মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত হলেন অন্তত ৬৪ জন। প্রাণ গিয়েছে অন্তত ২ জনের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে সোলাপুর হাইওয়েতে, পুণের বারবন্দ গ্রামের কাছে। প্রতীকী ছবি।

Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, বিয়ের আনন্দ মূহুর্তে বদলে গেল শোকে…

ধলপুর: মুখোমুখি সংঘর্ষ স্লিপার বাস ও টেম্পোর৷ তার জেরেই ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা৷ ঘটনায় ১১জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

ঘটনাটি ঘটেছে রাজস্থানে ধলপুর জেলায়৷ রবিবার ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে৷ জেলার সদর থানা এলাকায় ধলপুর-কড়ৌলি হাইরোডে মুখোমুখি সংঘর্ষ হয় এক স্লিপার বাস ও টেম্পোর৷

আরও পড়ুন:  পুজো শেষ! তাও পড়াশোনায় মন নেই সন্তানের? মাথায় রাখুন ৪টে টিপস, নিজেই বই নিয়ে বসবে

এর তীব্রতা এতটাই বেশি ছিল, যে টেম্পোতে থাকা ১১ জনের ব্যক্তিরই মৃত্যু ঘটে৷ জানা গিয়েছে এর মধ্যে রয়েছে আট শিশু৷

আরও পড়ুন: ধুলো পড়ে সিলিং ফ্যানের অবস্থা যা-তা? মই ছাড়াই এই কয়েকটা উপায়ে পরিষ্কার করুন, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতেরা প্রত্যেকেই বারাউলি গ্রামে গিয়েছিলেন৷ তাঁরা এক বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরে আসছিলেন৷ তারই মধ্যে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা৷ ১১ জনই গুমাট এলাকার বাসিন্দা৷

বিয়ের আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ খবর জানাজানি হতেই বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে শোকে পর্যবসিত হয়ে গেল৷ সানাইয়ের সুর ঢেকে যায়, স্বজন হারার হাহাকারে৷

খবর পাওয়া মাত্র প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা ঘটনাস্থলে হাজির হন৷ প্রাথমিক ভাবে সকলকে নিকটবর্তী সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়৷ সেখানেই আট শিশু-সহ ১১ জনকে মৃত হলে ঘোষণা করে সেখানকার চিকিৎসকরা৷

হাসপাতালে স্বজনহারারা ছুটে আসে৷ একই পরিবারের ১১ জনের এই মর্মান্তিক পরিণতিতে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া৷