দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Weather Update: বঙ্গোপসাগরে ফুঁসছে… প্রবল বেগে আছড়ে পড়বে ডানা! ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড, বৃষ্টি শুরু কবে থেকে? আবহাওয়ার মেগা আপডেট Gallery October 20, 2024 Bangla Digital Desk বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ডানা। ডানার ল্যান্ডফল কোথায় হবে? গতিবেগ কত হতে পারে? কবে আছড়ে পড়বে ডানা? ডানা নিয়ে কী জানাল হাওয়া অফিস? আবহাওয়াবিদরা অনুমান করছেন ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য ল্যান্ডফল ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও অন্যান্য জেলার আবহাওয়া বদল হবে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুপুর থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস। বুধ থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুধু বৃষ্টি নয় সেই সঙ্গে ঝড়ের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ২০ অক্টোবর রবিবার থেকে ২২ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় মঙ্গলবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে তা এখনও নির্ধারিত হয়নি। কালীপুজোর আগে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বিশেষ করে ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে। ঝড় ও ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। ২৪ অক্টোবর অর্থাৎ, বৃহস্পতিবার থেকে ঝড়ের গতিবেগ বাড়বে। ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় উঠতে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে। শুক্রবার সকাল, অর্থাৎ ২৫ অক্টোবর পর্যন্ত ঝড়ের দাপট থাকবে বলে জানানো হয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার-সহ অন্যান্য জেলায়। তার আগে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কম। ২০ অক্টোবর রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। এদিন দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ শতাংশ। শনিবার জেলার হলদিয়া, দিঘা, কাঁথি-সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই। বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।