সামনেই দিপাবলী৷ আলোর রোশনাই সেজে উঠবে সারা বাংলা৷ কিন্তু এই আনন্দকে মাটি করতে হাজির ছোট দেওয়ালি পোকা৷ কালী পুজোর সময় এই পোকাদের উপদ্রব বৃদ্ধি পায়, তাই এদের দেওয়ালি পোকাও বলে৷

How To get rid of insects: পোকার যম, দীপাবলি এলেই আলোর কাছে পোকা গিজগিজ করে? ঘরে এইগুলো রাখুন, জানলা খোলা রাখলেও ত্রিসীমানায় আসবে না

 

সামনেই দিপাবলী৷ আলোর রোশনাই সেজে উঠবে সারা বাংলা৷ কিন্তু এই আনন্দকে মাটি করতে হাজির ছোট দেওয়ালি পোকা৷ কালী পুজোর সময় এই পোকাদের উপদ্রব বৃদ্ধি পায়, তাই এদের দেওয়ালি পোকাও বলে৷
সামনেই দিপাবলী৷ আলোর রোশনাই সেজে উঠবে সারা বাংলা৷ কিন্তু এই আনন্দকে মাটি করতে হাজির ছোট দেওয়ালি পোকা৷ কালী পুজোর সময় এই পোকাদের উপদ্রব বৃদ্ধি পায়, তাই এদের দেওয়ালি পোকাও বলে৷
টিউবলাইট, বাল্বের চারপাশে এই ছোট-ছোট পোকাগুলো ঘুরতে থাকে৷ এর ফলে সন্ধে বেলায় দরজা-জানলা বন্ধ করে দিতে হয়৷ খাওয়ার পোকা পড়ে যায়৷ যা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়ে ওঠে কখনও কখনও৷
টিউবলাইট, বাল্বের চারপাশে এই ছোট-ছোট পোকাগুলো ঘুরতে থাকে৷ এর ফলে সন্ধে বেলায় দরজা-জানলা বন্ধ করে দিতে হয়৷ খাওয়ার পোকা পড়ে যায়৷ যা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়ে ওঠে কখনও কখনও৷
তবে কয়েকটা ঘরোয়ার উপায় আছে৷ তাতে নির্বিঘ্নে জানলা-কপাট খুলে রাখতে পারেন৷ পোকা ধারে-কাছে ঘেষবে না৷
তবে কয়েকটা ঘরোয়ার উপায় আছে৷ তাতে নির্বিঘ্নে জানলা-কপাট খুলে রাখতে পারেন৷ পোকা ধারে-কাছে ঘেষবে না৷
বাজার থেকে লবঙ্গ তেল কিনুন৷ একটা স্প্রে বোতলে জলের সঙ্গে মেশান৷ সন্ধে হওয়ার সঙ্গে-সঙ্গে লবঙ্গ তেল যুক্ত জল ছিটিয়ে দিন৷ এর ফলে পোকামাকড়, মশা, মাছি সব পালিয়ে যাবে৷
বাজার থেকে লবঙ্গ তেল কিনুন৷ একটা স্প্রে বোতলে জলের সঙ্গে মেশান৷ সন্ধে হওয়ার সঙ্গে-সঙ্গে লবঙ্গ তেল যুক্ত জল ছিটিয়ে দিন৷ এর ফলে পোকামাকড়, মশা, মাছি সব পালিয়ে যাবে৷
নিমের তেল এই ধরনের ছোট পোকামাকড় তাড়ানোর জন্য আদর্শ৷ সন্ধেবেলায় লাইটের কাছে ভাল করে ছিটিয়ে দিন৷
নিমের তেল এই ধরনের ছোট পোকামাকড় তাড়ানোর জন্য আদর্শ৷ সন্ধেবেলায় লাইটের কাছে ভাল করে ছিটিয়ে দিন৷
যদি আপনার বাড়িতে সাদা আলো-গুলোকে বন্ধ করে দিন৷ চেষ্টা করুন হলুদ বাল্ব জ্বালিয়ে রাখতে৷ সাদা আলোর চেয়ে হলুদ আলোয় তুলনামূলক কম এই পোকাগুলো কম আকৃষ্ট হয়৷ রাতে চেষ্টা করুন মশারি টাঙিয়ে ঘুমোনোর৷
যদি আপনার বাড়িতে সাদা আলো-গুলোকে বন্ধ করে দিন৷ চেষ্টা করুন হলুদ বাল্ব জ্বালিয়ে রাখতে৷ সাদা আলোর চেয়ে হলুদ আলোয় তুলনামূলক কম এই পোকাগুলো কম আকৃষ্ট হয়৷ রাতে চেষ্টা করুন মশারি টাঙিয়ে ঘুমোনোর৷
একটা স্প্রে বোতলে বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন৷ ঘর রান্নাঘর, টয়লেটে ছিটিয়ে দিন৷ এর ফলে যে পোকাগুলো ঢুকে আছে, সেগুলোও মরে যাবে৷
একটা স্প্রে বোতলে বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন৷ ঘর রান্নাঘর, টয়লেটে ছিটিয়ে দিন৷ এর ফলে যে পোকাগুলো ঢুকে আছে, সেগুলোও মরে যাবে৷
সন্ধেবেলায় আলোর প্রয়োজন নেই এমন কোনও বাল্ব ব্যবহার করবেন না৷ কর্পুরের গন্ধতেও তারা পালিয়ে যায়৷ তাই চেষ্টা করুন, সন্ধে বেলা কর্পুর জ্বালাতে৷ এতে কেবল পোকা না মশাও কম আসবে৷
সন্ধেবেলায় আলোর প্রয়োজন নেই এমন কোনও বাল্ব ব্যবহার করবেন না৷ কর্পুরের গন্ধতেও তারা পালিয়ে যায়৷ তাই চেষ্টা করুন, সন্ধে বেলা কর্পুর জ্বালাতে৷ এতে কেবল পোকা না মশাও কম আসবে৷