বৃহস্পতিবার সকালে উপকূলের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। আবহাওয়া দফতর এখনও ল্যান্ডফল সম্পর্কে কিছু না জানালেও ইউরোপিয়ান মডেল গুলো জানাচ্ছে ওড়িশার ভুবনেশ্বর থেকে খুলনার মধ্যে সম্ভাবনা বেশি। এর মধ্যে ওড়িশার পারাদ্বীপ অথবা বাংলাদেশের সাতক্ষীরা দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা সব থেকে বেশি।

আগামী ২৪ ঘণ্টায় ঘনীভূত নিম্নচাপ! নিম্নচাপের জেরে কবে থেকে শুরু বৃষ্টি?

আবহাওয়াবিদরা অনুমান করছেন ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য ল্যান্ডফল ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও অন্যান্য জেলার আবহাওয়া বদল হবে।

রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুপুর থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস। বুধ থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুধু বৃষ্টি নয় সেই সঙ্গে ঝড়ের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।