লাইফস্টাইল India’s Most Educated State: মোট স্বাক্ষরতার হার ৯৪ শতাংশ, বলুন তো ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি? সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট Gallery October 20, 2024 Bangla Digital Desk দেশের সার্বিক বিকাশের জন্য প্রত্যেক দেশবাসীর শিক্ষিত হওয়া গুরুত্বপূর্ণ। তবেই দেশ এগোবে। শিক্ষাই দেশের অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি। ইদানীং, শিক্ষার বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে। বেড়েছে স্কুল কলেজের সংখ্যা, বেড়েছে পড়ুয়াদের সংখ্যাও। বলুন, তো ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটা? উত্তরটা হল কেরল। কেরল-ই ভারতের সবথেকে শিক্ষিত শহর। এখানে মোট স্বাক্ষরতার হার ৯৪ শতাংশ। কেরলে পুরুষদের মধ্যে স্বাক্ষরতার হার ৯৬ শতাংশ। মহিলাদের মধ্যে স্বাক্ষরতার হার ৯২ শতাংশ। ভারতে সবথেকে শিক্ষিত রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাক্ষাদ্বীপ। এখানে মোট স্বাক্ষরতার হার ৯১.৮৫ শতাংশ। পুরুষদের মধ্যে স্বাক্ষরতার হার ৯৫.৫৬ শতাংশ, মহিলাদের মধ্যে স্বাক্ষরতার হার ৮৭.৯৬ শতাংশ। অন্যদিকে, ভারতে সবচেয়ে বেশি ‘বুদ্ধিমান’ মানুষের দেখা মেলে তামিলনাড়ুতে। সেই কোন যুগ থেকে ভারতের এই রাজ্যের মানুষেরা অঙ্কে ও বিজ্ঞানে তুখোড়। তামিলনাড়ু থেকেই এসেছেন সুন্দর পিচাই, গুগলের অভিভাবক সংস্থা অ্যালফাবেটের সিইও। পিচাইয়ের জন্ম ১৯৭২ সালের ১০ জুন তামিলনাড়ুর মাদুরাইয়ে। দীর্ঘদিন ধরেই তামিলনাড়ুতে রয়েছে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ। কাজেই, ভারতের টেকনিক্যাল সেক্টর অর্থাৎ আইটি ও আটোমোবাইল সেক্টরে এই রাজ্যের ছেলে-মেয়েরাই বেশি চাকরি পান।