাজ্য সরকার তাতে কী পদক্ষেপ করেছে। সোমবার ফের নবান্নে বৈঠক। মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডাক্তাররা। অনশন তুলে নেওয়ার জন্য বারবার ফোনে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীরও হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। মুখ্যমন্ত্রী পরবর্তী বৈঠক প্রসঙ্গে বলেন, “আমার অনেক কাজ থাকে, সেসব ফেলে তোমাদেরকে সময় দিই৷ বৈঠক করতে এসে আমাকে তিন ঘণ্টা বসিয়ে রেখো না”৷ বর্তমানে সুপ্রিম কোর্ট নজরদারি করছে আরজি কর মামলার। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোর বিষয়টিতেও নজরদারি করছে সুপ্রিম কোর্ট। প্রতীকী ছবি। আগে বৈঠকের জন্য একাধিক বার মুখ্যমন্ত্রী সময় দিলেও বেশ কয়েকবার বৈঠক হয়নি। জুনিয়র ডাক্তাররা একাধিক দাবি নিয়ে কঠোর অবস্থান নেন, যার মধ্যে ছিল মিটিংয়ের লাইভ স্ট্রিমিং। রাজ্য সরকারও বিচারাধীন বিষয় এই যুক্তিতে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হয়নি। প্রতীকী ছবি। পরে অবশ্য বৈঠক হয়, সেই বৈঠকে নিজেদের দাবি পেশ করেন জুনিয়র ডাক্তাররা। এবারের নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে।